বিসমিল্লাহির রাহমানির রাহীম
অনেক, অনেক কঠিন একটা চ্যালেঞ্জ সামনে রেখে মহান আল্লাহর নামে শুরু করলাম। আমি আগেই বলেছি Retail pro একটি বিশ্ব মানের বিজনেস সফট। এও বালেছিলাম এটা নিয়ে একটি সম্পূ্র্ন টিউন করবো। তবে আমার উপস্থাপনা তেমন ভাল নয়, এবং বানানেও কিছু ভুল হয়। এই বিষয় গুলোর জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর লেখার সথে সফটার কিছু ছবি স্ক্রীণশট দিয়েছি ধারনা পাওয়ার জন্য।
Retail pro নিয়ে আলোচনা শুরুর আগে সবার কাছে বিনীত অনুরোধ থাকবে যে, মন্তব্যের খাতিরে মন্তব্য না করে টিউনটি ভালভাবে পড়ে তারপর মন্তব্য করবেন প্লিজ। সাথে সাথে এটাও বলবো যে, যদি কোন retail pro expert এই টিউন পড়েন তাহলে ভুল শোধ্রাতে সাহায্য করবেন। কারন আমি যেখানে হাত দিয়েছি সেটাকে রীতিমত দূঃসাহসই বলা চলে।
আবারও বলছি Retail pro একটি বিশ্ব মানের আমেরিকান বিজনেস সফট। যা আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যের দেশ সহ অন্যান্য দেশে অনেক বড় বড় কোম্পানী ব্যবহার করে। বর্তমানে খুব কম করে হলেও বাংলাদেশে এর ব্যবহার চলছে। এই ব্যাপারে নিজেস্ব ধারনার জন্য আমি আগেই দুটো লিঙ্ক দিয়ে ছিলাম, এখন আবার দিলাম। http://www.retailpro.com http://www.uiversity.retailpro.com আপনি Google এ সার্চ দিলেও আনেক forum, blog সাইট পাবেন এবং নজর বুলাবেন। নিজেস্ব কিছু ধারনা থাকলে আপনার জন্য ভাল হবে। আর হ্যা, Excel এর উপর দখল থাকলে ডাটা এনট্রির কাজটা খুব সহজ হবে। আর বিস্তারিত আলচনা করলাম না। সময় নষ্ট হবে বলে।
Retail pro সফটি লাইসেন্স ছাড়া ব্যবসায়ীক ভাবে ব্যবহার করা যায় না। কারন Retail pro8 Donegal protect, আর Retail pro 9 অনেক কঠিন সিকিউরিটি দ্বারা আবৃত সফট।(তবে আমরা চুরি বিদ্যায় যেভাবে পারদর্শী, চেষ্টা করলে হয়তো এর কিছু একটা হাল করা কঠিন হবেনা, কথাটা এই জন্যই বলল্লাম যে, এই টেকটিউনেই এমন আনেক দেখেছি) যাই হোক পূর্বের কথায় আসি, এটার লাইসেন্স দিয়ে কাজ করতে হলে কম পক্ষে দুটি লাইসেন্স নিতে হয়। একটি সার্ভার এর জন্য আর একটি সেলস পয়েন্টের জন্য। যার মূল্য পড়বে ?????????? বিশ্বাস হবে না। ছোট ব্যবসা হলে সার্ভার লাইসেন্সেই কাজ চালানো যাবে। আসলে বিষয়টা নিয়ে পরে আলোচনা করলে ভাল হবে। ...............................................................................
সহজ অর্থে আমি বুঝি শিক্ষা এমন জিনিষ যে, যে কোন জিনিষ শিক্ষ্যতেই লাভ লোকসানের কিছু নেই। শিখব কেন? আমি আগেই বলেছি, কাজটা জানা থাকলে আর একটা চাকুরী জুটানো গেলে সর্বনিন্ম ৩০,০০০ হাজার টাকা বেতন হবে। (শিখা থাকলে এবং চাকুরী জোটানো গেলে !! অনলাইনেও Retail pro র চাকুরীর খোজ পাওয়া যায়) Google এ Retail pro job লিখে সার্চ দিলে দেখতে পাবেন।
Retail pro company র অফিসিয়াল অনলাইন সাইট ছাড়াও তাদের অনেক ট্রেনিং সেন্টার আছে, যেখানে অর্থের বিনিময়ে সম্পূর্ন ইংরেজী ভাষায় এই সফটের কাজ শিখানো হয়। কেউ চাইলে ক্লাস রোম ট্রেনিং করতে পারে, তার জন্য যেখানে তাদের ট্রেনিং সেন্টার আছে সেখানে গিয়ে শিখতে হবে। খরচের ব্যাপারটা আপনার উপর নির্ভর করবে আপনি কিভাবে শিখবেন। এখানে বিভিন্ন ভাগে ট্রেনিং দেওয়া হয়। যেমনঃ
Retail Pro 8 Application Specialist (RPAS)
The Application Specialist course delves in detail into the major functional areas of Retail Pro 8-Series...
