গুগলের কতটুকু ব্যবহার আমরা করি বা করতে জানি – গুগল সার্চের কিছু প্রয়োজনীয় টিপস

[এই টিউনে আমার অপ্রত্যাশিত সাড়া পাবার জন্য সবার কাছে কৃতজ্ঞ। এই জন্য টিউনটির একটি pdf ভার্সন দিলাম এখানে]

গুগলে আমরা কি না সার্চ করি। অবস্থা এমন দাঁড়িয়েছে, যে একদিন গুগল ছাড়া আমরা হয়তো কাটাতে পারবনা। আর এমন হবে না কেন বলুন? গুগল তো আমাদের সার্ভিস দিয়েই যাচ্ছে। আর এর অধিকাংশ সার্ভিসই ফ্রী। তবে একটা কথা সত্যি, যে আমরা অনেকেই গুগল এর সার্ভিসগুলোর সঠিক ব্যবহার করছি না। কিংবা কে জানে, হয়তো আমরা ব্যবহার করতেই জানিনা।

সার্চ ইঞ্জিনের কথাই ধরুন। গুগলে কোন কিছু খোঁজার দরকার হলে আমরা নির্দিষ্ট শব্দ বা বাক্য/বাক্যাংশ দিয়ে সার্চ করেই সন্তুষ্ট থাকি। কিন্তু, সঠিকভাবে সার্চ না করার কারণে, আমাদের অনেক সময় গুগল অপ্রয়োজনীয় সার্চ রেজাল্ট বা ওয়েব পেজ এ নিয়ে যায় আর এ কারণে আমাদের মূল্যবান সময় নষ্ট হয়। একটা উদাহরণ দেইঃ মনে করুন আপনার এই মুহূর্তে দরকার আমেরিকার নিউ ইয়র্ক এর সময় জানা। আমাদের অনেকেই হয়তো গুগলে “world time” লিখে সার্চ দেবে। তারপরে সার্চ রেজাল্ট থেকে একটা পছন্দের ওয়েব পেজে যেয়ে বের করবে নিউ ইয়র্কের সময়। অথচ, গুগলে যদি শুধুমাত্র “time NY” লিখে আমরা সার্চ দিতাম, তাহলে কোন ওয়েব পেজে যাওয়া ছাড়াই সার্চ রেজাল্ট থেকে নিউ ইয়র্কের বর্তমান সময়টা পেয়ে যেতাম।

তাই আজকে এই টিউনে আমি গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে অধিকতর কার্যকরীভাবে সার্চ করবার কিছু টিপস নিয়ে আলোচনা করব। যারা জানেন, তারা টিউনটি নাও পড়তে পারেন।

প্রথমেই আসুন জেনে নেই গুগল সার্চ ইঞ্জিনের কিছু জ্ঞাতব্য বিষয়ঃ

- গুগলে সার্চ কোয়েরী (যা লিখে সার্চ দিচ্ছেন) কেস সেনসিটিভ নয়। bangla blogs আর BANGLA BLOGS এর সার্চ রেজাল্ট একই আসবে।

- যতি/বিরাম চিহ্ন (punctuation) গুগল গ্রাহ্যে নেয় না। এ ছাড়াও বিভিন্ন স্পেসাল ক্যারেক্টারকেও (যেমনঃ @#$%^&*()=+[]\ ইত্যাদি) গুগল আমলে নেয় না। অবশ্য এর কিছু ব্যতিক্রমও আছে। যেমন C++, C#, $25 ইত্যাদির সময় গুগল স্পেসাল ক্যারেক্টারকে ধর্তব্যে নেয়।

হুবহু বাক্য/বাক্যাংশ সার্চ (phrase search)

আপনি যদি আপনার ইপ্সিত বাক্য/বাক্যাংশটি রেজাল্ট হিসাবে পেতে চান, তাহলে একে আপনি [“”] বা ইনভারটেড কমার মধ্যে লিখে সার্চ করুন। যেমনঃ “tech tunes” লিখে সার্চ দিলে এই বাক্যাংশটি যেসব ওয়েব সাইটে আছে তাদেরকে দেখাবে।

