WHM থেকে প্যাকেজ ও cPanel একাউন্ট ও প্যাকেজ তৈরীর জন্য বাংলায় ভিডিও টিউটরিয়াল

অনেকেই WHM/cPanel রিসেলার প্যাকেজ নিয়ে ছোট করে হোস্টিং ব্যাবসা শুরু করতে চান। কিন্তু রিসেলার প্যাকেজ নিয়ে ঝামেলায় পড়ে যান- ঠিক ভেবে পাননা কিভাবে সিপ্যানেল একাউন্ট তৈরি করবেন। আমার রিসেলারদের ক্ষেত্রেও সমস্যাটি যখন মহামারি আকার ধারণ করে- তখন দেখলাম WHM এর ভাল কিছু ইংলিশ টিউটোরিয়াল থাকলেও বাংলায় টিউটোরিয়ালগুলো অনেকেই খুঁজে পাননা। আর ভাল একটি ভিডিও টিউটোরিয়াল হলে তো ভালই। তাই আমি নিজে WHM দিয়ে cPanel একাউন্ট, প্যাকেজ ও ফিচার তৈরির জন্য এই বাংলা ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করলাম।

আজ টেকটিউন্সের টিউনারদের জন্য টিউটোরিয়ালটি টিউন করলাম। ১১ মিনিট ২১ সেকেন্ডের টিউটোরিয়ালটিতে একসাথেই WHM থেকে একাউন্ট, প্যাকেজ আর ফিচার তৈরির ব্যপারে তথ্য দেয়াহয়েছে।
ভুল-ভ্রান্তি অবশ্যই আছে- ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই যে কোন প্রয়োজনে টিউনমেন্ট করবেন। ধন্যবাদ।

Level 3

আমি ওয়ালিউর রহমান। Founder & CEO, WaliBD, Uttara। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

একাডেমিকভাবে একজন এ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। তবে ওয়েব ডেভেলপমেন্ট থেকেই উপার্জনের হাতেখড়ি। এ ব্যাবসায় জড়িত আছি সেই ২০০৮ সাল থেকে। এখনো আছি...। নিজ প্রতিষ্ঠান WaliBD.Com এর মাধ্যমে তাই চেষ্টা করছি ডিফরেন্ট কিছু করবার। যে কোন ধরনের ওয়েবসাইট তৈরির জন্য যোগাযোগ করুন: ০১৯৪৬-৩৬৬৪৪৮


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস