সাবাই কেমন আছেন? আসা করি ভালো আছেন। আমরা গত পর্বে শিখেছিলাম কিভাবে আপনার সাইটের জন্য ফ্রিতে একটি ডোমেইন নিবেন। তো আজ শিখব আমরা শিখব কিভাবে ফ্রিতে হোস্টিং নিবেন (এই পর্বটা অনেক আগেই করতে চেয়েছিলাম কিন্তু একটু সমস্যার কারনে করতে পারিনি)। তাহলে শুরু করা যাক....
প্রথমেই আমরা বাইটহোস্ট থেকে ফ্রিতে একটি ডোমেইন নিব। এখানে ক্লিক করে বাইটহোস্টে প্রবেস করুন। Not a member? এ ক্লিক করুন।
আপনার নাম, পাসওয়ার্ড, ইমেইল এড্রেস দিয়ে Register এ ক্লিক করুন। ( নোট: এখানে জিমেইল ব্যতিত অন্য কোন ইমেইল এড্রেস দিবেন না। যেমনঃ [email protected] [email protected])
এবার Click Me To Continue এ ক্লিক করুন।
এখানে কেপচাটি লিখুন।
তারপর এরকম একটি লেখা দেখাবে An account activation email has been sent to আপনার ইমেইল এ ব্যবহৃত নাম@gmail.com , মনে আপনার ইমেইল এড্রেসে একটি লিংক পাঠানো হয়েছে ।
আপনার জিমেইল একাউন্টে লগইন করুন। সেখানে একটি মেসেজ দেখতে পাবেন। মেসেজটিতে দুটি লিংক দেওয়া থাকবে যেখান থেকে আপনারকে প্রথম লিংটিতে ক্লিক করুতে হবে।
তাহলে আরেকটি কেপচা দিবে যা আপনাকে সযন্তে পূরন করতে হবে।
এবার উপড়ের download বা নিচের download my account settings এ ক্লিক করুন এবং ডাউনলোড করুন একটি পিডিএফ ফাইল। ( নোটঃ এই পিডিএফ ফাইটি সযন্ত্যে রাখুন পরে দরকার পরবে।)
এখানে নিচ থেকে Click here to log into your VistaPanel এ ক্লি করুন।
এবার সেই ডাউনলোড করা পিডিএফ ফাইটি ওপেন করুন। এখানে দেখুন Cpanel Username (FTP/SQL): এর পরের টুকু আপনার বিসটা পেনেলের ইউজার নেম।
এবার উপড়ের চিত্রের মত ইউজার নেমটি নোটপেড়ে লিখে কপি করে নিচের বিসটা পেনেলে পেষ্ট করে দিন এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন্
আপনার ভিসটা পেনেলের চিত্রটি এমন হবে। যা নিয়ে আমার পরবর্তী পোষ্টে আলচনা করব।
টিউটি পূর্বে আমার সাইটে প্রকাশিত
আমি অদ্ভুত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল হইছে সিয়ন।
http://www.freedownloadcenter.tk