আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি “প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” এর ৯ম পর্বের দ্বিতীয় অংশে । এই পর্বে আমরা দেখবো কিভাবে op-tine ইমেইল লিস্ট তৈরি বা op-tine ইমেইল লিস্ট বিল্ডিং কিভাবে করতে হয় । যা ইমেইল মার্কেটারস বিডি গ্রুপে ইমেইল মার্কেটারদের সবচেয়ে বেশী চাওয়া ছিল এবং যা আমার দৃষ্টিতে সব বেশী জরুরি বিষয় ইমেইল মার্কেটিং এ …।
একজন ইমেইল মার্কেটার হিসাবে “ইমেইল লিস্ট বিল্ডিং” কে আমি একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার হিসাবে মনে করি । কারণটা বলছি, না একটা উদাহরণ দিয়ে বলছি । ধরুন, ঢাকা বা যে কোন জায়গায় আপনার একটা ১০ তলার বাড়ি আছে । এখন আপনি ও আপনার কয়েক নেক্সট জেনারেশন শুধু বাসা ভাড়া দিবেন এবং বসে বসে খাবেন আর নাকে তেল দিয়ে ঘুমাবেন !!
কি, সত্যি বলাম কি ??
ঠিক তেমনি, আপনার কাছেও যদি বিভিন্ন ক্যাটাগরির টার্গেটেড ইমেইল লিস্ট থাকে !!
তাহলে আপনি শুধু ইমেইল লিস্ট ভাড়া দিবেন আর বসে বসে খাবেন এবং বাজারের সেরা খাঁটি সরিষা তেল নাকে দিয়ে ঘুমাবেন !!!
গত পর্বে যা ছিল তা হল, লিস্ট বিল্ডিং বা ইমেইল লিস্ট বিল্ডিং কী এবং লিস্ট বিল্ডিং করার পদ্ধতি কী কী, লিস্ট বিল্ডিং করার কিছু ব্ল্যাক হ্যাট পদ্ধতি, লিস্ট বিল্ডিং করার কিছু টিপস ও পরামর্শ ।
গত পর্বে টিউন লিংক :- https://www.techtunes.io/tutorial/tune-id/298554
ভিডিও টিউটোরিয়াল লিংক :- https://www.youtube.com/watch?v=wqflze-YRjM
১। গত পর্বের ব্লাক হ্যাট ও এই পর্বের হোয়াট হ্যাট ইমেইল লিস্ট বিল্ডিং এর পার্থক্য
২। ফ্রী ব্লগ দিয়ে হোয়াট হ্যাট বা op-tine ইমেইল লিস্ট বিল্ডিং তৈরির পদ্ধতি
৩। নিজের ব্লগ বা ওয়েবসাইট দিয়ে হোয়াট হ্যাট বা op-tine ইমেইল লিস্ট বিল্ডিং তৈরির পদ্ধতি
৪। হারবেস্টিং করা মেইলকে অপ-টিন করার জোশ পদ্ধতি (created by Habibur Rahman Dipu)
৫। বোনাস হিসাবে থাকছে লাইফটাইম ইমেইল লিস্টের মাধ্যমে আরনিং এর স্পেশাল পদ্ধতি
সাথে থাকছে, মাস্টারিং অফ ইমেইল লিস্ট বিল্ডিং এর ওপর জোশ ভিডিও টিউটোরিয়াল যা দেখলেই বুঝতে পারবেন……!!
সবার আগে আমি আবারও বলে নিতে চাই যে, ব্যক্তিগত ভাবে আমি ইমেইল লিস্ট বিল্ডিং করার জন্য কোন ব্ল্যাক হ্যাট মেথড ব্যবহার করি না । তারপরও আপনাদের অনুরোধে গত পর্বে কিছু ব্ল্যাক হ্যাট মেথড ব্যবহার করে ইমেইল অ্যাড্রেস বের করার পদ্ধতি দেখিয়ে ছিলাম ।
আপনারা যারা ফ্রিলান্সিং করেন বা করবেন তাদের জন্য ব্লাক হ্যাট মেথডটা বেশ কার্যকরী । কারণ, বাল্ক মেইল পাঠানোর জন্য ব্লাক হ্যাট মেথডটা ভাল বলা যেতে পারে ।
আর হোয়াট হ্যাট মেথডে আরও কার্যকরী হবে। কারণ, op-tine ইমেইল লিস্টের মূল্যটা বেশী পাবেন, যেহেতু আপনার লিস্টগুলো হবে টার্গেটেড ইমেইলের ।
ব্লাক হ্যাট মেথড ও হোয়াট হ্যাট মেথডের মাধ্যমে ইমেইল লিস্ট বিল্ডিং এর পার্থক্য সহজভাবে বলতে বুঝায়, আপনি যদি অনুমতি না নিয়ে কারো ইমেইল সংগ্রহ করে লিস্ট তৈরি করেন, তাহলে তা হবে ব্লাক হ্যাট মেথড ইমেইল লিস্ট বিল্ডিং এবং আপনি কোন ব্যক্তির ইমেইল অ্যাড্রেস সংগ্রহ করার আগে তার কাছ থেকে অনুমতি নিয়ে ইমেইল সংগ্রহ করেন, তাহলে তা হবে হোয়াট হ্যাট মেথডের মাধ্যমে ইমেইল লিস্ট বিল্ডিং বা op-tine ইমেইল লিস্ট বিল্ডিং ।
ফ্রী ব্লগ দিয়ে op-tine ইমেইল লিস্ট বিল্ডিং তৈরির জন্য যা যা লাগবে, একটি জিমেইল অ্যাকাউন্ট ও একটি ফ্রী ব্লগ বা ব্লগস্পট সাইট । প্রথমে আপনি http://www.blogger.com এ গিয়ে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড দিয়ে একটা নতুন এটা ব্লগ তৈরির জন্য “create new blog” অপশনে ক্লিক করুন । আপনার পছন্দমত ক্যাটাগরির বিষয় দিয়ে ব্লগের টাইটেল ও ইউ আর এল দিয়ে এবং একটা যে কোন থিম সিলেক্ট করে ব্লগটি তৈরি করুন । এখন ব্লগটি কেমন হল তা দেখতে “view blog” অপশনে ক্লিক করলে আপনি আপনার ব্লগটি দেখতে পারবেন।
এবার আপনার ব্লগস্পট সাইটটিকে আরো প্রফেশনাল করার জন্য আপনি প্রথমে http://www.btemplates.com ওয়েবসাইটটি ওপেন করুন । তারপর ওয়েবসাইটটিতে গিয়ে আপনি আপনার পছন্দের থিম ডাউনলোড করে নিন । থিমের যে জিপ ফাইলটি ডাউনলোড করলেন তা প্রথমে এক্সত্রাক্ট করে নিন এবং তা একটি নোটপ্যাড ফাইলে ওপেন করুন । নোটপ্যাডে ওপেন করা ফাইলে যে এক্সএমএল কোড থাকবে তা আপনার ব্লগস্পটের ব্লগের ড্যাশ বোর্ডের টেম্পলেট অপশনে ক্লিক করুন। সেখান থেকে এডিট এইচটিএমএল অপশনে ক্লিক করুন। সেখানে যে কোডগুলো থাকবে সব ডিলিট করে, নোটপ্যাড থেকে কপি করা কোডগুলো পেস্ট করে দিবেন এবং সেভ করুন। এখন আপনার ব্লগটি দেখার জন্য “view blog” অপশনে ক্লিক করুন। দেখবেন আপনার পছন্দের মতো থিমের মতো আপনার ব্লগস্পটের সাইটটি তৈরি হয়ে গেছে।
