হইতবা অনেকে দেখবেন একট জরুরী ফাইল আছে তিনি সেটা অনলাইনে কিংবা কাওকে শেয়ার করতে চাচ্ছে বাট ফাইল সাইজ টা অনেক বড় হইতবা ৪০০ কিংবা এক হাজার মেগাবাইট। যদি ফাইলটি কাউকে শেয়ার করতে চাই তাহলে তার ইন্টারনেট প্যাকের তো বারোটা বাজল আর নেট স্লো হলে তো আর শেয়ার করার প্রয়োজন পড়ে না তার কম্পিউটারে থাকলেই হলো। উদাহরণ স্বরূপ আমার এর আগের টিউটরিয়াল টা যদি দেখেন তাতে ফাইলটা আমি ৫ মেগাবাইট করে শেয়ার করছি বাট ফাইল টার অরজিনাল সাইজ টা হচ্ছে ১৭৮ মেগাবাইট। আচ্ছা আর কথা বাড়ব না যা করার নিজে করবেন জাস্ট টিউনটি ফলোকরুন।
সবার জন্য প্রয়োজন বাট আমার মতে যারা কম্পিউটার ইউজ করেন এবং বিভিন্ন কিছু শেয়ার করেন অনলাইনে কিংবা হাড ডিস্ক স্পেস বাচাতে চান তাদের জন্য এই পোস্ট প্রয়োজন।
চলুন টিউন শুরু করি:
১। প্রথমে আপনার কম্পিউটারের প্রোগাম থেকে Winrar Open করুন। আমি জানালা ৮ ইউজ করতেছি তাই নিচের পিকচারের মত দেখাচ্ছে।
২। তার পর আপনি নিচের মত দেখবেন। সেখান থেকে সেটিং এ যান অথবা শর্টকাট Ctrl + S চাপুন।
৩। সেটিং যাওয়ার পর নিচের মত কমপ্রেসান এ যান তার পর Create Default ক্লিক করুন।
৪। তারপর আপনি নিচের মত সেটিং করে নিন যেগুলো তে লাল দাগ দেওয়া আছে।
৫। তারপর আবার এডভ্যান্স এ ক্লিক করে কমপ্রেসান এ ক্লিক করুন।
৬। কমপ্রেসান এ ক্লিক করে তাতে নিচের মত সেটিং গুলো করে নিন যেগুলো আমি করেছি কালো দাগ দিয়ে।
৭। জিপ করবেন যেভাবে:
এবার ফাইল জিপ করুন আর তার পর শেয়ার করুন যেকোনো জায়গায় কম মেগাবাইটে।
আমার পোস্ট টি যদি ভালো লাগে তাইলে এই পেইজে একটা লাইক দিতে পারেন
Like/Support Us
আমি মো: জাকির হোসেন যদি পেতে চান তাইলে, এইখানে আসুন
Your browser does not support the video tag.
আমি Jagir CTG। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a webdesigner and developer.
ধন্যবাদ ,কাজের জিনিস………..তবে কিভাবে কম্প্রেস করব তা বিস্তারিত বলুন,এত কেবল সেটিং শিখলাম।