নির্দিষ্ট সাইটে সার্চ

[সার্চ কোয়েরি site:sitename] এই সিনট্যাক্স এ সার্চ করলে নির্দিষ্ট সাইটের ভেতর থেকে আপনার ইপ্সিত সার্চটি বের করবে। আপনি যদি mediafire site:techtunes.io লিখে সার্চ দিন, গুগল তাহলে টেঁকটিউনস ওয়েব সাইট থেকেই শুধুমাত্র mediafire শব্দটির সার্চ রেজাল্ট দেবে। আপনি যদি নির্দিষ্ট কোন ডোমেইন থেকে সার্চের রেজাল্ট চান, তাহলে এইভাবে টাইপ করুন mediafire site:.bd। এ ক্ষেত্রে mediafire লিখাটি শুধুমাত্র যে সমস্ত .bd ডোমেইনের সাইট আছে সে সমস্ত সাইটকে সার্চ রেজাল্টে দেখাবে।

টাইটেলে অথবা টেক্সটে সার্চ

[intitle:সার্চ কোয়েরি] অথবা [intext:সার্চ কোয়েরি] এই সিনট্যাক্স ব্যবহার করলে আপনাকে ইপ্সিত সার্চ শব্দটি ওয়েবসাইট টাইটেল অথবা সাইটের অন্তর্ভূত টেক্সট থেকে বের করে দেবে। যেমনঃ intitle:bangladeshi music লিখে সার্চ দিলে, যেসব ওয়েব সাইটের টাইটেলে bangladeshi music কথাটি আছে, সেসব সাইটকে রেজাল্টে দেখাবে। অন্যদিকে, intext:bangladeshi music লিখে সার্চ দিলে, যেসব ওয়েব সাইটের শুধুমাত্র টেক্সটে (টাইটেলে নয়) bangladeshi music কথাটি আছে, সেসব সাইটকে রেজাল্টে দেখাবে।

লিংক সার্চ

[link:url] এই সিনট্যাক্সের মাধ্যমে লিখুন আপনার ইপ্সিত সাইটের url এবং সার্চ দিন। যেমনঃ আপনি যদি link:techtunes.io লিখে সার্চ করেন, তাহলে, রেজাল্ট হিসেবে আসবে সেসমস্ত সাইট যেখানে এই techtunes.io লিংকটি ব্যবহার করা হয়েছে।

একই প্রকারের সাইটের সার্চ

যদি আপনার একটি সাইটের অনুরূপ অন্যান্য সাইট খোঁজার প্রয়োজন হয় তাহলে পরিচিত সাইটটির আগে লিখুন related:। যেমনঃ related:techtunes.io লিখে সার্চ দিলে গুগল আপনাকে বাংলাদেশের বেশ কয়েকটি প্রযুক্তি সম্পর্কিত ব্লগ/সাইটের সার্চ রেজাল্ট দেবে।

গুগল ক্যালকুলেটর

কোন প্রোগ্রাম চালু না করেই প্রয়োজনে আপনি গুগল সার্চকে ক্যালকুলেটর হিসাবে ব্যবহার করতে পারেন। এজন্য আপনাকে যে হিসাবটি করতে চান তার একটা যথাযথ টেক্সট এক্সপ্রেসন ব্যবহার করতে হবে। যেমনঃ লিখুন ও সার্চ করুনঃ

2 + 3

3*2+1

sqrt 9

sin 90 + log 10

(একটু মজা পাবার জন্য লিখুন ও সার্চ করুন Answer to life the universe and everything)

গুগল কনভার্ট

এটা মূলত গুগল ক্যালকুলেটরেরই আরেকটি ফাংশন। কোন সফটওয়্যার ছাড়াই আপনি এক এককের ড্যাটা অন্য এককে রূপান্তরিত করতে পারেন গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে। সার্চ বক্সে লিখে সার্চ করুন 1 litre in gallon অথবা 1 mile in inch দেখবেন সার্চ রেজাল্টের প্রথমেই আপনার ঈপ্সিত ড্যাটা পেয়ে গেছেন। একইভাবে আপনি মুদ্রার এক্সচেঞ্জ রেট জানতে পারবেন। যেমনঃ 1 USD in yen । তবে এই ফাংশনটি কিছু অতি প্রসিদ্ধ বৈদেশিক মুদ্রার মধ্যে সীমাবদ্ধ।

সংজ্ঞা সার্চ

আমরা যদি কোন বিশেষ শব্দের মানে জানতে চাই তাহলে গুগলে যেয়ে define শব্দটি লিখে আমাদের নির্দিষ্ট শব্দটি বসিয়ে সার্চ দিতে হবে। যেমনঃ define HTML লিখে সার্চ দিলে প্রথমেই আমরা HTML এর ওয়েব ডেফিনিশন পেয়ে যাব।