এবার আপনার ব্লগের লে আউট অপশন থেকে অপ্রয়োজনীয় জিনিস ডিলিট করে দেন। এইজন্য যা করতে হবে তা হল, যে জিনিসটি আপনি ডিলিট করতে চান তার এডিট অপশনে ক্লিক করুন। নতুন একটি পপআপ উইন্ডো ওপেন হবে, সেখানে ডিলিট অপশনে ক্লিক করলে তা ডিলিট হয়ে যাবে।
এখন আপনার যা প্রয়োজন তা হল কনটেন্ট । এর জন্য আপনি আপনার ক্যাটাগরি বিষয় নিয়ে গুগলে সার্চ দিন এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে কনটেন্ট সংগ্রহ করে আপনার ব্লগে দিয়ে দিন এবং তার সাথে ঐ ওয়েবসাইট এর ছবি থাকলে তা দিয়ে দিন । এর সব চেয়ে জরুরী হল ঐ ওয়েবসাইট এর লিংক সোর্স হিসাবে প্রদান করুন । এতে আপনি কনটেন্ট কপি করা জন্য কোন প্রকার দায়ী থাকবেন না । কারণ, কনটেন্টের আসল মালিকের সোর্স আপনি প্রদান করছেন । এতে তিনি কিছু মনে করবেন না বরং খুশি হবে যে আপনি তার প্রচার করছেন । তারপরও আপনি সেভ থাকার জন্য একটা কন্টাক্ট পেজ তৈরি করে আপনার ইমেইল অ্যাড্রেস লিখে দিন । যাতে কনটেন্টের আসল মালিকের কোন মতামত বা উনি রাজি না থাকলে আপনি ঐ টিউন ডিলিট করে দিতে পারবেন।
উদাহরণ হিসাবে বলা যায়, আমার লিখা এই ব্লগে ছাড়াও আরো কয়েকটা ব্লগে প্রকাশ হয় । কিন্তু মজার বিষয় হল, আমি অন্য কোথাও প্রকাশ করি না । কয়েকটা ব্লগের মালিক তারা নিজ উদ্যোগে আমার লিখা প্রকাশ করে এবং সোর্স হিসাবে আমার নাম ও আমার ফেসবুকের লিংকটা প্রদান করে
ব্লগ ও কনটেন্ট তো হল এবার আসি আসল কথায়, আপনাকে একটা গ্যাজেট অ্যাড করতে হবে তা হল ইমেইল সাবক্রাইব বক্স । যা দিয়ে মানুষ আপনার ব্লগে ইমেইল অ্যাড্রেস দিয়ে সাবক্রাইবার হবে আপনার ব্লগের নতুন নতুন কনটেন্টের আপডেট পাওয়ার জন্য আর আপনি পাবেন op-tine ইমেইল লিস্ট । যার জন্য এত পরিশ্রম ……।।
এই জন্য আপনি আপনার ব্লগের ড্যাশবোর্ডের “layout” অপশনে ক্লিক করুন এবং “add Gadget” ক্লিক করুন “follow by email” সিলেক্টকরুন । এখন “view blog” অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেনআপনার ব্লগটিতে ইমেইল সাবক্রাইব বক্স যুক্ত হয়ে গেছে । এখন শুধু আপনার ব্লগে ট্রাফিক বা ভিজিটর আনলেই হবে ।
এখন আপনি আপনার ব্লগ থেকে ইমেইল বের করার জন্য প্রথমে চলে যাবেন http://www.feedburner.com এই ওয়েবসাইট । সেখানে আপনার ব্লগে যে জিমেইল দিয়ে খুলে ছিলেন সেই জিমেইল ও পাসওয়ার্ড দিয়ে feedburner ওয়েবসাইটে প্রবেশ করুন । এখন publicize অপশনে ক্লিক করুন এবং email subscriptions অপশনে ক্লিক করুন। তারপর Subscription Management ক্লিক করুন এবং নিচের দিকে “view subscriber details” ক্লিক করুন এবং csv ফাইলটা ডাউনলোড করুন । আর ডাউনলোডকৃত ফাইলটা ওপেন করে দেখুন, পেয়ে যাবেন আপনার কাঙ্খিত op-tine ইমেইল লিস্ট । এভাবে আপনি ফ্রী ব্লগ দিয়ে হোয়াট হ্যাট মেথডে op-tine ইমেইল লিস্ট বিল্ডিং করতে পারবেন ।
