সি++ শিখুন বাংলায় তাও আবার ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে, সাথে প্রাকটিস করার জন্য সমস্যা ও সমাধান [পর্ব-০১] :: গুরুত্বপূর্ণ কিছু তথ্য

সি++ শিখুন বাংলায়

আজকের পর্ব থেকে শুরু হচ্ছে সি++ এর যাত্রা । প্রথমে আমরা জানবো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসার কারন কি ? আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কেন ব্যাবহার করা হয় । এর জন্য নিচের ভিডিওটি দেখুন ।

হুম প্রকৃতপক্ষে সি থেকেই সি++ আসছে । তাই সি তে যা কিছু সাপর্ট করে তা সি++ এ করবে । সি++ এর যে ফিচারটি সি++ এর মান সি এর থেকে অনেক বাড়িয়ে দিয়েছে তা হল ও ও পি (OOP) মানে অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং । এই OOP কি তা জানতে নিচের ভিডিওটি দেখুন ।

এবার আসি  কম্পাইলার নিয়ে । আমাদের সবার একটি পছন্দের কম্পাইলার হল কোডব্লকস । হে হে তাই তো । কিন্তু বাস্তব কথা হল কোডব্লকস কোন কম্পাইলার না । IDE ( Integrated Development Environment  ) । IDE সম্পর্কে ভালো করে জানতে হলে নিচের ভিডিওটি দেখুন । এটি সি এর ভিডিও তৈরি করার সময় তৈরি করেছিলাম । এখানে কোডব্লকস সেটআপ দেওয়ার পাশাপাশি IDE কি তা বোঝানর চেস্টা করেছি ।

এখন দেখুন কোডব্লকস যখন কম্পাইলার না তাহলে কোডব্লকস ছারাই আমরা যে কোন প্রোগ্রাম রান করতে পারব । হে আমাদের কাছে যদি কম্পাইলার থাকে তবে আমরা নোটপ্যাড এ কোড লিখে রান করতে পারি । বিশ্বাস না হলে নিচের ভিডিওটি দেখুন ।

এই গেলো সাধারন কথাবার্তা । পরবর্তি পর্বে আমরা সি++ এর কোড করা শুরু করব ।

আমি ধরে নিয়েছি যে আপনারা সি++ শিখার আগে সি ভালো করে শিখে এসেছেন । যদি তা না করেন তবে আগে সি করেন । কারন আমি এখানে সি এর কোন অংশ আলোচনা করব না মানে লুপ, এরে, ফাংশন ইত্যাদি । সি এর অনেক রিসর্স আছে অনলাইনে । সি এর উপর আমার ১২৫ টি বাংলা টিউটোরিয়াল আছে । আপনারা দেখতে পারেন । আশাকরি উপকারে আসবে ।

আজকের সমস্যাঃ

১।  Compiler, Interpreter ও IDE কি?

আমি মোঃ শরীফ চৌধুরী । এখন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , দিনাজপুর এ সিএসই তে পড়াশুনা করতেছি । সি++ এর আগে আমি সি নিয়ে কাজ করেছি । আমার একটি ছোট সাইট আছে আপনারা দেখতে পারেন । http://www.techsharif.com/

Level 0

আমি Sharif Chowdhury। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোঃ শরীফ চৌধুরী , দিনাজপুর জিলা স্কুল থেকে এস এস সি এবং দিনাজপুর সরকারী কলেজ থেকে এইচ এস সি পাস করছি । এখন আমি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , দিনাজপুর এ বি এস সি ইন সি এস ই তে পড়াশুনা করছি । Email : [email protected] (facebook)...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Ami C programming er function, pointer, Simple file handling porjonto jani…. Ami C er graphics and Windows.h er programme gulo sikhte chaichilam.. Apnar Website er tutorial a Ki graphics and Windows.h er programme er tutorial paoa jabe??… Jodi paoa jay, tobe ta tao kato number tutorial theke start hoye6e??.. Pls rply soon.. 🙂

    @Pranbir: না আমি এখানে গ্রাফিক্স এর কিছু বর্ননা করি নাই ।

      Level 0

      @Sharif Chowdhury: Windows.h ??

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন। ধন্যবাদ আপনাকে।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!