(মুখবন্ধঃ আমি ইন্টারনেট থেকে *.avi, *.mkv, *.mpg এবং *.mp4 এক্সটেনশনের মুভি ডাউনলোড করে দেখি আর প্লেয়ার হিসাবে ব্যবহার করি VideoLAN VLC Player। যারা এই লাইনে আছেন, তাঁদের জন্য এই টিউনটি কাজে লাগতে পারে। আর হ্যা, টিউনটি নতুনদের জন্য। মুভি-গুরুদের জন্য নয়।)
মুভির সাথে সাবটাইটেল আমাদের অনেকের জন্যই খুব গুরুত্বপূর্ণ। একটা মুভি সম্পূর্ণ উপভোগ করতে হলে এর ডায়লগগুলো বোঝা জরুরী। বিশেষ করে মুভিটি যখন একটু সিরিয়াসধর্মী ভাল মুভি হয়। আর সমস্যা হয় তখন, যখন ইংরেজির উচ্চারণটা হয় ভিন্ন ‘একসেণ্ট’ এ। এছাড়া ইংরেজি ছাড়া অন্য ভাষার ভাল মুভির জন্য ইংরেজি সাবটাইটেল আরও বেশি প্রয়োজন। আমরা যারা ইন্টারনেট থেকে ডাউনলোড করা মুভি দেখি, তারা অনেক সময়ই সাবটাইটেল থেকে বঞ্চিত হই। কখনও বা সাবটাইটেল থাকে ইংরেজি ছাড়া ভিন্ন ভাষায়। মুভির সাথে ইংরেজি সাবটাইটেল যুক্ত থাকলে অনেক সহজে আমরা বিভিন্ন ডায়লগ বা অভিব্যক্তি বুঝে মুভির প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারি।
কিন্তু সাবটাইটেল না থাকলে কি করবেন? কোন চিন্তা নেই। ইন্টারনেটে অসংখ্য সাইটে সাবটাইটেল দেয়া থাকে ডাউনলোড করার জন্য। আর হ্যা, ডাউনলোড করা যায় ফ্রীতে।
মনে রাখবেন সাবটাইটেল এর ফাইলটা আসলে *.srt বা *.sub এক্সটেনশনের এডিটেবল টেক্সট ফাইল (*.ass, *.cmml, *.smil, *.ssa এক্সটেনশনেরও সাবটাইটেল হয়, তবে এগুলো খুব একটা জনপ্রিয় না)। নোটপ্যাডে যদি আপনি একটি *.srt সাবটাইটেল ফাইল খোলেন, তাহলে নিচের মত কিছু টেক্সট দেখতে পাবেনঃ
---------------------------------------------------
1
00:00:15,992 --> 00:00:17,855
<i>During the Warring States Period,</i>
2
00:00:18,137 --> 00:00:21,587
<i>China was made up of dozens of nations.</i>
---------------------------------------------------
এখানে 1 ও 2 হল সাবটাইটেল এর ক্রমিক নম্বর। 00:00:15,992 হল প্রথম সাবটাইটেলের ‘শো’ টাইম আর 00:00:17,855 হল ‘হাইড’ টাইম। আর এর নিচের লাইনটি হল সাবটাইটেল টেক্সট। (এখানে টেক্সট ও টাইম পরিবর্তন করে আপনি ইচ্ছামত সাবটাইটেল নিয়ে খেলা করতে পারেন!)
আপনার মুভি যদি *.avi, *.mkv, *.mpg কিংবা *.mp4 হয় তাহলে সাবটাইটেলের *.srt বা *.sub ফাইলটি ডাউনলোড করে মুভি ফাইলের একই ফোল্ডারে (প্রয়োজনে একটি আলাদা ফোল্ডার তৈরি করে) রাখুন। VLC Player দিয়ে মুভি চালালেই সাবটাইটেলসহ মুভি দেখতে পারবেন। যদি না পান, তাহলে মুভি স্ক্রিণে রাইট ক্লিক করে ভিডিও/সাবটাইটেল ট্র্যাক অপশন থেকে ম্যানুয়ালি সাবটাইটেল ফাইলটি দেখিয়ে দিন। সাবটাইটেল ডাউনলোড করার জন্য আমার প্রিয় সাইট সাবসিন ডট কম । এছাড়াও ওপেনসাবটাইটেলস, মাই সাবটাইটেলস, ডিভএক্সসাবটাইটেলস থেকেও সাবটাইটেল ডাউনলোড করা যায়, তবে আমি এগুলো চেষ্টা করে দেখিনি, তাই ভাল/খারাপ মন্তব্য করতে পারছি না। ডাউনলোড করার মত সাবটাইটেল ফাইলগুলো সাধারণত *.zip/*.rar করা থাকে – ব্যবহার করতে হলে আপনাকে unzip/unrar করতে হবে।
সাবটাইটেলের ক্ষেত্রে ম্যাচিং একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ধরুন, আপনি *.srt এক্সটেনশনের সাবটাইটেল ডাউনলোড করেছেন, কিন্তু সাবটাইটেলগুলো মুভির নির্দিষ্ট দৃশ্যের/ডায়লগের আগে/পরে দেখা যাচ্ছে। কি করবেন? আপনি নোটপ্যাডে ফাইলটি খুলে ম্যানুয়ালি এডিট করতে চেষ্টা করতে পারেন, তবে তা হবে পাগলামি। কারণ একটি সাবটাইটেল ফাইলে শত শত লাইন থাকে। এগুলোর প্রত্যেকটা এডিট করতে আপনাকে দিনের পর দিন কাজ করতে হবে। তাহলে উপায়? আছে, আছে। সাবটাইটেল ওয়ার্কশপ নামের মাত্র ১.০৩ মেঃ বাইটের এই ফ্রী সফটওয়্যারটি আপনাকে সাবটাইটেল এডিট করতে সাহায্য করবে। এর মাধ্যমে আপনি একই সাথে মুভি ও ডাউনলোড করা সাবটাইটেলটি চালিয়ে নতুন সাবটাইটেল ইনসার্ট/ডিলিট করতে পারবেন, (+/-) ডিলে যোগ করে দৃশ্যের সাথে সাবটাইটেল সম্পূর্ণ ম্যাচিং করতে পারবেন। আরও অনেক কিছু করতে পারবেন যা এই মুহূর্তে আমিও পুরোপুরি বুঝে উঠতে পারিনি (সফটওয়্যারটি অনেক বেশি ভার্সাটাইল)।
আজ এই পর্যন্তই। তো শুরু হোক আপনার সাবটাইটেল অভিযান। বন ভয়াজ!
আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা দেখেন সব ভুলে যাবেন https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/12183/