একটা পরামর্শ, যেহেতু এটা গুগলের ফ্রী ব্লগ তাই যে কোন সময় আপনার ব্লগটি গুগলের কর্তৃপক্ষ কেটে দিতে পারে বা ব্যান করে দিতে পারে । ফ্রী হওয়ার কারণে ফ্রী ব্লগ দিয়ে op-tine ইমেইল লিস্ট বিল্ডিং তৈরির পদ্ধতির কাজ করার সম্ভবনা কম হয় । এই জন্য যারা নুন্যতম কিছু টাকা ব্যয় করতে পারবেন তারা ফ্রী ব্লগে না করে নিজের ওয়েবসাইট বা ব্লগ এই পদ্ধতি ব্যবহার করলে ভাল করবেন ।
বিষয়টা যেহেতু প্র্যাকটিক্যাল বিষয় তাই ভিডিও টিউটোরিয়ালটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন ।
নিজের ব্লগ বা ওয়েবসাইট দিয়ে op-tine ইমেইল লিস্ট বিল্ডিং তৈরির জন্য আপনার এক বা একধিক ব্লগ বা ওয়েবসাইট থাকতে হবে । এই জন্য আপানার প্রতি ওয়েবসাইটের জন্য ৩০০০ থেকে ৫০০০ হাজার টাকা লাগবে । মানে ডোমেইন + হোস্টিং বাবত খরচ । আর ওয়েবসাইট বিল্ডিং এর জন্য ওয়ার্ডপ্রেসের ফ্রী থিম ব্যবহার করতে হবে । ওয়ার্ডপ্রেস যেহেতু এসইও ফ্রেন্ডলি তাই ট্রাফিক বা ভিজিটর পেতে সহায়ক হবে । কিন্তু এতে আপনি নিজে বা কাউকে দিয়ে কনটেন্ট লিখিয়ে নিবেন………… ওকে । কপি পেস্ট মেথড ব্যবহার করবেন । ইমেইল লিস্ট বিল্ডিং ছাড়াও আপনি আপনার ব্লগে অ্যাডসেন্স বা এই জাতীয় অ্যাড ব্যবহার করতে পারেন । আমি এখানে শুধু ইমেইল সাবক্রাব বক্স অ্যাড ও কনফিগার করার বিষয়টা বলবো। কারণ, ওয়েবসাইট বিল্ডিং বা ওয়ার্ডপ্রেসের উপর অনেক ভিডিও আছে ইউটিউব । আর তারপরও যদি আপনাদের কোন হেল্প প্রয়োজন হয় তাহলে আমি আপনাদের ওয়েবসাইট বিল্ডিং বা ওয়ার্ডপ্রেসের উপর একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করে দেব ।
কাজের কথায় ফিরে আসি, প্রথমে চলে যাবেন http://www.feedburner.com এই ওয়েবসাইট । সেখানে গিয়ে যে কোন একটা জিমেইল আকাউন্ট ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন এবং আপনার ওয়েবসাইটটি নাম দিয়ে বিভিন্ন ইনফর্মেশন দিয়ে একটা এইচটিএমএল কোড তৈরি হবে । তা কপি করে আপনার ওয়েবসাইটের যে কোন জায়গায় বা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের আপারেন্স থেকে ওইজেট ক্লিক করেন । তারপর একটা টেক্স ওইজেট নিয়ে কপি করা এইচটিএমএল কোড পেস্ট করে দিন এবং সেভ করুন । দেখা যাবে আপনার ব্লগে ইমেইল সাবক্রাব বক্স অ্যাড হয়ে গেছে । এখান শুধু আপানার ওয়েবসাইট বা ব্লগে ট্রাফিক বা ভিজিটর আনলেই হবে । আপনার ব্লগের নতুন নতুন কনটেন্টের আপডেট পাওয়ার জন্য মানুষ ইমেইল অ্যাড্রেস দিয়ে সাবক্রাইব করবে আর আপনি পাবেন op-tine ইমেইল লিস্ট ।
