[এই টিউনে আমার অপ্রত্যাশিত সাড়া পাবার জন্য সবার কাছে কৃতজ্ঞ। এই জন্য টিউনটির একটি pdf ভার্সন দিলাম এখানে]
গুগলে আমরা কি না সার্চ করি। অবস্থা এমন দাঁড়িয়েছে, যে একদিন গুগল ছাড়া আমরা হয়তো কাটাতে পারবনা। আর এমন হবে না কেন বলুন? গুগল তো আমাদের সার্ভিস দিয়েই যাচ্ছে। আর এর অধিকাংশ সার্ভিসই ফ্রী। তবে একটা কথা সত্যি, যে আমরা অনেকেই গুগল এর সার্ভিসগুলোর সঠিক ব্যবহার করছি না। কিংবা কে জানে, হয়তো আমরা ব্যবহার করতেই জানিনা।
সার্চ ইঞ্জিনের কথাই ধরুন। গুগলে কোন কিছু খোঁজার দরকার হলে আমরা নির্দিষ্ট শব্দ বা বাক্য/বাক্যাংশ দিয়ে সার্চ করেই সন্তুষ্ট থাকি। কিন্তু, সঠিকভাবে সার্চ না করার কারণে, আমাদের অনেক সময় গুগল অপ্রয়োজনীয় সার্চ রেজাল্ট বা ওয়েব পেজ এ নিয়ে যায় আর এ কারণে আমাদের মূল্যবান সময় নষ্ট হয়। একটা উদাহরণ দেইঃ মনে করুন আপনার এই মুহূর্তে দরকার আমেরিকার নিউ ইয়র্ক এর সময় জানা। আমাদের অনেকেই হয়তো গুগলে “world time” লিখে সার্চ দেবে। তারপরে সার্চ রেজাল্ট থেকে একটা পছন্দের ওয়েব পেজে যেয়ে বের করবে নিউ ইয়র্কের সময়। অথচ, গুগলে যদি শুধুমাত্র “time NY” লিখে আমরা সার্চ দিতাম, তাহলে কোন ওয়েব পেজে যাওয়া ছাড়াই সার্চ রেজাল্ট থেকে নিউ ইয়র্কের বর্তমান সময়টা পেয়ে যেতাম।
তাই আজকে এই টিউনে আমি গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে অধিকতর কার্যকরীভাবে সার্চ করবার কিছু টিপস নিয়ে আলোচনা করব। যারা জানেন, তারা টিউনটি নাও পড়তে পারেন।
প্রথমেই আসুন জেনে নেই গুগল সার্চ ইঞ্জিনের কিছু জ্ঞাতব্য বিষয়ঃ
- গুগলে সার্চ কোয়েরী (যা লিখে সার্চ দিচ্ছেন) কেস সেনসিটিভ নয়। bangla blogs আর BANGLA BLOGS এর সার্চ রেজাল্ট একই আসবে।
- যতি/বিরাম চিহ্ন (punctuation) গুগল গ্রাহ্যে নেয় না। এ ছাড়াও বিভিন্ন স্পেসাল ক্যারেক্টারকেও (যেমনঃ @#$%^&*()=+[]\ ইত্যাদি) গুগল আমলে নেয় না। অবশ্য এর কিছু ব্যতিক্রমও আছে। যেমন C++, C#, $25 ইত্যাদির সময় গুগল স্পেসাল ক্যারেক্টারকে ধর্তব্যে নেয়।
আপনি যদি আপনার ইপ্সিত বাক্য/বাক্যাংশটি রেজাল্ট হিসাবে পেতে চান, তাহলে একে আপনি [“”] বা ইনভারটেড কমার মধ্যে লিখে সার্চ করুন। যেমনঃ “tech tunes” লিখে সার্চ দিলে এই বাক্যাংশটি যেসব ওয়েব সাইটে আছে তাদেরকে দেখাবে।
[সার্চ কোয়েরি site:sitename] এই সিনট্যাক্স এ সার্চ করলে নির্দিষ্ট সাইটের ভেতর থেকে আপনার ইপ্সিত সার্চটি বের করবে। আপনি যদি mediafire site:techtunes.io লিখে সার্চ দিন, গুগল তাহলে টেঁকটিউনস ওয়েব সাইট থেকেই শুধুমাত্র mediafire শব্দটির সার্চ রেজাল্ট দেবে। আপনি যদি নির্দিষ্ট কোন ডোমেইন থেকে সার্চের রেজাল্ট চান, তাহলে এইভাবে টাইপ করুন mediafire site:.bd। এ ক্ষেত্রে mediafire লিখাটি শুধুমাত্র যে সমস্ত .bd ডোমেইনের সাইট আছে সে সমস্ত সাইটকে সার্চ রেজাল্টে দেখাবে।
[intitle:সার্চ কোয়েরি] অথবা [intext:সার্চ কোয়েরি] এই সিনট্যাক্স ব্যবহার করলে আপনাকে ইপ্সিত সার্চ শব্দটি ওয়েবসাইট টাইটেল অথবা সাইটের অন্তর্ভূত টেক্সট থেকে বের করে দেবে। যেমনঃ intitle:bangladeshi music লিখে সার্চ দিলে, যেসব ওয়েব সাইটের টাইটেলে bangladeshi music কথাটি আছে, সেসব সাইটকে রেজাল্টে দেখাবে। অন্যদিকে, intext:bangladeshi music লিখে সার্চ দিলে, যেসব ওয়েব সাইটের শুধুমাত্র টেক্সটে (টাইটেলে নয়) bangladeshi music কথাটি আছে, সেসব সাইটকে রেজাল্টে দেখাবে।
[link:url] এই সিনট্যাক্সের মাধ্যমে লিখুন আপনার ইপ্সিত সাইটের url এবং সার্চ দিন। যেমনঃ আপনি যদি link:techtunes.io লিখে সার্চ করেন, তাহলে, রেজাল্ট হিসেবে আসবে সেসমস্ত সাইট যেখানে এই techtunes.io লিংকটি ব্যবহার করা হয়েছে।
যদি আপনার একটি সাইটের অনুরূপ অন্যান্য সাইট খোঁজার প্রয়োজন হয় তাহলে পরিচিত সাইটটির আগে লিখুন related:। যেমনঃ related:techtunes.io লিখে সার্চ দিলে গুগল আপনাকে বাংলাদেশের বেশ কয়েকটি প্রযুক্তি সম্পর্কিত ব্লগ/সাইটের সার্চ রেজাল্ট দেবে।
কোন প্রোগ্রাম চালু না করেই প্রয়োজনে আপনি গুগল সার্চকে ক্যালকুলেটর হিসাবে ব্যবহার করতে পারেন। এজন্য আপনাকে যে হিসাবটি করতে চান তার একটা যথাযথ টেক্সট এক্সপ্রেসন ব্যবহার করতে হবে। যেমনঃ লিখুন ও সার্চ করুনঃ
2 + 3
3*2+1
sqrt 9
sin 90 + log 10
(একটু মজা পাবার জন্য লিখুন ও সার্চ করুন Answer to life the universe and everything)
এটা মূলত গুগল ক্যালকুলেটরেরই আরেকটি ফাংশন। কোন সফটওয়্যার ছাড়াই আপনি এক এককের ড্যাটা অন্য এককে রূপান্তরিত করতে পারেন গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে। সার্চ বক্সে লিখে সার্চ করুন 1 litre in gallon অথবা 1 mile in inch দেখবেন সার্চ রেজাল্টের প্রথমেই আপনার ঈপ্সিত ড্যাটা পেয়ে গেছেন। একইভাবে আপনি মুদ্রার এক্সচেঞ্জ রেট জানতে পারবেন। যেমনঃ 1 USD in yen । তবে এই ফাংশনটি কিছু অতি প্রসিদ্ধ বৈদেশিক মুদ্রার মধ্যে সীমাবদ্ধ।
আমরা যদি কোন বিশেষ শব্দের মানে জানতে চাই তাহলে গুগলে যেয়ে define শব্দটি লিখে আমাদের নির্দিষ্ট শব্দটি বসিয়ে সার্চ দিতে হবে। যেমনঃ define HTML লিখে সার্চ দিলে প্রথমেই আমরা HTML এর ওয়েব ডেফিনিশন পেয়ে যাব।
আপনি যার উত্তর চান, সেই বাক্যটি পূরণ করে নিন মাত্র একটি (*) চিহ্ন দিয়ে। যেমন Bangladesh was liberated in * লিখে সার্চ দিলে প্রথমেই আমাদের স্বাধীনতার বছর ১৯৭১ পেয়ে যাবেন। তেমনি Geneva is located in * লিখলে সুইজারল্যাণ্ড পেয়ে যাবেন।
থেসারাস ছাড়া গুগলে শুধুমাত্র নির্দিষ্ট শব্দের আগে (~) টিলড চিহ্নটি বসিয়ে সার্চ দিলে সমার্থক শব্দ পেয়ে যাব। যেমনঃ ~handsome লিখে সার্চ দিলে, রেজাল্টে আসবে cute, beautiful, gorgeous ইত্যাদি।
Translate লিখে কোন শব্দ যেমনঃ translate portakal লিখে সার্চ করলে সবচেয়ে কাছের ম্যাচ করা শব্দটিতে গুগল (তুর্কী ভাষায় কমলা) ভাষান্তর করে দেবে।
যদিও আমাদের জন্য খুব একটা উপকারী নয়, তবুও, আপনি যদি যুক্তরাষ্ট্রের কোন ব্যক্তির টেলিফোন নম্বর পেতে চান, তাহলে তার নাম ও ষ্টেট লিখে সার্চ দিতে পারেন। যেমনঃ আপনি যদি Tom Jones:FL লিখে সার্চ দেন, তাহলে ফ্লোরিডা ষ্টেটের Tom Jones নামক ব্যক্তির টেলিফোন নম্বরগুলো আপনাকে দেখাবে। এই সার্চকে আরেকটু নির্দিষ্ট করার জন্য আপনি rphonebook: অথবা bphonebook: লিখে সার্চ দিতে পারেন। rphonebook:Tom Jones, FL আপনাকে Tom Jones নামক ব্যক্তির বাসার আর bphonebook:Tom Jones, FL আপনাকে তার বিজনেস ফোন নম্বর সার্চ করে বের করবে।
টিউনের প্রথমেই বলা হয়েছে। Time: লিখে শহর বা ষ্টেটের নাম দিয়ে সময় বের করুন। যেমন: ঢাকার স্থানীয় সময় জানতে Time:Dhaka অথবা Time Dhaka লিখে সার্চ করুন।
ঠিক টাইম সার্চের মতই পৃথিবীর বিভিন্ন জায়গার আবহাওয়া পূর্বাভাস জানতে গুগল সার্চ ব্যবহার করুন। লিখুন weather:[place/city] অথবা weather [place/city]। যেমনঃ লিখুন ও সার্চ করুন weather:Dhaka অথবা weather:Geneva। এখানে শহর বা জায়গাটি আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ হতে হয়। তবে সঙ্গত কারণেই যুক্তরাষ্ট্রের প্রায় সকল স্থানের আবহাওয়াই সার্চ করে পাওয়া যায়। এছাড়াও, যুক্তরাষ্ট্রের শুধুমাত্র জিপকোড (পোস্টকোড) দিয়েও এই সময় সার্চ করা যায়। যেমনঃ weather 90210 লিখে সার্চ দিলে তা আপনাকে কালিফোর্নিয়ার বেভারলি হিলসের আবহাওয়ার পূর্বাভাস দেখাবে।
আবহাওয়ার মত একই ভাবে sunrise বা sunset শব্দের সাথে প্রসিদ্ধ শহরের নাম লিখে সার্চ দিলে ঐ শহরের সূর্যোদয় ও সূর্যাস্তের সময় জানা যাবে। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে জিপকোডই যথেষ্ট।
আসলে গুগলের ফিচারের কোন শেষ নেই। বাংলায় টাইপে কিছুটা দূর্বলতার কারণে আজ এই পর্যন্তই শেষ করি। টিউনটি ভাল লাগলে বলবেন।
[ এই টিউনের তথ্যের অধিকাংশই গুগলের সোর্স থেকে নেয়া – ভাষান্তরের ক্রেডিটটা অবশ্য সম্পূর্ণ আমার 🙂 ]
আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাহ খুবই শিক্ষনীয় টিউন করলেন ভাই ।