Winrar [ Version 4] দিয়ে ফাইল সাইজ কমিয়ে নিন, 1000 মেগাবাইট থেকে 35 মেগাবাইট [ জরুরী কিন্তু ]

ভুমিকা:

হইতবা অনেকে দেখবেন একট জরুরী ফাইল আছে তিনি সেটা অনলাইনে কিংবা কাওকে শেয়ার করতে চাচ্ছে বাট ফাইল সাইজ টা অনেক বড় হইতবা ৪০০ কিংবা এক হাজার মেগাবাইট। যদি ফাইলটি কাউকে শেয়ার করতে চাই তাহলে  তার ইন্টারনেট প্যাকের  তো বারোটা বাজল আর নেট স্লো হলে তো আর শেয়ার করার প্রয়োজন পড়ে না তার কম্পিউটারে থাকলেই হলো।  উদাহরণ স্বরূপ আমার এর আগের টিউটরিয়াল টা যদি দেখেন তাতে ফাইলটা আমি ৫ মেগাবাইট করে শেয়ার করছি বাট ফাইল টার অরজিনাল সাইজ টা হচ্ছে ১৭৮ মেগাবাইট। আচ্ছা আর কথা বাড়ব না যা করার নিজে করবেন  জাস্ট টিউনটি ফলোকরুন।

ভিডিওটি দেখুন এইখান থেকে 

যাদের জন্য প্রয়োজন:

সবার জন্য প্রয়োজন বাট আমার মতে যারা কম্পিউটার ইউজ করেন এবং বিভিন্ন কিছু শেয়ার করেন অনলাইনে কিংবা হাড ডিস্ক স্পেস বাচাতে চান তাদের জন্য এই পোস্ট প্রয়োজন।

চলুন টিউন শুরু করি:

১। প্রথমে আপনার কম্পিউটারের প্রোগাম থেকে Winrar Open করুন। আমি জানালা ৮ ইউজ করতেছি  তাই নিচের পিকচারের মত দেখাচ্ছে।

২।  তার পর আপনি নিচের মত দেখবেন। সেখান থেকে সেটিং এ যান অথবা শর্টকাট Ctrl + S চাপুন।

৩। সেটিং যাওয়ার পর নিচের মত কমপ্রেসান এ যান তার পর Create Default ক্লিক করুন।

৪।  তারপর আপনি নিচের মত সেটিং করে নিন যেগুলো তে লাল দাগ দেওয়া আছে।

৫। তারপর আবার এডভ্যান্স এ ক্লিক করে  কমপ্রেসান এ ক্লিক করুন।

৬।  কমপ্রেসান এ ক্লিক  করে তাতে নিচের মত সেটিং ‍গুলো করে নিন যেগুলো আমি করেছি কালো দাগ দিয়ে।

  • Prediction : 63
  • Memory to Use, Mb 128
  • Click on Ok and Enjoy

৭। জিপ করবেন যেভাবে:

এবার ফাইল জিপ করুন আর তার পর শেয়ার করুন যেকোনো জায়গায় কম মেগাবাইটে।

আমার পোস্ট টি যদি ভালো লাগে তাইলে এই পেইজে একটা লাইক দিতে পারেন

Like/Support Us 

আমি মো: জাকির হোসেন যদি পেতে চান তাইলে, এইখানে আসুন

Your browser does not support the video tag.

Level 0

আমি Jagir CTG। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a webdesigner and developer.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ধন্যবাদ ,কাজের জিনিস………..তবে কিভাবে কম্প্রেস করব তা বিস্তারিত বলুন,এত কেবল সেটিং শিখলাম।

    Level 0

    ভাই সেটিং শুধু আছে কোন সমস্যা@Anik Tanim: কমপ্রেস করে ফলাফল দেখুন।

      Level 2

      @Jagir CTG: কিভাবে কম্রেস করব সেটাই তো বুঝতে পারছি না?

        Level 0

        @Anik Tanim: প্রথমে আপনার উইনরার টি না থাকলে সেটাপ করে নিন ( ভার্সন অবশ্যই 4 কিংবা তার উপরের হতে হবে। তার পর নির্দিষ্ট ফাইলের উপর রাইট ক্লিক করে Add to ”তোমার ফাইল নাম থাকবে “ এতে ক্লিক করুন। ধন্যবাদ।

দেখি কাজ হয় কি না

    Level 0

    @জুবায়ের আহমেদ: ইনশা আল্লাহ।

নাহ কাজ হোল না 🙁

    Level 0

    @জুবায়ের আহমেদ: প্লিজ ভালো করে দেখেন আমি এর আগের পোস্ট টার ডাউন লোড দিসি এইটি দিয়ে। প্লিজ ও্র্ইনরার এর ভার্স ন টা লেটেস্ট নিন।

      Level 0

      @Jagir CTG: কাজ হয় না তো ভাই

    Level 0

    @জুবায়ের আহমেদ: কিছু
    বলার আগে নিজে নিজে চিন্তা করুন ট্রিকস টা আমি শেয়ার না করলে কি হত? এটাতে কি কোন স্বার্থ আছে আমার। আরে ভাই প্রবলেম হচ্ছে একটা জায়গায় আর সেটা হচ্ছে সবাই ফাইলকে .zip করছে আর আসলে ফাইলটা হবে .rar এ ট্রাই করে দেখেন না হলে আবার কমেন্ট করেন।