শুন্যস্থান পূরণ

আপনি যার উত্তর চান, সেই বাক্যটি পূরণ করে নিন মাত্র একটি (*) চিহ্ন দিয়ে। যেমন Bangladesh was liberated in * লিখে সার্চ দিলে প্রথমেই আমাদের স্বাধীনতার বছর ১৯৭১ পেয়ে যাবেন। তেমনি Geneva is located in * লিখলে সুইজারল্যাণ্ড পেয়ে যাবেন।

সমার্থক শব্দ বা সিনোনিম সার্চ

থেসারাস ছাড়া গুগলে শুধুমাত্র নির্দিষ্ট শব্দের আগে (~) টিলড চিহ্নটি বসিয়ে সার্চ দিলে সমার্থক শব্দ পেয়ে যাব। যেমনঃ ~handsome লিখে সার্চ দিলে, রেজাল্টে আসবে cute, beautiful, gorgeous ইত্যাদি।

ভাষান্তর সার্চ

Translate লিখে কোন শব্দ যেমনঃ translate portakal লিখে সার্চ করলে সবচেয়ে কাছের ম্যাচ করা শব্দটিতে গুগল (তুর্কী ভাষায় কমলা) ভাষান্তর করে দেবে।

টেলিফোন নম্বর সার্চ

যদিও আমাদের জন্য খুব একটা উপকারী নয়, তবুও, আপনি যদি যুক্তরাষ্ট্রের কোন ব্যক্তির টেলিফোন নম্বর পেতে চান, তাহলে তার নাম ও ষ্টেট লিখে সার্চ দিতে পারেন। যেমনঃ আপনি যদি Tom Jones:FL লিখে সার্চ দেন, তাহলে ফ্লোরিডা ষ্টেটের Tom Jones নামক ব্যক্তির টেলিফোন নম্বরগুলো আপনাকে দেখাবে। এই সার্চকে আরেকটু নির্দিষ্ট করার জন্য আপনি rphonebook: অথবা bphonebook: লিখে সার্চ দিতে পারেন। rphonebook:Tom Jones, FL আপনাকে Tom Jones নামক ব্যক্তির বাসার আর bphonebook:Tom Jones, FL আপনাকে তার বিজনেস ফোন নম্বর সার্চ করে বের করবে।

সময় সার্চ

টিউনের প্রথমেই বলা হয়েছে। Time: লিখে শহর বা ষ্টেটের নাম দিয়ে সময় বের করুন। যেমন: ঢাকার স্থানীয় সময় জানতে Time:Dhaka অথবা Time Dhaka লিখে সার্চ করুন।

আবহাওয়া সার্চ

ঠিক টাইম সার্চের মতই পৃথিবীর বিভিন্ন জায়গার আবহাওয়া পূর্বাভাস জানতে গুগল সার্চ ব্যবহার করুন। লিখুন weather:[place/city] অথবা weather [place/city]। যেমনঃ লিখুন ও সার্চ করুন weather:Dhaka অথবা weather:Geneva। এখানে শহর বা জায়গাটি আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ হতে হয়। তবে সঙ্গত কারণেই যুক্তরাষ্ট্রের প্রায় সকল স্থানের আবহাওয়াই সার্চ করে পাওয়া যায়। এছাড়াও, যুক্তরাষ্ট্রের শুধুমাত্র জিপকোড (পোস্টকোড) দিয়েও এই সময় সার্চ করা যায়। যেমনঃ weather 90210 লিখে সার্চ দিলে তা আপনাকে কালিফোর্নিয়ার বেভারলি হিলসের আবহাওয়ার পূর্বাভাস দেখাবে।

সূর্যোদয় ও সূর্যাস্ত

আবহাওয়ার মত একই ভাবে sunrise বা sunset শব্দের সাথে প্রসিদ্ধ শহরের নাম লিখে সার্চ দিলে ঐ শহরের সূর্যোদয় ও সূর্যাস্তের সময় জানা যাবে। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে জিপকোডই যথেষ্ট।

আসলে গুগলের ফিচারের কোন শেষ নেই। বাংলায় টাইপে কিছুটা দূর্বলতার কারণে আজ এই পর্যন্তই শেষ করি। টিউনটি ভাল লাগলে বলবেন।

[ এই টিউনের তথ্যের অধিকাংশই গুগলের সোর্স থেকে নেয়া – ভাষান্তরের ক্রেডিটটা অবশ্য সম্পূর্ণ আমার 🙂 ]

