আস্সালমু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। অনেক দিন ধরে টেকটিউনে লেখা হয়না। ইংলিশ গুরু নিয়ে আমি আগেও লিখেছিলাম। ইংলিশ গুরু সম্পর্কে মোটামেটি সবাই জানেন। যারা জানে না বা নতুন তাদের উদ্দেশ্যে বলছি।
ইংলিশ গুরু হচ্ছে ইন্দিয়া টেলিমার্ট থেকে উদ্ভাবিত সহজ ইংলিশ শিক্ষার পেকেজ। এ পেকেজটি বিভিন্ন্ ভাষায় প্রকাশিত হয়েছে। আমি বাংলায় প্রকাশিত পেকেজটি ইউটিউবে আপলোড করে দিয়েছি। আপনারা চাইলে সহজে দেখতে এবং ডাউনলোড করতে পারবেন।
যারা এডোবি ফ্লাশ সম্পর্কে কিছু জানেন বা শিখতে আগ্রহী তাদের জন্য এডোবি এডভান্স ফ্লাশ টিউটোরিয়াল গুলো খুব কাজে আসবে। এডোবি ফ্লাশ দিয়ে নানা রকম এনিমেশন সহ খুবই আকর্ষনীয় ওয়েব সাইট বানানোর কাজ করার হয়।
এডোবি এডভান্স ফ্লাশ টিউটোরিয়াল ইউটিউব থাকুন
ইউটিউব চেনেলে লাইক দিয়ে একটিভ থাকুন।
আমি মোহাম্মদ দৌলত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 332 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এসএমএস এবং হোয়াট্সঅ্যাপ মার্কেটিং একসাথে । https://fb.me/mddoulat2, https://mddoulat.com, https://my.bipsms.com
english gurur full tutorial ki ekhane ase? total size koto,