এখন আপনি আপনার ব্লগ থেকে ইমেইল বের করার জন্য প্রথমে চলে যাবেন http://www.feedburner.com এই ওয়েবসাইট । সেখানে লগইন করে feedburner ওয়েবসাইটে প্রবেশ করুন । এখন publicize অপশনে ক্লিক করুন এবং email subscriptions অপশনে ক্লিক করুন। তারপর Subscription Management ক্লিক করুন এবং নিচের দিকে “view subscriber details” ক্লিক করুন এবং csv ফাইলটা ডাউনলোড করুন । আর ডাউনলোডকৃত ফাইলটা ওপেন করে দেখুন, পেয়ে যাবেন আপনার কাঙ্খিত op-tine ইমেইল লিস্ট । এভাবে আপনি আপনার ব্লগ দিয়ে হোয়াট হ্যাট মেথডে op-tine ইমেইল লিস্ট বিল্ডিং করতে পারবেন ।
একটা পরামর্শ, যেহেতু এই পদ্ধতিটি বেশ ব্যয়বহুল তাই যাদের নিজের ব্লগ আছে বা যাদের নিজের ব্লগ তৈরি করার সামর্থ্য থাকবে কেবল তারাই এই পদ্ধতি ব্যবহার করবেন ।
এই পদ্ধতিতে আমি আপনাদের দেখাব কিভাবে ব্লাক হ্যাট মেথড বা হারবেস্টিং করা মেইলকে অপ-টিন করবেন । গত পর্বে আমি আপনাদের লিঙ্কডিন থেকে ইমেইল লিস্ট তৈরি করতে দেখিয়েছি । সেই পদ্ধতিতে সংগ্রহ করা মেইলকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে অ্যাড পাঠাবেন এবং তারা অ্যাড একসেপ্ট করার পর বিভিন্ন একটিভিটির মাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে । তারপর আপনার ব্লগের লিংক শেয়ার করুন সেখানে মানে আপনার যে ব্লগে ইমেইল সাবক্রাইব বক্স যুক্ত থাকবে । এভাবে আপনার টার্গেটেড op-tine ইমেইল লিস্ট বিল্ডিং হতে থাকবে ।
বিষয়টা যেহেতু প্র্যাক্টিকাল বিষয় তাই ভিডিও টিউটোরিয়ালটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন ।
আমি আগেই বলে নেই এই পদ্ধতি সবার জন্য নয় । যারা শুধু ফ্রীল্যান্সিং বা নিজের বিজনেসের জন্য ইমেইল লিস্ট বিল্ডিং করতে চান তারা গত পর্বের ব্ল্যাক হ্যাট মেথড ও ওপরের পদ্ধতিগুলো ব্যবহার করলেই হবে ।
কিন্তু যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন এবং যারা “ইমেইল লিস্ট বিল্ডিং” কে আমার মত পূর্ণাঙ্গ ক্যারিয়ার হিসাবে নিতে চান । মানে ইমেইল লিস্ট বিল্ডিং করে এবং ইমেইল লিস্ট বিক্রি করে লাইফটাইম আরনিং করতে চান, কেবলমাত্র তারাই এই পদ্ধতি ব্যবহার করবেন । এই পদ্ধতি এখানে আমি সবার সাথে শেয়ার করছি না । কারণ, যেহেতু সবই অ্যাফিলিয়েট মার্কেটিং বা “ইমেইল লিস্ট বিল্ডিং” কে পূর্ণাঙ্গ ক্যারিয়ার হিসাবে না । কারণ, কেউ ইমেইল মার্কেটিং শিখে ফ্রীল্যান্সিং করবেন, যারা এইচটিএমএল সিএসএস বা ফটোশপ ভাল জানেন তারা ইমেইল টেম্পলেট তৈরি করে আরনিং করবেন, কেউ ইমেইল সেন্ডিং করবেন । তাই এই পদ্ধতি শুধু তাদের জন্যই যারা অ্যাফিলিয়েট মার্কেটিং ও ইমেইল লিস্ট বিক্রি করে লাইফটাইম আরনিং করবেন ।
