কম্পিউটারের সমস্যা সমাধানের সাহায্য চেয়ে আবেদন

বড় ভাইরা আমার কম্পুউটারের মনিটরে হটাত করে দুই পাশে কাল হয়ে যাচ্ছে যখন কন গেম খেলতে যাচ্ছি। এমনি সময়ে কন সমস্যা নাই। যেমন সাধারন সময়ে নেট ব্রাউজ করা, কম্পুউতারে গান সোনা ইতযাদি।আমি আমার সকল গেমের রেজুলেসন পাল্টেও দেখেছি তাতেও কন ফল হইনি। আজ দেখলাম যে আমার বায়ওচে ঢুকতে জেয়ে দেখলাম সেখানেরও ডিসপ্লে দুপাশে কালো। যতক্ষণ বায়ওচে থাকছি ততক্ষণ দুইপাশে কালো, বের হয়ে আসলে সব ঠিক। আমার কম্পিউটারে রেজুলেসন পাল্টেও দেখেছি কন লাভ হইনি। কি করতে পারি সমাধান দেন। আমার কম্পিউটারের কনফিগারেশনঃ

প্রসেসরঃ কোর আই ৩

র‍্যামঃ ২ গিগা

মাদাবোর্ডঃ আসুস এইচ ৬১

অপারেটিং সিস্তেমঃ উইন্ডস ৮.১

Level 0

আমি তারিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 116 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস