[মেগা টিউন] আপনার ডেস্কটপ থেকে মোবাইল ভিউ দেখার জন্য নিয়ে নিন $9 ডলার মূল্যের সফট্ওয়্যার সম্পূর্ণ ফ্রি(সাথে ভিডিও টিওটোরিয়াল)!!!

আজ আপনাদের সাথে যে সফট্ওয়্যার নিয়ে আলোচনা করব তার নাম Mobilizer.

Mobilizer কি ?


Mobilizer হল ৯ ডলার মূল্যের একটি সফট্ওয়্যার যার মাধ্যমে আপনি পিসি থেকেই যে কোন ওয়েব সাইটের মোবাইল ভিউ দেখতে পারবেন। এটা ওয়েব ডেভেলপারদের জন্য খুব কাজের। যার মাধ্যমে তারা তাদের ওয়েব সাইটকে সঠিকভাবে রেসপন্সিভ করতে পারবে।

Mobilizer এ কোন কোন মোবাইলে দেখা যাবে?


এতে Blackberry Strom, Google Nexus 5, HTC, iPhone 4-5, Nokia Lumia, Samsung S4, S5 সহ মোট ১৭ টি ফোনে মোবাইল ভিউ দেখা যাবে।

ব্যবহার:


1. প্রথমে এখানে ক্লিক করে সফট্ওয়্যারটি ডাউনলোড করে নিন।

2. তারপর ইন্সটল করুন।

       নোট:
  • সফট্ওয়্যারটি ইন্সটল করতে হলে আপনার পিসিতে Adobe Air থাকতে হবে। Adobe Air ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
  • সফট্ওয়্যারটির নতুন Version এ আপনি 17 টি মোবাইলের অপশন পাবেন। পুরাতন Version এ মাত্র 3 টি ফোনের অপশন পাবেন। তাই পুরাতনটি ইন্সটল দেওয়ার পর নতুন Version এ ফ্রিতে আপগ্রেড করে নিন।

3. এবার সফট্ওয়্যারটি ওপেন করুন। একটি এ্যাড্রেসবার আসবে। সেখানে আপনার কাঙ্খিত সাইটের নাম লিখে পাশের রিফ্রেশ বাটনে ক্লিক করুন। অপশন থেকে যে ফোন এ দেখতে চান সেই সিলেক্ট করুন।

4. আপনি ইচ্ছা করলে স্কিনসট ও নিতে পারবেন।

5. আরো ভালোভাবে জানতে ভিডিও টিওটোরিয়াল দেখতে পারেন।


ফুটবল প্রেমিদের জন্যঃ

ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে তো কি হয়েছে ?  আগামি মাস থেকে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও বুন্দেসলিগা। যারা ক্লাবের খেলা দেখতে ভালবাসেন তারা খেলার নিউজ, ফিক্চার, রেজাল্ট, পয়েন্ট টেবিল জানার জন্য ভিজিট করতে পারেন- Soccertell.com.

তাহলে আজ এ পর্যন্তই। ভালো লাগলে জানাবেন। আবার দেখা হবে ভালো কোন সফট্ওয়্যার নিয়ে।

Level 0

আমি wtechcity। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 135 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ । খুব ভাল একটা জিনিস শেয়ার করেছেন।
আমি এন্ড্রয়েড ২.৩ ভার্সন পাব কোন ভার্সন এ যদি একটু বলতেন।

    Level 0

    @মোঃ আলমগীর হোসেন: আপনি শুধু মোবাইলগুলোর ব্রাউজার এ কাজ করতে পারবেন….

প্রথম ফাইলটা ডাউনলোড হয়না। লিঙ্কটা ঠিক করে দেন।

    Level 0

    @মোঃ আলমগীর হোসেন: ভাই সফ্টওয়্যারের লিংক চেক করলাম ঠিক আছে। ।আমি Firedrive এ আপলোড করে দিছি।

      @wtechcity: হ্যা এখন ঠিক আছে আমি অন্য জায়গা থেকে নামায় নিছি।
      তবে আমার লাগবে android 2.3 ভার্সন হই এই রকম কন সফটওয়্যার।

ধন্যবাদ

OMD! It has an awesome LOOK man! WoW!! Thanx a lot for sharing Dude.

    Level 0

    @opushonamoni: Yo Buddy! Thank you too…

ইউটিউব মোবাইল ভার্সনে ভিডিও দেখা যাবে কি ?

    Level 0

    @Ashikur Rahman Tomal: না ভাই, ইউটিউব মোবাইল ভার্সনে ভিডিও দেখা যাবে না….