ডোমেইন হোস্টিং টিউটোরিয়ালঃ পর্বঃঃ ১; ডোমেইন ও হোস্টিং কি?

টিউনের শুরুতে সবাইকে ঈদের আগাম শুভেছা জানাই। ইন্টারনেট এ ঘুরতে ঘুরতে ডোমেইন ও হোস্টিং সম্পর্কে বেশ ভালো একটা টিউটোরিয়াল খুজে পেলাম। আপনাদের বুঝার সুবিধার জন্য কিছুটা পরিবর্তন করে প্রকাশ করছি। আমরা যারা ওয়েব সাইট তৈরি করতে চাই, তাদের সামনে সর্বপ্রথম যেই প্রশ্নটি এসে যায় ডোমেইন ও হোস্টিং কি? মূলত  ডোমেইন ও হোস্টিং কি এই বিষয়ই আলোচনা করা হবে এই টিউনে। আশা করি টিউনটি পড়ার পর আপনার ডোমেইন হোস্টিং সম্পর্কে একটি ধারণা এসে যাবে।

ডোমেইন কি?

ডোমেইন ইংরেজি শব্দ যার বাংলা অর্থ স্থান। আপনি যদি একটি ওয়েবসাইট খুলতে চান তবে ইন্টারনেটে আপনাকে একটি স্থান তথা ডোমেইন কিনতে হবে।

Ex: greenseotools.com (এটিও একটি ডোমেইন)

টপ লেভেল ডোমেইনঃ .com .net .org .info ইত্যাদি ডোমেইনকে টপ লেভেল ডোমেইন বলা হয়। (এইসব ডোমেইন কিনতে হয়)

ফ্রী ডোমেইনঃ .blog.com .xtgem.com .blogspot.com .tk ইত্যাদি ডোমেইনকে ফ্রী ডোমেইন বলা হয়। (এইসব ডোমেইন ফ্রীতে পাওয়া যায়)

মূল্যঃ একটি টপ লেভেল ডোমেইনের দাম ১বছরের জন্য ৮৫০-১০০০ টাকা পর্যন্ত হতে পারে।

হোস্টিং কি?

বেশির ভাগ লোকই ডোমেইন কি তা জানে তবে হোস্টিং কি তা বুঝতে পারে না। আপনি যদি একটি ডোমেইন কিনেন অবশ্যই তার জন্য একটি হোস্টিং কিনতে হবে। আপনি একটি ডোমেইন কিনলেন মানে ইন্টারনেটে আপনি একটি স্থান কিনলেন, এখন আপনার ডোমেইনটিকে ২৪/৭ অনলাইনে রাখতে হবে। এর জন্য দরকার আপনার হোস্টিং কোম্পানি। বিভিন্ন হোস্টিং কোম্পানি আছে যারা সাইট হোস্টিং করে থাকে। আপনার যেই হোস্টিং প্যাকেজটি ভালো লাগে আপনি সেটি কিনতে পারেন।

 প্রকারভেদঃ শেয়ারড, রিসেলার, ডেডিকেটেড, ভিপিএস ইত্যাদি।

মূল্যঃ ৫০০ টাকা থেকে ১লাখ+ টাকাও হতে পারে।

কিভাবে ডোমেইন কিনবেন?

ডোমেইন কিনার জন্য প্রথমেই যেকোনো হোস্টিং কোম্পানির সাইটে যেতে হবে। হোস্টিং কোম্পানির সাইটে গিয়ে ডোমেইন বিভাগে যান। এরপর সেখান থেকে ডোমেইন রেজিস্ট্রেশন অপশন টিতে যান।

এবার আপনি যেই নামে ডোমেইন কিনতে চান তা দিয়ে লুকআপ করুন। আপনার কাঙ্খিত ডোমেইনটি পেয়ে গেলে ঐ হোস্টিং সাইটে রেজিস্ট্রেশন করে তাদের ইউজার হয়ে তা কিনার জন্য আবেদন করুন। সর্বশেষ আপনার ডোমেইন ফী দিয়ে ডোমেইনটি কিনে নিন। ডোমেইন রেজিস্ট্রেশন এর মেয়াদ সাধারনত ১ বছরের জন্য হয়ে থাকে।

কিভাবে হোস্টিং কিনবেন?

