সবাইকে সালাম ও সুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ধারাবাহিক টিউটোরিয়াল " আয় করুন ডাউনলোড ওয়েব সাইট তৈরি করে" । পৃথিবীতে খারাব মানুষ থেকে ভালো মানুষের সংখ্যা অনেক গুনে বেশি তাই তো পৃথিবীটা এত সুন্দর ।
আসুন এবার কাজের কথায়ঃ আমরা জানি যে, সাধারণত খারাব ওয়েব সাইট গুলোতে তুলনামুলোক ভিসিটোর অনেক বেশি হয়। আজ নিউজ পেপার সাইট গুলো বেশি ভিসিটোর পাওয়ার লোভে খারাব টাইপের নিউজ প্রচার করে চলেছে। তবে আমার জানা মতে কোন ধর্মে পাপ প্রচার করে টাকা ইনকাম করার সুপারিশ করে না।
এক সময় আমার অনেক ইচ্ছা হয়েছিল যে আমি ও খারাব সাইট বানাবো আল্লাহ আমাকে রক্ষা করেছেন। যখনি আমার এক বড ভাই এই কথা শুনে উনি সাথে সাথে আমাকে বলে এর থেকে ভিক্ষা করে খেতে পারিশ না? আর তিনি বলেছিলেনঃ পৃথিবীতে খারাব মানুষ থেকে ভালো মানুষের সংখ্যা অনেক গুনে বেশি। তাই তিনার কথা শুনে সাধারণ একটা মিউজিক ডাউনলোড সাইট করলাম এবং আয় হয়তো কম কিন্তু খারাব না আর টাকাটা ও হালাল।
খারাব সাইটের পরে যে সকল ওয়েব সাইটে বেশি ভিসিটোর হয় সেই হলো ডাউনলোড ওয়েব সাইট। আর মোটামুটি একটু SEO করলেই ভাল মানের ভিসিটোর পাওয়া সম্ভব। আমরা যারা Blogging পেশায় আছি তারা জানি যে, ভিসিটোর পেতে কত কাঠ-খোড় পোড়াতে হয়।
ডাউনলোড ওয়েব সাইট এমনটি হয় না, কারণ কেউ একবার ওয়েব সাইটির ঠিকানা জেনে গেলে এবং সাইটি সহজ ভাবে ডাইরেক ডাউনলোড লিঙ্ক থাকলে সেই ভিসিটোর বার বার Come Back করে।
হ্যা, "আয় বুঝেই তো ব্যয়" এটাই একজন সচেতোন মানুষের কথা। আমি নিশ্চিত ভাবে বলতে প্রতি মাসে কম করে $100।
১। ভলো মানের Domain এবং Hosting .
২। ভালো মানের ডায়নামিক থিম।
এটা একটা Computer ডাউনলোড ওয়েব সাইটের জন্য ok.
আমি MusicBazar.Net। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মিউজিক আবার হালাল হল কবে থেকে বুঝলাম না ।
মিউজিক সাইট কোন দিক থেকে কম খারাব না ।
১। মিউজিক কোরানে হারাম
২। পাইরাসি (তারমানে অবৈধ)