আমি গ্রুপটি খুলে শুরু করতে পারতাম। কিন্তু আমার মনে হয় এই গ্রুপে এক্সপার্ট কারো খোলা উচিত। আমি স্পোকেন ইংলিশ/আইইএলটিএস বিষয়ে সার্চ করে অনেক আর্টিকেল পেয়েছি যারা ফ্রি টিউটোরিয়াল লিখছেন, কষ্ট করে বই লিখে শেয়ার করছেন বা ফেসবুকের মাধ্যমে ফ্রি টিউটোরিয়াল দিচ্ছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু ভাই কয়জন বই ডাউনলোড করে পড়ে পড়ে শিখতে পারে। আমার মতো কিছু ইংরেজীতে কম জানা লোক আছে যারা বই সারা জীবন পড়েছে কিন্তু মুখ দিয়ে কিছু বলতে পারে নাই। মাত্র ১ ঘন্টা করে সপ্তাহে ১ দিন বা দুই দিন সময় দিয়ে কাজটি সহজে করা সম্ভব। পুরো আর্টিকেল পরার অনুরোধ রইলো।
বইতে কি থাকে? বিভিন্ন গ্রামার রুল। ট্রেনিং সেন্টারে কিছু টিচার বলেন গ্রামার রুল/টেনস শিখে ইংরেজী কথা বলা শিখতে হবে। আবার কেউ কেউ বলে টেনস/গ্রামার রুল শিখে ইংরেজীতে কথা বলার আর হবে না। ইংরেজীতে কথা বলতে হলে সহজ ভাষায় কথা বলুন, গ্রামার রুল ধরার দরকার নাই। আপনি কথা বলার সময়, সময়ই পাবেন কম। কখন কোন টেনস ইউজ করবেন তা কথা বলার সময় খুজে বেরাবেন নাকি? আমি তাই করি, তাই ইংরেজী তে কথা বলতে পারি না।
আমার আইডিয়াটি বলি। হয়তো কেউ ইতোমধ্যে খুলে ফেলেছেন কিন্তু আমার জানা নাই। যাই হোক আইডিয়াটি হচ্ছে, এক বা একাধিক গ্রুপ হতে পারে। পালটক/ কাইপে/ জিটক বা যেকোনো মেসেঞ্জারের মাধ্যমে। এটা টেকটিউনস এর কারো উদ্যোগ হতে পারে।
গ্রুপের নামঃ BD Spoken Group > এটা গ্রুপ বা কোনো ইউজার হতে পারে বা অন্য কোনো নাম এ।
গ্রুপের কাজঃ যারা স্পোকেন ইংরেজী শিখতে চাচ্ছেন বা স্পোকেন করার প্র্যাক্টিস করতে চাচ্ছেন এটি হবে তাই। এই গ্রুপে মেম্বাররা ভয়েস চ্যাট এর মাধ্যমে বিষয় গুলো প্র্যাক্টিস করতে পারে। ধারাবাহিক লেসন এর দরকার নেই। কোনো একজন লেখক/লেকচারার/গ্রুপ ইউজার কোনো একটি আইডিয়া শেয়ার করবেন কিভাবে কি বলতে হয়। তারপর তা গ্রুপের সবাই একবার করে বলবেন বা যার দূর্বলতা বেশি সে বলবে। ১ম দিন সবার পরিচয় তুলে ধরবে (পরিচয় বলতে সমস্যা হলে) শুধু নাম বলবে। ২য় দিন কি করেন বা আজ কি করেছেন তার কিছু কথা ইংরেজীতে বলবেন... এই রকম আলোচনা। বিশেষ করে ইংরেজীতে আড্ডা দেয়াটাই আমাদের মূল লক্ষ্য হতে পারে।
মূল কাজঃ আমি জানি ইংরেজীতে সবাই আমার মতো নিরক্ষর না। কেউ না কেউ একটু বেশি জানেন। সো, গ্রুপ এর অন্য মেম্বারদের কাজ হবে গ্রুপের কোনো বক্তা কিছু ভুল বললে তা শুধরে দেয়া। আবার ইংরেজীতে কথা বলার বিভিন্ন টিপসও দিতে পারেন। আড্ডা দিতে পারেন। আলোচনা করতে পারেন।
***গ্রুরুত্বপূর্ণ বিষয়ঃ অনেকেই ভাবতে পারেন, এটা করার সময় কই। ভাই সময় লাগবে না। প্রতিদিন না পারেন, ১ দিন পরপর করেন বা সপ্তাহে দুই দিন বা সপ্তাহে ১ দিন করেন। সময়টা হতে হবে রাতে। ৮ টা থেকে ১২ টার মধ্যে বা সুবিধা মতো ১ ঘন্টা/২ঘন্টা এরুপ।
ফিঃ ভাই বই লেখা কত কঠিন কাজ তা লেখকরা জানেন। আমিও জানি। এতো কষ্ট করে বই লিখে শেয়ার করতে পারেন, এতো বই পড়তে পারেন ইংরেজী শেখার জন্য। তাহলে ফ্রি তে একটা আলোচনা করার গ্রুপ তৈরি করতে পারবেন না??? আমি জানি পারবেন। শুধু ইচ্ছে থাকলেই হলো।
প্রশ্নঃ এই ধরনের ফ্রি ইংরেজী লার্নিং গ্রুপ বা ফ্রি ইংরেজী আড্ডা গ্রুপ খুলতে কেউ রাজী আছেন? একবার চালু করেন দেখবেন আপনি কখনও না থাকলেও সমস্যা নেই, গ্রুপ চলবে। আর কোনো না কোনো সময় আপনার তৈরি করা গ্রুপ থেকে আমার মতো কিছু ব্যক্তি ইংরেজী শিখতে বা ইংরেজীতে বলা শিখতে পারবেন। কি রাজী আছেন? আসুন সপ্তাহে একদিন/দুইদিন আড্ডার মাধ্যমে ইংরেজীতে কথা বলি...
আমি likhon3k। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনার সাথে একমত !!! আমি এই ধরণের কিছু চিন্তা করছিলাম অনেক আগে থেকেই। এমনকি কয়েকটি অনলাইন ইংলিশ কনভার্সেশন ওয়েব সাইটে ঢুকলাম। তবে আমার মনে হচ্ছে, এই ধরনের অনেক ওয়েব সাইট পাবেন, যেখানে আপনার স্কাইপি আইডি দিয়ে এড রিকুয়েস্ট পাঠাতে বলবেন। অবশ্যই ঐ ওয়েব সাইটে আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে।
যাই হোক আপনি একটা ফেসবুক গ্রুপ খুলে পেলতে পারেন। যেখানে ইংরেজী শিখতে ইচ্ছুকরা তাদের স্কাইপি বা অন্যান্য আইডি শেয়ার করে এড করতে বলবে। অথবা, আমি ও খুলতে পারি, যদি আপনি না খোলেন। আমার ফেসবুক আইডিঃ fb.com/mohammad.abdurrahim94 এবং স্কাইপ আইডিঃ marahim941
ধন্যবাদ !!!