কিভাবে পিসিতে উবুন্টু/Linux ইন্সটল দিবেন ? দেখে নিন Step by Step*

আমরা অনেকেই আছি যারা পিসিতে Windows-এর পাশাপাশি Ubunto/Linux ইন্সটল করি। আবার অনেকে আছি যারা শুধু উবুন্টু ইন্সটল করে পিসিতে।দিন দিন Ubunto-এর জনপ্রিয়তা বাড়ছেই। এর মূল কারন হচ্ছে এটি Freeware ISO।

তাহলে চলুন দেখে নিই কিভাবে USB দিয়ে খুব সহজেই পিসিতে Ubunto/Linux ইন্সটল করা যায়ঃ

প্রথমে আপনার পিসির Boot Option থেকে 'BOOT FROM USB' সিলেক্ট করুন। এর জন্য আপনাকে F12 চাপতে হবে।এরপর আপনার ISO-এর Lenguage সিলেক্ট করুন।

এবার স্কিনশটের মত করে Option-গুলতে মার্ক করুন।

এরপর আপনার ইন্টারনেট কানেকশন/WiFi সিলেক্ট করতে হবে, যদি আপনি ISO আপডেট করতে চান।

এই স্টেপে আপনি যদি Windows এর পাশাপাশি Ubunto ইন্সটল করতে চান তাহলে ১ম Option-টি মার্ক করুন।

এবার আপনাকে Drive সিলেক্ট করতে হবে। উবুন্টু ইনস্টলের জন্য 4GB জায়গা থাকতে হবে।

এবার আপনার Location দিন। আর যদি আপনার নেট কানেকশন অন থাকে তাহলে Auto ভাবেই চলে আসবে।

এবার আপনার Keybord-এর Layout সিলেক্ট করুন।

কাজ প্রায় শেষের দিকে। এবার আপনার Username, Password সেট করে দিতে পারেন।
Continue-এ ক্লিক করুন।

এখন Setup শুরু হয়ে যাবে। কিছুক্ষন অপেক্ষা করুন।

Congratulations, আপনি সঠিকভাবে উবুন্টূ ইন্সটল করতে পেরেছেন। এবার আপনার পিসি Reboot করুন আর উপভোগ করুন নতুন OS Ubunto।

ধন্যবাদ এতবড় পোস্ট টি দেখার জন্য।

আর সময় পেলে আমার টেকি ব্লগ থেকে ঘুরে আসবেন।

সৈজন্যঃ টেকিস্পট

Level New

আমি রিয়াদ ফারভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি রিয়াদ ফারভি। আমার প্রোফাইলে আপনাদের স্বাগতম। আমার টিউনের মাধ্যমে আপনারা আপনাদের অনেক টেকি সমস্যার কিছুটা হলেও সমাধান পাবেন।এখানে আমি আমার জানা কিছু টিপস আর অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার একটা প্রযুক্তি বিষয়ক ব্লগ আছে। নিয়মিত এই ব্লগে ভিসিট করে বিভিন্ন টেকি সমস্যার সমাধান নিতে পারেন। http://www.amartrick2all.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এটা ইন্সটল করার ফাইল কই? আর এটা ব্যবহারের সুবিধা কি? প্লিজ জানান। অপেক্ষায় থাকলাম।

    @abmurad: আপনি এই সম্পরকে বিস্তারিত জানতে আমার সাইটে ঘুরে আসতে পারেন।
    ধন্যবাদ মন্তব্য জানানোর জন্য

      @রিয়াদ ফারভি: বিস্তারিত জানতে আপনার সাইটে ঘুরে আসতে হবে কি জন্যে?এইখানে বলতে সমস্যা কিসে?

      টিউন করলে অবশ্যই পরিপুর্ন তথ্য দিয়ে টিউন করবেন তাহলে প্রশংসা পাবেন।ভিসিটর খুশি হবে।

        @মুকুট: আমি আপনাদের সুবিধার কথা ভেবে আমার ব্লগ থেকে এইখানে ও পোস্ট টি করেছি, অখান থেকে দেখে নিতে পারেন।

Level 0

ভাই USB তে ইন্সটলার কিভাবে করব সেটাই তো দিলেন না

    @bikkhoto: টিটি তে এই টপিকস নিয়ে অনেক পোস্ট আছে, দেখে নিতে পারনে।
    আর যদি না পান তাহলে আমাকে জানান,

install r niyom sobai jane
bootable r niyom koi???????????????

ভাই আমার পিসিতে উবুন্টু বা লিনাক্স ইন্সটল করলে অনেক স্ল করে ফেলে এখন সমাধান কি ভাই একটু যদি হেল্প করেন