এবার আমি দেখাবো কিভাবে হোস্টিং প্যাকেজ কিনতে হয়। আশা করি আপনাদের কাছে বিষয়টি পরিস্কার হয়ে যাবে। হোস্টিং প্যাকেজ কিনতে প্রথমেই যেকোনো হোস্টিং সাইটে প্রবেশ করুন। তারপর হোস্টিং বিভাগে যান। হোস্টিং প্যাকেজ কিনতে আপনার একটি ডোমেইন থাকতে হবে নতুবা আপনাকে নতুন একটি ডোমেইন কিনতে হবে। এবার আপনার ডোমেইনটি লিখে কোন হোস্টিং প্যাকেজ কিনতে চান সেটি সিলেক্ট করুন।

এবার হোস্টিং সাইটে একটি আকাউন্ট খুলুন তারপর তাদের পদ্ধতি অনুসরণ করে টাকা পরিশোধ করে দিন তাহলেই আপনার হোস্টিং প্যাকেজটি আপনি পেয়ে যাবেন, ধন্যবাদ।

নোটঃ আমি আপনাকে রেকমেন্ড করবো যে, এক সাইট থেকেই ডোমেইন ও হোস্টিং দুটিই কিনতে। এতে আপনি অনেক ঝামেলা থেকে মুক্তি পেতে পারবেন।

সৌজন্যেঃ গ্রীন হোস্টিং

Level 0

আমি ভাস্কর বনিক বনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি বিগত পাঁচ বছর যাবত এসইও এবং ওয়েব ডেভোলাপমেন্ট এর বিভিন্ন কাজ করেছি। টেকটিউনস একটি অসাধারন প্লাটফরম নিত্য নতুন কিছু জানার ও শিখার। আমি টেকটিউনস অনেক ভালবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

স্বল্প মূল্যে আপনার মনের মত করে ওয়েবসাইট, ব্লগ, ডাউনলোড সাইট, নিউজপেপার সাইট, কোম্পানি সাইট ডিজাইন করে দিবো। একবার আমাদের পেজ ভিসিট করে আমাদের বানানো সাইট গুলো দেখে আসুন। Get A Website । আমারা আপনার ভালো লাগার জন্য বদ্ধপরিকর।

এই প্রথম আমরাই দিচ্ছি স্বল্প মূল্যে ডোমেইন এবং হোস্টিং আপনার যে কোন সাইড ডিজাইন করার পূর্ন নিশ্চয়তা আমাদের হোস্টিং এ চলছে বিশেষ অফার আপনি যদি আমাদের কাছ থেকে একটি হোস্টিং নেন তাহলে ডোমেইন টি পাবেন সম্পূর্ন ফ্রিতে.

এই প্রথম আমরাই দিচ্ছি স্বপ্ল মূল্যে ডোমেইন এবং হোস্টিং। আপনার যে কোন সাইড ডিজাইন করার পূর্ণ নিশ্চয়তা। আমাদের হোস্টিং এ চলছে বিশেষ অফার আপনি যদি আমাদের কাছ থেকে একটি হোস্টিং ক্রয় করেন তাহলে ডোমেইন টি পাবেন সম্পূর্ণ ফ্রিতে https://www.thenhost.com/

ভালো লিখেছেন। তবে ডোমেইন এবং হোস্টিং নিয়ে আরও বিস্তারিত আলোচনা করলে নতুনদের বুঝতে আরও বেশি সুবিধা হতো। আমি ডোমেইন হোস্টিং নিয়ে একটি পোস্ট লিখেছি (চেষ্টা করেছি বলা ভালো) আমার ব্লগে। নতুনদের কাজে লাগতে পারে। চাইলে পড়তে পারেন।

ডোমেইন এবং হোস্টিং কী? বাস্তব জীবনের সাথে তুলনা করে প্রাথমিক আলোচনা