এটা কি করা যায়? LIVE! বিডি ইংলিশ টকিং গ্রুপ পালটক/স্কাইপ/জি-টক বা অন্য কিছুতে

আমি গ্রুপটি খুলে শুরু করতে পারতাম। কিন্তু আমার মনে হয় এই গ্রুপে এক্সপার্ট কারো খোলা উচিত। আমি স্পোকেন ইংলিশ/আইইএলটিএস বিষয়ে সার্চ করে অনেক আর্টিকেল পেয়েছি যারা ফ্রি টিউটোরিয়াল লিখছেন, কষ্ট করে বই লিখে শেয়ার করছেন বা ফেসবুকের মাধ্যমে ফ্রি টিউটোরিয়াল দিচ্ছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু ভাই কয়জন বই ডাউনলোড করে পড়ে পড়ে শিখতে পারে। আমার মতো কিছু ইংরেজীতে কম জানা লোক আছে যারা বই সারা জীবন পড়েছে কিন্তু মুখ দিয়ে কিছু বলতে পারে নাই। মাত্র ১ ঘন্টা করে সপ্তাহে ১ দিন বা দুই দিন সময় দিয়ে কাজটি সহজে করা সম্ভব। পুরো আর্টিকেল পরার অনুরোধ রইলো।

বইতে কি থাকে? বিভিন্ন গ্রামার রুল। ট্রেনিং সেন্টারে কিছু টিচার বলেন গ্রামার রুল/টেনস শিখে ইংরেজী কথা বলা শিখতে হবে। আবার কেউ কেউ বলে টেনস/গ্রামার রুল শিখে ইংরেজীতে কথা বলার আর হবে না। ইংরেজীতে কথা বলতে হলে সহজ ভাষায় কথা বলুন, গ্রামার রুল ধরার দরকার নাই। আপনি কথা বলার সময়, সময়ই পাবেন কম। কখন কোন টেনস ইউজ করবেন তা কথা বলার সময় খুজে বেরাবেন নাকি? আমি তাই করি, তাই ইংরেজী তে কথা বলতে পারি না।

আমার আইডিয়াটি বলি। হয়তো কেউ ইতোমধ্যে খুলে ফেলেছেন কিন্তু আমার জানা নাই। যাই হোক আইডিয়াটি হচ্ছে, এক বা একাধিক গ্রুপ হতে পারে। পালটক/ কাইপে/ জিটক বা যেকোনো মেসেঞ্জারের মাধ্যমে। এটা টেকটিউনস এর কারো উদ্যোগ হতে পারে।

ধরুনঃ

গ্রুপের নামঃ BD Spoken Group > এটা গ্রুপ বা কোনো ইউজার হতে পারে বা অন্য কোনো নাম এ।

গ্রুপের কাজঃ যারা স্পোকেন ইংরেজী শিখতে চাচ্ছেন বা স্পোকেন করার প্র্যাক্টিস করতে চাচ্ছেন এটি হবে তাই। এই গ্রুপে মেম্বাররা ভয়েস চ্যাট এর মাধ্যমে বিষয় গুলো প্র্যাক্টিস করতে পারে। ধারাবাহিক লেসন এর দরকার নেই। কোনো একজন লেখক/লেকচারার/গ্রুপ ইউজার কোনো একটি আইডিয়া শেয়ার করবেন কিভাবে কি বলতে হয়। তারপর তা গ্রুপের সবাই একবার করে বলবেন বা যার দূর্বলতা বেশি সে বলবে।  ১ম দিন সবার পরিচয় তুলে ধরবে (পরিচয় বলতে সমস্যা হলে) শুধু নাম বলবে। ২য় দিন কি করেন বা আজ কি করেছেন তার কিছু কথা ইংরেজীতে বলবেন... এই রকম আলোচনা। বিশেষ করে ইংরেজীতে আড্ডা দেয়াটাই আমাদের মূল লক্ষ্য  হতে পারে।

মূল কাজঃ আমি জানি ইংরেজীতে সবাই আমার মতো নিরক্ষর না। কেউ না কেউ একটু বেশি জানেন। সো, গ্রুপ এর অন্য মেম্বারদের কাজ হবে গ্রুপের কোনো বক্তা কিছু ভুল বললে তা শুধরে দেয়া।  আবার ইংরেজীতে কথা বলার বিভিন্ন টিপসও দিতে পারেন। আড্ডা দিতে পারেন। আলোচনা করতে পারেন।

