বিশ্ব জোড়া পাঠশালা মোর ,সবার আমি ছাত্র

সুনির্মল বসুর "সবার আমি ছাত্র" কবিতাটি কার কার মনে আছে ?সেখান একটা লাইন আছে ,"বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র" ।হ্যাঁ পাঠক বন্ধুরা ছোটবেলার এই কবিতার কথা কারো ভুলে যাওয়ার কথা নয় । আচ্ছা বিশ্বজোড়া পাঠশালা থাকলেও কি আমার পক্ষে সবার কাছে গিয়ে গিয়ে শেখা সম্ভব ? হ্যাঁ ,সম্ভব । কারন বিশ্বজোড়া সব পাঠশালাই এখন আমার ঘরেই ।এটা কিভাবে সম্ভব ? এটার সহজ উত্তর এই যে আপনি আমার লেখা পড়ছেন কিভাবে ? ঠিক এইভাবেই অনলাইনের  বিভিন্ন  পাঠশালা থেকে আমরা শিখতে পারি ।কিন্তু কোন পাঠশালা থেকে আমার জ্ঞানের তৃষ্ণা মেটাব ? সেটা বলে দেওয়ার জন্য আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে  Google   ওরে আমি দুষ্টুমি করে কিংবা আদর  করে মামা ডাকি  ।যাই হোক গুগল মামার কাছ থেকে জানতে পারলাম যে অনলাইনে বিশ্বের সেরা সেরা শিক্ষকরা শিক্ষা দিয়ে থাকেন  ।কেউ টাকার বিনিময়ে কেউ বা বিনামূল্যে মানে ফ্রি শেখায় । যেহেতু আমাদের সবার পক্ষে অনলাইনে টাকা দিয়ে শেখা  সম্ভব হয় না ,তাই আজ আমি শুধু ফ্রি কোর্স গুলো সম্পর্কে বলব ।

বাংলায় মুক্ত জ্ঞানের পাঠশালা 

১। শিক্ষক ডট কম

শিক্ষক ডট কম হল বাংলায় মুক্ত জ্ঞানের মেলা ।এই সাইট টির প্রতিষ্ঠাতা জনাব রাগিব হাসান স্যার ।তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী কম্পিউটার বিজ্ঞানী ,অধ্যাপনা করছেন  যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ আলাবামা অ্যাট বার্মিংহামের কম্পিউটার বিজ্ঞান বিভাগে । শিক্ষক ডট কম সাইটে এখন পর্যন্ত মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট,কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ,প্রকৌশল,স্কুল ও কলেজ,উচ্চশিক্ষা ও প্রস্তুতি,লাইফ স্কিল্স ,গণিত,জীববিজ্ঞান  ও বাণিজ্য বিষয়ের কোর্স নিচ্ছেন অভিজ্ঞরা ।

 কম্পিউটার প্রকৌশলী তাহমিদ রাফি ও কম্পিউটার প্রোগ্রামিং বইয়ের লেখক তামিম শাহরিয়ার সুবিন প্রতিষ্ঠা  করেছেন দ্বিমিক কম্পিউটিং স্কুল নামে একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান ।উদ্দেশ্য বাংলাদেশে ভাল মানের প্রোগ্রামার তৈরি করা । তাদের এই অনলাইন স্কুলে এখন পর্যন্ত বিচ্ছিন্ন গণিত ,ওয়েব কনসেপ্ট  ও প্রোগ্রামিংয়ে হাতেখড়ি নামে  তিনটি কোর্স সম্পন্ন হয়েছে ।
যন্ত্রগণক ডট কম মুলত রাগিব হাসান স্যারের ই সাইট  এইখানে তিনি কম্পিউটার সিকিউরিটি ১০১,ক্লাউড কম্পিউটিং ১০১ ও অ্যালগরিদম নিয়ে কোর্স নিচ্ছেন ।
বিদেশী ভাষায় মুক্ত জ্ঞানের পাঠশালা 

1. Coursera

এই সাইট টি আমার প্রিয় একটি সাইট এখানে বিভিন্ন বিষয়ের উপর ২০০ +  কোর্স আছে ।কোর্স গুলো পরিচালনা করছেন  ৩৩+ ইউনিভার্সিটির শিক্ষকরা  ।

 2.MIT Open Courseware

বিশ্ব বিখ্যাত ভার্সিটি এমআইটি'র  ’ Open Courseware প্রোগ্রামের আওতায় ইলেকট্রিকাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন বিষয়ের উপর ২১০০+ কোর্সের ভিডিও লেকচার আছে ।