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাহ খুবই শিক্ষনীয় টিউন করলেন ভাই ।

খুব ভালো লাগলো । ভবিষ্যতে আরও এরকম টিউন চাই । ধন্যবাদ

    আপনাকেও ধন্যবাদ সায়মন ভাই।

এত সুন্দরভাবে গুছিয়ে লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার উইন্ডোজ় আপডেট প্যাচ ফাইল প্রয়োজ়ন। যাহা উইন্ডোজ় লাইভ ম্যাসেঞ্জার বেটা সেটআপ দিতে আপডেট চায়
। এখন গুগুলে কি ভাবে লিখে চার্য দিলে, নিদিষ্ট প্যাচ ফাইলটি পাব। জানালে খুবেই উপকার হবে।

    windows update patch for messenger লিখে সার্চ দিলেই তো অনেক কিছু আসছে। চেষ্টা করে দেখেন হয় কি না।

অসাধারন টিউন এবং মান সম্পন্ন টিউন,খুবই ভাল লাগল টিউন পড়ে অনেক কিছু জানতে পারলাম।
ধন্যবাদ টিউনের জন্য আশা করছি সামনে এই ধরনের তথ্য সমৃদ্ধ আরো ভাল ভাল টিউন পাব।

    আপনাকেও ধন্যবাদ আতাউর ভাই। চেস্টা করে যাব।

Level 0

হুরুস্থুল…!!!

    কোনটা? গুগল নাকি এই টিউন :)। ধন্যবাদ মন্তব্যের জন্য।

ভাই আপনিতো জটিল লিখেন। আপনার নিয়মিত টিউন চাই।
নির্বাচিত হওয়ার মতো একটা টিউন। সরাসরি প্রিয়তে।
অনেক ধন্যবাদ।

    আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। টেক-টিউনসে ভাল কিছু লিখতে পারলে আনন্দ লাগে। অন্যন্য ব্লগের মত একটা পোস্ট লিখে আজেবাজে সব মন্তব্যের কারনে আফসোস করতে হয় না।

    চেস্টা করে যাব মানসম্মত টিউন করতে। দোয়া করবেন।

দুর্দান্ত একটা টিউন পড়লাম

    আপনার মত গুরু টিউনারের কাছ থেকে এ ধরনের মন্তব্য পাওয়া ভাগ্যের ব্যাপার।
    ধন্যবাদ।

ভাই অনেক কিছু শিখালেন । চালিয়ে যান। সাথে আছি।
ধন্যবাদ

gooooooooodest:d

good tune

    মূল্যায়নের জন্য ধন্যবাদ আপনাকে।

ইট’স এ গুড টিউন !

অনেক মূল্যবান সময় বাঁচালেন ভাই!

    আপনার কাজে আসতে পেরে আনন্দিত।

Level 0

অনেক উপকারী টিউন,অসংখ্য ধন্যবাদ 🙂

    আপনাকেও ধন্যবাদ রাসেল ভাই।

খুব ভাল লিখেছেন । ধন্যবাদ আপনাকে ।

    আপনার মূল্যায়নের জন্য ধন্যবাদ।

Level 0

আপনার লেখা অসাধারন, কাজে পোস্ট, অনেক ধন্যবাদ, প্রিয়তে

    আপনার সুন্দর মূল্যায়নের জন্য আপনাকেও ধন্যবাদ।

Level 0

অদৃশ্য ভাই, A+++ মন্তব্য নিস্প্রোয়োজন…………………ধন্যবাদ………………।

অনেক কিছু শিখেছি আমি পড়ে টিউনখানা
যদিও এর কিছু কিছু ছিলো আগে থেকেই জানা

১০ঘন্টার পরিশ্রম তোমার যাবে নাকো বৃথা
অদৃশ্য তোমায় পাঠিয়ে দিলাম অনেক ধইন্যাপাতা

এমন টিউন টেকটিউনসে চাই যে অবিরত
মনে আমার প্রশ্ন জাগে…..
ইহা কি করা যায় না নির্বাচিত?

একটুখানি নজর দিবেন টিউনখানার প্রতি
নির্বাচিত করে লেখককে দিন ভালো লেখার গতি

কথাটা কিন্তু খাঁটি অতি……………..হা:………হা:………………হা:……..