***গ্রুরুত্বপূর্ণ বিষয়ঃ অনেকেই ভাবতে পারেন, এটা করার সময় কই। ভাই সময় লাগবে না। প্রতিদিন না পারেন, ১ দিন পরপর করেন বা সপ্তাহে দুই দিন বা সপ্তাহে ১ দিন করেন। সময়টা হতে হবে রাতে।  ৮ টা থেকে ১২ টার মধ্যে বা সুবিধা মতো ১ ঘন্টা/২ঘন্টা এরুপ।

ফিঃ ভাই বই লেখা কত কঠিন কাজ তা লেখকরা জানেন। আমিও জানি। এতো কষ্ট করে বই লিখে শেয়ার করতে পারেন, এতো বই পড়তে পারেন ইংরেজী শেখার জন্য। তাহলে ফ্রি তে একটা আলোচনা করার গ্রুপ তৈরি করতে পারবেন না??? আমি জানি পারবেন। শুধু ইচ্ছে থাকলেই হলো।

প্রশ্নঃ এই ধরনের ফ্রি ইংরেজী লার্নিং গ্রুপ বা ফ্রি ইংরেজী আড্ডা গ্রুপ খুলতে কেউ রাজী আছেন? একবার চালু করেন দেখবেন আপনি কখনও না থাকলেও সমস্যা নেই, গ্রুপ চলবে। আর কোনো না কোনো সময় আপনার তৈরি করা গ্রুপ থেকে আমার মতো কিছু ব্যক্তি ইংরেজী শিখতে বা ইংরেজীতে বলা শিখতে পারবেন। কি রাজী আছেন? আসুন সপ্তাহে একদিন/দুইদিন আড্ডার মাধ্যমে ইংরেজীতে কথা বলি...

Level 0

আমি likhon3k। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি আপনার সাথে একমত !!! আমি এই ধরণের কিছু চিন্তা করছিলাম অনেক আগে থেকেই। এমনকি কয়েকটি অনলাইন ইংলিশ কনভার্সেশন ওয়েব সাইটে ঢুকলাম। তবে আমার মনে হচ্ছে, এই ধরনের অনেক ওয়েব সাইট পাবেন, যেখানে আপনার স্কাইপি আইডি দিয়ে এড রিকুয়েস্ট পাঠাতে বলবেন। অবশ্যই ঐ ওয়েব সাইটে আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে।

যাই হোক আপনি একটা ফেসবুক গ্রুপ খুলে পেলতে পারেন। যেখানে ইংরেজী শিখতে ইচ্ছুকরা তাদের স্কাইপি বা অন্যান্য আইডি শেয়ার করে এড করতে বলবে। অথবা, আমি ও খুলতে পারি, যদি আপনি না খোলেন। আমার ফেসবুক আইডিঃ fb.com/mohammad.abdurrahim94 এবং স্কাইপ আইডিঃ marahim941

ধন্যবাদ !!!

    Level 0

    @marahim: ধন্যবাদ। আমি খুলতে পারতাম। কিন্তু আমি চাচ্ছি এমন কাউকে যিনি ইংরেজীতে ভালো। তাহলে উনার আইডিয়া শেয়ার করার ইচ্ছে টাও বাড়বে এবং অন্য দের ইংরেজী তে কথা বলাটাও হবে। আমি খুললে হয়তো অনেকে যাবে না। কিন্তু টেকটিউনস এর জনপ্রিয় লেখকরা তৈরি করতে পারেন। তবে একাধিক গ্রুপ একই নামে না খোলার জন্য আহবান করছি।

      Level 0

      @likhon3k: i am an English teacher. I want to help the group for speaking. add me on skype: ashrafpabna7

      paltalk room : Bangladesh Freelancer Community

আপনার পরামর্শ তে আমি একমত । আমাদের টেকটিউনস ই যদি এ রকম একটি সাইট খুলতো তাহলে অনেক ভাল হতো।

    Level 0

    @Rihdoy Islam: ধন্যবাদ। সাইট খুলে কাজ হবে না। লাইভ মেসেঞ্জার/ গ্রুপ মেসেঞ্জার লাগবে।

    গ্রুপ এর রুলস হবে কেউ ইংরেজী ভুল বললে হাসাহাসি করা যাবে না। কারন ইংরেজীতে যারা কথা বলতে পারেন না, এটি তাদের জন্য।