তাই আমি আপনাদের জন্য একটা নতুন গ্রুপ তৈরি করেছি, যার নাম “ইমেইল লিস্ট সেলিং” ।
এটা একটা ক্লোস গ্রুপ, যেখানে আমি শুধু তাদের জন্য স্পেশাল গ্রুপ তৈরি করেছি, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং ও ইমেইল লিস্ট বিক্রি করে লাইফটাইম আরনিং করতে চান ।
ইমেইল মার্কেটারস বিডি গ্রুপে প্রায় ৪৫০০+ মেম্বার আছে, যার মধ্যে অনেক fake অ্যাকাউন্ট আছে। কিন্তু “ইমেইল লিস্ট সেলিং”এই গ্রপে আমি নিজে শুধু অরিজিনাল মেম্বারদের অ্যাড করব এবং যারা শুধু মাত্র অ্যাফিলিয়েট মার্কেটিং ও ইমেইল লিস্ট বিক্রি করে লাইফটাইম আরনিং করতে চান ।
“ইমেইল লিস্ট সেলিং”এই গ্রপে জয়েন করার পর আপনি একটা ভিডিও টিউটোরিয়েল পাবেন তা ডাউনলোড করার পর তা দেখে সিদ্ধান্ত নিবেন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং ও ইমেইল লিস্ট বিক্রি করে লাইফটাইম আরনিং করতে চান কিনা । তারপর বাকি ইনফর্মেশন আপনি এই “ইমেইল লিস্ট সেলিং” গ্রপে পাবেন ।
৯ম পর্বের দ্বিতীয় অংশে কোন হোমওয়ার্ক হল ফ্রী ব্লগ তৈরি ও ইমেইল সাবক্রাব বক্স অ্যাড করা। আর ইমেইল মার্কেটারস বিডি গ্রুপে শেয়ার করা এবং কোন প্রশ্ন থাকলে গ্রুপে জানাবেন ।
“Getresponse”এর A to Z ব্যবহার এবং email Campaign সেট আপ করা । “Getresponse” এর সুবিধা ও অসুবিধা এবং “Getresponse” এর উপর মাস্টার হওয়ার ভিডিও টিউটোরিয়াল…।।
প্রফেশনাল ইমেইল মার্কেটিং এর ১০ম পর্বের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের টিউটোরিয়াল। সে পর্যন্ত ভালো থাকবেন আর টিউনটি শেয়ার করতে ভুলে গেলে আমিও কিন্তু ভুইলা যামু কইয়া দিলাম J !!
“ইমেইল মার্কেটিং” এই সম্পর্কিত অন্য আরো কিছু জানার জন্য ফেসবুক গ্রুপে প্রশ্ন করতে পারেন।
আমি Habibur Rahman Dipu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোঃ হাবিবুর রহমান দিপু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ করে চাকরীর পাশাপাশি প্রফেশন হিসেবে বেছে নিয়েছি আইটি ক্ষেত্রটিকে। এসইও, ইমেইল মার্কেটিং, ব্লগিং ইত্যাদি জানতে ও জানাতে ভালোবাসি । তাই যখনই সুযোগ পাই তখনই লিখতে বসে যাই। ফেইসবুকে আমি https://www.facebook.com/habibur.tutordipu
ধন্যবাদ