    আমার টিউনের চেয়েও অনেক সুন্দর একটা মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জাহাঙ্গীর ভাই।

পুরো গুগল এক পাতায় দারুন।

excellent

ভাল লাগলো…ধন্যবাদ।

nice hoice
Computer Tips & Tricks
http://www.a2zbd.info

ভালো ভালো এবং ভালো।তা রিডবাড এর আয়ের অবস্থা কি?আমার প্রায় ১৮.০ ডলার এর মতো হইসে।

    ধন্যবাদ। কয়েকদিন ধরে $৪৩ এর ঘরে আছি। দিনে মাত্র ৩/৪ টা আর্টিকেল পাই।

ফাটাফাটি টিউন। আরো জানলে অবশ্যই জানাবেন ধন্যবাদ টিউনের জন্য।

    ধন্যবাদ। জানাবো নিশ্চয়ই।

অ-সা-ধা-র-ন ! !

Boss! oshadharaon tune!! jodio besh kichu age thakei jantam. Anyway, boss apner post save kore rakhlam kintu……..

    ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

এক কথায় চমৎকার ।

প্রিয়তে না নিয়ে পারলাম না……এক কথায় কঠিন টিউন……

অসাধারণ টিউন। অনেক ধন্যবাদ আপনাকে। অবশ্যই এরকম ভালো মানের আরো টিউন আশা করব।

অসাধারন একটা টিউন করার পরেও বলছেন “এই টিউনের তথ্যের অধিকাংশই গুগলের সোর্স থেকে নেয়া – ভাষান্তরের ক্রেডিটটা অবশ্য সম্পূর্ণ আমার :)” ?

    তথ্যের উৎস না দেয়া হলে গুগলের প্রতি অন্যায় করা হত। তাই দিলাম। আর ভাষান্তরের ক্রেডিটটা তো নিয়েইছি। 😉

    আপনার মূল্যায়নের জন্য ধন্যবাদ।

valo

Level 0

দেখেই মনে হচ্ছে অসাধারন, প্রিয়তে রাখলাম পরে ভালভাবে পড়ে দেখব। ধন্যবাদ আপনাকে।

    পড়ে আরেকবার মন্তব্য করবেন আশা করি। ধন্যবাদ।

অনেক সমস্যা সমাধান হবে…. সার্চটা আরো গতিময় হবে। ধন্যবাদ…

    আপনার কাজে লাগবে জেনে খুশি হলাম। আপনাকেও ধন্যবাদ।

কাজের জিনিস, ধন্যবাদ

    আপনাকেও ধন্যবাদ খালেদ ভাই।

এককথায় সুপার-ডুপার-মাস্টার-ব্লাস্টার একসিলেন্ট। 🙂 🙂

প্রিয়তে এড করে রাখলাম। সত্যি কাজের টিউন। অনেক ধন্যবাদ, মূল্যবান সময় এবং ধৈর্য নিয়ে টিউন করার জন্য।

    আপনাকেও ধন্যবাদ পড়বার ও মন্তব্য করবার জন্য।

নিখুত ভাবে পড়লাম। কিছু জানতে পারলাম।অনেক চমতকার টিউন করেছেন। এভাবে চালিয়ে যান নিয়মিত। ধন্যবাদ…………।

জটিল জিনিসগুলোকে সহজ ভাবে রুপান্তর করে উপস্হাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ .
প্রিয়তে রাখলাম 😀 😀 😀

    আপনাকেও ধন্যবাদ পড়বার ও আপনার মূল্যায়নের জন্য।

Level 0

আপনার পিদিএফ(pdf) কাম করে না মামা

    ডাউনলোড করা ফাইলটিকেঃ
    এক্রোব্যাট রিডার দিয়ে জোর করে খুলুন
    অথবা
    এক্রোব্যাট রিডারের উইন্ডোতে ড্র্যাগ এন্ড ড্রপ করুন
    অথবা
    ফাইলের এক্সটেনশন pdf করে দিয়ে খুলুন
    আপলোডের সময় কোন একটা সমস্যা হয়েছিল বোধহয়।

একটু করে চোখ বুলালাম। পড়তে ইচ্ছে হচ্ছে কিন্তু এখন পারছিনা।
প্রিয়তে রাখলাম। পড়ে আবার মন্তব্য করবো ইনশাআল্লাহ।
উপস্থাপনা অনেক সুন্দর হবে মনে হচ্ছে।

    ধন্যবাদ, পরে টিউনটা পড়ে জানাবেন।

পুরোটা একসাথে গিলতে পারবো না। কারন “গরীবের পেটে ঘি হজম হয় না”।

    অল্প অল্প করেই গিলে যান। 🙂

এক কথায় অসাধারণ। শুধুমাত্র কমেন্ট করার জনই লগ ইন করলাম। অদৃশ্য না থেকে এরকম সুন্দর টিউন নিয়ে নিয়মিত দৃশ্যমান হন।

…….excellent…………..