ভাই আমি লেটেস্ট ভার্সন নিসি এটা আমার খুব দরকার ছিল হয়তো আমার ভাগ্য খারাপ 🙁

Level 0

http://www.youtube.com/embed/VhzI656_kAQ ভিডিও টা দেখুন।

kaj hoye na 🙁 apni kun version winrar use korsen bolben please ?? apnar moto kore settings korsi but kaj kore na,

ভাই আমি ৩১৫ এমবির একটা ভিডিও ছোট করলাম। মাত্র ৫ এমবি ছোট হইছে । কি করলে সমাধান পাব?

full virsion winrarr er link den.ar size coto korte kotokhon ar extract korte kotokhon lage?

Dont work…jei size ace sei size i hoy

Level 0

কাজ করছে না আমার

ভাই কাজ হয় না। সাইজ কমে না।

ভাই কাজ হয় না। সাইজ তো কমে না।

কি টিপস দিলেন ভাই কোন কাজ হয়ে না

ফালতু কোন কাজের জিনিস না অজথা সময় নষ্ট করলাম।আল কোরআন অডিঅ ফাইল ছিল ৬৩৮এম বি রার করার পর হয়েছে ৬২৭।

Level 0

7zip diye hobena ?

Level 2

Amar o kaj hoy na.

ai jinista khujtachilam
kintu kaj korlo na 🙁

ইউটিউব থেকে একি পদ্ধতিতে অনেকবার ট্রাই করেছিলাম আরও আগে কিন্তু হতাশ করলো উইনরার, তাতেও সেটিন্স এইরকম ছিল, যাইহোক কারো হলে জানাবেন।

ভাই কাজ হলো না।তবে দেখি কথাও টিওটোরিয়াল পাই কি না।

মাইক্রোসফট অফিস ২০১৩ কম্প্রেস করলাম।মাত্র ৫০ এম্বি সাইজ কমল।

Not recommended. Not good service !

4-5 mb er besi Size kome na .

Level 0

ami Winrar Version 4 dia korsi but amar hoise apnader hobe na keno ? amar ager tune are file ta download kore dekon.

Level 0

সবাই উপরে দেওয়া ভিডিওটি দেখুন আশা করি বুঝতে পারবেন।

Level 0

ভুয়া বলার আগে নিজে নিজে চিন্তা করুন ট্রিকস টা আমি শেয়ার না করলে কি হত? এটাতে কি কোন স্বার্থ আছে আমার। আরে ভাই প্রবলেম হচ্ছে একটা জায়গায় আর সেটা হচ্ছে সবাই ফাইলকে .zip করছে আর আসলে ফাইলটা হবে .rar এ ট্রাই করে দেখেন না হলে আবার কমেন্ট করেন।

    @Jagir CTG: এই মিয়া ফাজলামির একটা সীমা থাকা দরকার, সবাই zip করছে মানে কি? Winrar তো Default ভাবেই rar ফাইল হয়, আমিও রারই করেছি, কোন সাইজ তো কমে নাই!

    আপনার স্বার্থ আছে কি নাই তা আমাদের জানার দরকার নেই, হয় সমাধান দিবেন নয় টিউন মুছে দিবেন। :/

Level 0

not work ami sob vabe try kore c 600mb er .iso file korle matro 100 mb kome r video 5-10 mb kome
apnar ki vabe kaj korlo thik buj te parlam na

apni ki video file koresen jodi koren tahole letest ekta movie suto kore upload koren poman hisabe

ভালো লাগিছে হামাক চালিয়ে যাও

কিন্তু হামার কাম কেমা হল না বেপার কি ?

ভাই, কাজ করে না তো :/ আপনার দেখান মতই করেছি । কিন্তু কাজ করে না ।

Level 2

হা হা

Level 0

shob file eivabe compress kora jay na

Level 0

সবার কাছে মাফ চাই কমেন্ট করার জন্য বাট আমার কাজ হইছে সো আমি হ্যাপি আপনাদের হ্যাপি করতে চাইছিলাম বাট হলো না আপনারা হ্যাপি হইতে পারলেন না।

    Level 0

    @Jagir CTG: ভাই, ISO ফাইলটা বাদ দিয়া অন্য একটা ফোল্ডার কম্প্রেস করে দেখেন কাজ করে কিনা।

Level 0

ধন্যবাদ আপনাকে কষ্ট করে পোস্ট টি করার জন্য। তবে যেহেতু সবাই চেষ্টা করেও ফল পায় নি তাহলে কোথাও না কোথাও সমস্যা আছে। যেহেতু আপনি নিজে উপকৃত হয়েছেন এবং অন্যদের উপকৃত করতে চেয়েছেন তাই আপনি আপনার কোন বন্ধ্রুর পিসি তে চেষ্টা করে দেখুন এবং সমাধান করুন।