    এক্সপার্ট কারো সাহায্য প্রয়োজন।

এই সাইটের সাথে আরো ভাল হবে। যেকোনো বেক্তি কনো রেজিঃ ছাড়াই , ফেসবুক কিংবা গুগল দিয়ে সাইন ইন করে। মুক্ত ভাবে স্পকেন শিখতে পারে………।।

    Level 0

    @Rihdoy Islam: টাইপ করে, বা পড়ে পড়ে ইংরেজী শেখার অনেক মাধ্যম রয়েছে। আমি চাচ্ছি লাইভ ট্রেনিং বা লাইভ গসিপিং। মাত্র ১ ঘন্টা করে সপ্তাহে এক/দুই দিন।

Level 0

স্পোকেন গ্রুপটি তে কোনো এক্সপার্ট না থাকলেও সমস্যা নেই। টেনস না জানলেও সমস্যা নেই। ভাঙ্গা ভাঙ্গা ইংরেজী শব্দ দিয়ে ফ্লুয়েন্সি আনা যেতে পারে। মুখ দিয়ে বলা যেতে পারে। আই গো। আই ওয়ান্ট গো। আই অকে। জানি এখানে ভুল বলেছি, তাও মুখ দিয়ে ভুলই বের হোক। এর পর কিভাবে সঠিক করে বলতে হবে, এটা কোনো না কোনো এক্সপার্ট স্পিকার ই বলে দিবেন আসা করি।

Darun aidia ……. tbe live katha bolte hobe jekono madhme like gtalk, skype etc

    Level 0

    @jontraganak: হা। জিটক/পালটক/স্কাইপ হতে পারে। বেশি না ৫ জন রিগুলার (উইক্লি) ইউজার হলেই গ্রুপটা জটিল চলবে। আর সময় গেলে অনেকেই আসবে।

ভাল কাজ শুরু করা হোক

    Level 0

    @navid.rashik: ধন্যবাদ। কাজটা শুরু করবে কে?

Level 0

মুই আপনাগো লগে যুক্ত হতে চাই, আমার ও ইচ্ছা কথা বলমু ইংরেজীতে 😀

    Level 0

    @Raihan: ধন্যবাদ। আমিও শিখবার চাই।

Level 0

একজন ভুক্তভুগী হিসেবে মনেকরি, প্রাথমিক ভাবে ভুল-শুদ্ধ যাই হোক না কেন ইংরেজীতেই কথা বলা/আড্ডা দেয়া শুরু করলে লাভবান হওয়া সম্ভব। গ্রুপটি পরিচালনার দ্বায়িত্বে যিনি থাকবেন তিনিই ভুলগুলোকে শুদ্ধ করে দিতে পারবেন বা গ্রুপের অভিজ্ঞ যেকেউই সাহায্য করতে পারেন। প্রস্তাবনাটি বাস্তবায়নের জন্য অবশ্যই কোন না কোন সুহৃদয়বান অভিজ্ঞ ব্যক্তি এগিয়ে এসে আমার মত অনেকের ইংরেজী বলার আকাঙ্খা পুরনে সহযোগীতা করবেন, সে আশায় অপেক্ষায় রলাম।

    Level 0

    @A.Mannan: ভাই কেউ ভুল শুধরে দিবে এই চিন্তা করলে শুরু করা হবে না। ভুল ই বলা শুরু করেন। মুখ থেকে ইংলিশ বের করাই শিখতে হবে।

    যেমনঃ হোয়াটস ইউর নেম? আই অ্যাম লিখন বলতে না পারলেও শুধু লিখন বলে শুরু করা যেতে পারে। একই কোয়েশ্চেনটি প্রশ্নদাতা কে করা যেতে পারে। যদি সে উত্তর দেয় আই অ্যাম রবিন। তাহলে বুঝতে হবে সে উত্তরটি কিভাবে দিয়েছে। আর এই পুরো কাজ গুলো হতে হবে অনলাইনে বা লাইভের মাধ্যমে। নট চ্যাট অর নট ফেসবুক।

    Level 0

    @A.Mannan: ধন্যবাদ জানাই আমার সামান্য মতামতের উপর মন্তব্য দেয়ার জন্য। অনেকের মত আমিও লাইভ ভয়েস চ্যাটের দলে তা যেকোন সুবিধা জনক মাধ্যমে হতে পারে। দ্রুতই শুরু হবে আশা করি।