একটা মজার কথা না বললেই নয়,,
আজ সকালে কম্পিউটার চালু করার সাথে সাথেই আমি প্রথমে আপনার টিউন টা পড়ে নিলাম।
তবে একটু ব্যস্ত থাকার এখন মন্তব্য করছি।
আপনার টাইপ দেখে মনে হচ্ছে না আপনি বাংলা টাইপ-এ দূর্বল।
সুন্দর উপস্থাপনা।

    ধন্যবাদ আপনাকে দেশান্তরী।

Level 0

Thanks to অদৃশ্য.

Very nice tunes. It is very much helpful for us.

Go ahead.

সরাসরি পিয়তে রাখলাম। মন্তব্য যে কি করবো ভেবে পাচ্ছি না!!! অসংখ্য ধন্যবাদ, এই রকম একটা টিউন উপহার দেয়ার জন্য। আশা করি ভবিষ্যতে আরো উন্নতমানের টিউন আপনার কাছ থেকে পাব। পরিশেষে একটা কথা পিডিএফ ভার্সনটা আমি নামিয়ে রেখে দিলাম, কাজের সময় যেন হাতে পাই।

    আপনাকে অনেক ধন্যবাদ মহিউদ্দিন ভাই।

শেখার মত একটা টিউন ..
অনেক অনেক ধন্যবাদ ..

    পড়ে মন্তব্য করবার জন্য আপনাকেও ধন্যবাদ

দারুন তো!

    আসলেই দারুণ। চেষ্টা করে দেখুন। ধন্যবাদ।

সত্যিই টিউনটি দারুণ হয়েছে…

    ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য…

ভাই লিখলেন অনেক । শিখলাম বেশ। জানলাম অজানা। আপনি আছেন কি? ভাল। এই বলে করলাম শেষ।

আপনাকে ঈদের শুভেচ্ছা। ঈদে কক্সবাজার আসিয়েন। আসলে ফোন দিয়েন- ০১৮১৫৫৪১৮৩৬

    এটাকে নিমন্ত্রণ পত্র হিসাবে গণ্য করলাম। 😉
    অনেক ধন্যবাদ।

অনেক ধন্যবাদ।

ভাই আসোলেই খুব ভালো লিখেছেন।ওনেক কিছু জানতে পারলাম……………

    আপনার মন্তব্যের জন্য কৃতজ্ঞ।

এত সুন্দর একটা টিউন দিয়ে বলছেন অপ্রত্যাশিত সাড়া? কি বলেন ভাই? কত কষ্ট করা লাগছে আমরা কি বুঝি না??

    কিছু ভাল মন্তব্য পাব এটা আশা করেছিলাম – কিন্তু ১৯৩৫ ভিউ, ৭২ জনের প্রিয়তে রাখা আর আপনাকে নিয়ে মোট ৫৩ জনের মন্তব্য – এটা অপ্রত্যাশিত বৈকি…

    আর সবচেয়ে মজার ব্যাপার হল, আমারই তৈরি করা একটা গ্রুপ মেইলে আজ আমি আমার কলেজের এক ছোট ভাই থেকে মেম্বারদের সবার জানার জন্য দেয়া এই টিউনের কপি-পেস্ট পেলাম।

    আপনাকে অনেক ধন্যবাদ।

vai, file ta open hoi na-messege dai -” There was an error opening this document. The file is damaged and could not be repaired ” – pls help me ([email protected]) brb. i m waiting for ur reply….thnx

    এরকম তো হবার কথা নয়।
    আমি লিংক থেকে ডাউনলোড করে দেখলাম ঠিক আছে।
    যাহোক মেইল করেছি আপনাকে। পেলে জানাবেন।

ধন্যবাদ এত সুন্দর টিউনটির জন্য।

    আপনাকেও ধন্যবাদ মূল্যায়নের জন্য।

Level 0

দারুন!!! আপনাকে ধন্যবাদ।

    আপনাকেও ধন্যবাদ আমির ভাই।

ধন্যবাদ !!!!!!!!!! সুন্দর টিউনটির জন্য

ভাল লিখেছেন। ধন্যবাদ।

    আপনাকেও ধন্যবাদ সাইফুল ভাই

Level 0

awesome ,really great work