3.Google Code University

এটি গুগল এর একটি সাইট যেখানে আপনি Android development ,distributed systems ও  web security উপর আপনি কোর্স পাবেন ।তবে উল্লেখ্য বিষয় এখানে গুগল এর টেকনোলজির বাইরে  অন্য  কোন টেকনোলোজি নিয়া কোর্স নেই ।

4.Mozilla Developer Network

এটি মজিলা ডেভেলপারদের একটা সাইট । এখানে  বেসিক থেকে   আডভান্স লেভেলের  এইচটিএমএল ,সিএসএস ও জাভাস্ক্রিপ্ট এর উপর চমৎকার টিউটোরিয়াল রয়েছে ।

5.HTML5 Rocks

এইচটিএমএল ৫ এর উপর দারুন একটা সাইট । এই সাইতে চমৎকার কিছু ব্লগ টিউন ও টিউটোরিয়াল রয়েছে ।

6.Codecademy

কোড একাডেমী বর্তমানে বহুল জনপ্রিয় একটি সাইট ।যেখানে এইচটিএমএল অ্যান্ড সিএসএস ,জাভা স্ক্রিপ্ট ,পিএইচপি ,পাইথন ,রুবি  ও জেকুয়েরি র উপর  ইন্টারেক্টিভ কোর্স রয়েছে ।

7.Khan Academy

খান একাডেমী র কথা নতুন করে  বলার কিছু নাই ।এই সাইটটি প্রতিষ্ঠা করেন বাংলাদেশি বংশদ্ভুত সালমান খান ।তিনি অনলাইনের গণিত শিক্ষাকে জনপ্রিয় করেছেন ।গুগল সহ বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠান থেকে পেয়েছেন সম্মাননা । এই সাইটে গণিত ও কম্পিউটার বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ের কোর্স রয়েছে ।

8.Stack Overflow

Stack Overflow  প্রশ্ন উত্তরের বিখ্যাত একটি সাইট যেখানে সব প্রোগ্রামিং লাঙ্গুয়েজ ও টেকনোলজির প্রশ্নের উত্তর খুজে পাওয়া যায় এবং নিজেও উত্তর দেয়া যায় ,প্রশ্ন করা যায় । প্রবলেম সলভিং এর দারুন একটা সাইট ।

9.Apple Developer

অ্যাপল ডেভেলপারদের  সাইট  এটি  ।iOS , Mac ,Safari অ্যাপস  ডেভেলপমেন্ট এর জন্য এই সাইটটিতে পর্যাপ্ত পরিমাণে রিসোর্স আছে ।

 10.Android Developer

যারা Andorid Application Develop করতে চান ,তারা Android ডেভেলপার দের এই সাইটটি থেকে টিউটোরিয়াল ,এপিআই গাইড  ,ডিজাইন গাইড সহ  সব ধরণের রিসোর্স পাবেন ।

11. Udacity

udacity-র কোর্সগুলা কম্পিউটার সায়েন্স ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য খুবই ভালো হলেও  এই সাইট এর কোর্স গুলো ফ্রি না ।তাই বলে  হতাশ হবার কোন কারন নেই ।কোর্সের  ভিডিও গুলো ফ্রি দেখা যায় ।

12. edX

edX এও coursera 'র মত বিভিন্ন বিষয়ের উপর কোর্স আছে এবং কোর্স গুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিয়ে থাকেন ।

উপরে উল্লেখিত সাইট গুলো ছাড়াও অনলাইনের বিভিন্ন বিষয়ের উপর প্রচুর টিউটোরিয়াল ও রিসোর্স পাবেন ।আর কোন সমস্যায় পড়লে বা কিছু জানতে চাইলে গুগল   কে জিজ্ঞেস করবেন কিংবা https://www.google.com.bd  এই সাইট এ  যাবেন ।কারন এই সাইটেই সব কিছু আছে ।

অনেক দিন পর লিখলাম তাই আর বেশি লিখতে পারছি না ।আপনার যদি কোন জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে ফেসবুকে নক করতে পারেন ।কষ্ট করে লেখাটা পড়ার জন্য ধন্যবাদ ।

Level 0

আমি সুলাইমান হক শিফান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hi ,This is Binary Digit , Bangladeshi citizen who loves his country & ambitious to be a dedicated information security consultant . I’m studying now B.sc honors in Mathematics but not a Mathematician .I love to play with JAVA codes but it’s difficult to spent my time with mathematical equations...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল কিছু Web Address শেয়ার করার জন্য ধন্যবাদ।

Level 0

khub valo tune…

thanx@net_frek , wc@Shihab Khan

Level 0

কাজের টিউন। অনেক ধন্যবাদ।

প্রিয়তে রেখে দিলাম । ধন্যবাদ শেয়ার করার জন্য।

@frzban & রাকিব হাসান welcome 😀