      Level 0

      @A.Mannan: paltalk এ ইংলিশ গ্রুপ খুলতে পারেন। গ্রুপটি হবে ব্লক গ্রুপ। যে কেউ ঢুকতে পারবে না। এখানে যারা পালটক এ ইউজার একাউন্ট খুলে এখানে জানাবে তাদের যুক্ত করা হবে।

      পালটক এ ভয়েস চ্যাট রুম তৈরি করা সহজ অনেক। স্কাইপে এটা করা যায় কিনা জানি না। গ্রুপ এর নিয়ম খুব সম্ভবত গ্রুপে ইনভাইট করে আনতে হয়। ইয়াহু গ্রুপও হতে পারে। তবে কন্ডিশন ব্লক রুম না হলে, আউল ফাউল কিছু পাবলিক এসে ডিস্টার্ব করবে।

Level 0

vi ami o apnader sathe achhi , ami valovabe English pari na b8 olpo olpo pari ami regular user hobo 11 ta theke 1 ta porjonto , my Skype id is “snsany” , r vi ai grup kobe khulbe ar amra janbo ki vabe , amar email a janai diyen emil id ochhe= “[email protected]
fb id is=”sany da”

    Level 0

    @sanyda: ধন্যবাদ। টেকটিউনস এ এটি এনাউন্স করা যেতে পারে।

খুব ভালো উদ্যোগ।

    Level 0

    @নূর মোহাম্মদ: ধন্যবাদ।

Level 0

ওকে !!! আপনারা যদি চান তাইলে গ্রুপটা আমি খুলতে পারি এবং এটা নিয়ে টিউন ও করব ! কি বলেন ?

আমার নিজের সম্পর্কে বলি, আমি টেকটিউন্সে খুব কম সময়ের জন্য আসি এবং ইমপরটেন্ট টপিক দেখেই চলে যাই !!! তবে আমাকে দিনের বিভিন্ন সময় ফেসবুকে পাবেন । আমি ২০১২ তে HSC পাশ করি এবং বর্তমানে চট্রগ্রামের IIUC তে ভর্তির পরিকল্পনা চলছে (ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি বাতিল করে)। অনলাইনে আছি ২০১০ থেকে !!! এই… … :-p

    Level 0

    @marahim: ভালো। শুরু করুন। এখানে কিছু রুল তৈরি করতে হবে। কেউ এখানে টাইম পাস করতে পারবে না। যে গ্রুপে সদস্য হবে তাকে কথা বলতেই হবে। দরকার হলে একাধিক সাবগ্রুপ তৈরি করা যেতে পারে।

আমি আছি আপনাদের সাথে। আমার স্কাইপি আইডি (aariful101).

    Level 0

    @Md.Ariful Islam: ধন্যবাদ। আমরা খুব অল্প সময়ের মধ্যে এমন একটি গ্রুপ বা চ্যাট গ্রুপ খুলবো।

ধন্যবাদ লিখন ভাই। অপেক্ষায় থাকলাম।

    Level 0

    @Md.Ariful Islam: ধন্যবাদ।

ami thakb active user……..everyday one time gupta keu khule felun google talk holei bhal bcz gmail sbar ache ar eta slow connectin eo kaj kore.

    Level 0

    @jontraganak: জি-টক এ গ্রুপ এ ইনভাইট করে করতে হয়। চ্যাট গ্রুপ বা ভয়েস চ্যাট রুম খোলা সম্ভব না। ইয়াহু/পালটকে এটা করা যায়।

Great idea. Once I was active in Paltalk and it helped me a lot. I’ll be abailable everyday at least once. Waiting for you guys.

    Level 0

    @lone_rider15: থ্যাংক ইউ।

Level 0

Absolutely great idea, go ahead………

    Level 0

    @masaba: থ্যাংক ইউ।

Level 0

Onek valo uddeg….Amio attend korte chay…And ta obossoi sikhar jonno…English spoken a fluency anar jonno.. Amar skype ID : sufal_cse .. Group ki kew create koreche skype a? plz share korben.. ami already snsany, aariful101, marahim941, ashrafpabna7 k skype a knock korechi..

    Level 0

    আম ব্যাক। আমি খুলতে চাচ্ছি এই গ্রুপটি।

ami anamul haq

ami apnader sathe asi

amar mail id [email protected]
skyep id anamulhaq01
facebook id anamulhaq01
twitter id anamulhaq01