Retail Pro 9 - The Fundamentals
(Formerly RPFN) Establish a foundation in the basic product knowledge and obtain a general overview of the Retail Pro 9 system...
Retail Pro 9 - Beyond the Fundamentals
(Formerly RPAS) Delve in detail into the major functional areas of Retail Pro 9 and gain the skills needed to analyze, configure, support and troubleshoot ...
Retail Pro 9 - Product Knowledge for Sales
(Formerly RPSP) Obtain a comprehensive, conceptual product knowledge covering all major areas of Retail Pro 9 in order to effectively represent and sell the product...
Retail Pro 8 Certified Technician (RPCT)
The Certified Technician course focuses primarily on two areas - polling and DVS...
Retail Pro 9 - Using Business Intelligence
(Formerly RPBI User Training) Explore the major functional areas of the Retail Pro Business Intelligence system...
Retail Pro 9 - Deploying Business Intelligence
(Formerly RPBI Technician Training) Discover the more technical aspects of the Retail Pro Business Intelligence system...
Retail Pro 9 - Customizing Reports
(Formerly RPRS) Equip yourself with the skills necessary to create custom reports by modifying and enhancing existing reports in Crystal Reports...
Retail Pro 9 - Hardware Setup & Configuration
(Formerly RPHS) Acquire the technical know-how and experience to configure and set up various Point-of-Sale hardware peripherals...
Retail Pro 9 - Implementations
(Formerly RPIS) Attain experience and the technical know-how in this lab-intensive course to migrate data from an external system into Retail Pro 9...
Retail Pro 9 - Keyless Licensing
Become equipped to activate Retail Pro 9 installations that are currently in trial mode...
Retail Pro 9 - Updating Table Records
Gain knowledge in making changes to data directly in Retail Pro tables using the Technicians Toolkit when the necessary security permission is granted...
Retail Pro 9 - Promotions Plug-In
Learn how to use the Retail Pro Promotions Plug-in to handle different types of promotions and discounting options....
Retail Pro 9 - Troubleshooting ECM
Navigate through five steps you can perform when you suspect that there is a problem in the process out or process in phases of ECM...
Upgrade Course - Retail Pro V8.6
This upgrade course covers the key new features and functionality introduced in Retail Pro V8.6...
এখানে প্রতিটি কোর্সের জন্য আলাদা আলাদা নির্ধারিত ফি আছে। কেউ চাইলে যে কোন একটার উপরে ট্রেনিং নিতে পারেন। তবে সব গুলো ট্রেনিং শেষ করে retail pro specialist হইতে চাইলে ২০০০ ডলারের উপরে পে করতে হবে। তাদের কাছ থেকে ফ্রি ট্রেনিং নেওয়া একটা পথ আছে সেটা সবার পক্ষে সম্ভব হবেনা। তাই সে আলোচনায় যাবনা। আর একটা কথা বলে রাখি, প্রতিটা কোর্সে দুটি করে পরীক্ষা দিতে হবে এবং ৯৫% + নম্বর পেতে হবে।
এবার আসি আমার কথায়, আমি চাচ্ছি সম্পূর্ন বাংলায়(প্রয়োজনীয় ইংরেজী ব্যবহারে) ও সম্পূর্ন ফ্রিতে টেকটিউনে retail pro নিয়ে আলোচনা করব, আর আমার কাছে সফটার ডেমো আছে যা আপনাদের সাথে শেয়ার করব। এতে করে practical practice করতে পারবেন তবে প্রতি ৩০ দিন পর অটোম্যাটিক সব ডাটা মুছে যাবে। Retail pro 8 ও Retail pro 9 নামে দুটো সফট আছে, একই জিনিষ হলেও কিছুটা পার্থক্য আছে। তো আমরা Retail pro 8 দিয়েই শুরু করবো।
নিচে সফটার স্ক্রীণশট গুলো দেখুন বেশী করে ধারনা পওয়ার জন্য।
১ RetailPro8 পুরনো ভার্সনের মেইন পেইজ। এই ভার্সন দিয়ে বুঝাতে সহজ হবে।
২ POS
৫ Transfers
৬ Adjustments
৭ Analysis
৮ Options
৯ Tools
আজ এপর্যন্ত, সবাই ভাল থাকুন। সহসায় ফিরার প্রত্যাশায় খোদাহাফেজ।
আমি Nurjahan (বাংলার বউ)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 1615 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে তো কেউ জেনে যাবে .... http://sbangla.yolasite.com Nurjahan (বাংলার বউ) From DAMASCUS
আপনার আপনার আপনার আপনার আপনার আপনার আপনার ……………স্যারি ভুলো গেছি।