প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে অন্যতম সেরা একটি ল্যাঙ্গুয়েজ হল সি++ । এটি এক ধরনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ । অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি আমরা সে সম্পর্কে টিউটোরিয়ালে জানবো ।
১৯৮০ সালে বিয়ার্নে স্ট্রোভ্স্ট্রুপ এটিএন্ডটি বেল ল্যাবোরাটারিতে (AT&T Bell Laboratary) এটি ডেভেলপ করেন। মূলত সিমুলা৬৭ এবং সি এ দুটো একসঙ্গে করে তৈরী করা হয়েছে এটি ।
সফটওয়্যার শিল্পে এটি বহুল ব্যবহৃত হয়।যেমন- সিস্টেম সফটয়্যার,অ্যাপ্লিকেশন সফটওয়্যার,ডিভাইস ড্রাইভার,এম্বেডেড সফটওয়্যার,উচ্চ মানের সার্ভার ও ক্লাইন্ট অ্যাপ্লিকেশন,বিনোদন সফটওয়্যার যেমন- ভিডিও গেম ইত্যাদি ক্ষেত্রে সি++ ব্যবহৃত হচ্ছে। সি++ পরবর্তী সময়ে বিভিন্ন প্রোগ্রামিং ভাষাকে প্রভাবিত করেছে যার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হচ্ছে জাভা।
এখানে আমি সি++ এর বিভিন্ন টপিকের উপর ধারাবাহিক টিউটরিয়াল দিবো । যেহেতু প্রোগ্রামিং শিখতে হলে প্রাকটিস করার কোন বিকল্প নেই তাই প্রত্যেক টিউটোরিয়াল শেষে আমি অনুশীলন করার জন্য কিছু সমস্যা দিবো । আপনারা যা সমাধান করবেন বা সমাধান করার চেস্টা করবেন । পরের টিউটোরিয়ালে আমি আপনাদের সেই সমস্যার সমাধান দিবো । আপনারা যারা পারবেন না তারা দেখে নিবেন আর যারা পারবেন তারা মিলায় নিবেন ।
যদি positive feedback পাই তবে পুরো সি++ এর উপর এরকম টিউন করার ইছা আছে ।
আমি মোঃ শরীফ চৌধুরী । এখন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , দিনাজপুর এ সিএসই তে পড়াশুনা করতেছি । সি++ এর আগে আমি সি নিয়ে কাজ করেছি । আমার একটি ছোট সাইট আছে আপনারা দেখতে পারেন । http://www.techsharif.com/
আমি Sharif Chowdhury। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোঃ শরীফ চৌধুরী , দিনাজপুর জিলা স্কুল থেকে এস এস সি এবং দিনাজপুর সরকারী কলেজ থেকে এইচ এস সি পাস করছি । এখন আমি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , দিনাজপুর এ বি এস সি ইন সি এস ই তে পড়াশুনা করছি । Email : [email protected] (facebook)...
vai apni to tutorials sell korben free to r diben na so ………….