বর্ণ সিএমএস [পর্ব-০৬] :: বেসিক থিম ডেভলপমেন্ট

বর্ণ একটি কন্টেন্ট ম্যানেজম্যান্ট সিষ্টেম। যারা এখনও বর্ণ সিএমএস ডাউনলোড করেন নি তার এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আগের টিউনগুলোতে এবং ফেসবুকে মেসেজে অনেক বর্ণ সিএমএসের থিম ডেভলপমেন্ট সম্পর্কে জানতে চেয়েছে। তাই এই টিউনটি লেখা।

থিম ডেভলপমেন্টের জন্য নুন্যতম কিকি জানা দরকার ?

  • বেসিক পি এইচ পি
  • এইচটিএমএল
  • সিএসএস

বর্ণ সিএমএসের থিম কোন ডিরেক্টরীতে থাকে ?

বর্ণ সিএমএসের থিম include/theme ডিরেক্টরীতে থাকে।

থিম কিভাবে সেটাপ দিব বা ম্যানেজ করব ?

এডমিন প্যানেলের other  মেনু থেকে ‍খুব সহজে থিম সেটাপ বা ম্যানেজ করতে পারেন। থিম তৈরী করার জন্য include/theme/ ডিরেক্টরীতে  একটি নতুন ফোল্ডার খুলতে হবে। থিমের ফোল্ডারে অবশ্যই নিচের কয়েকটি ফাইল থাকতে হবে

  • index.php (মুল পাতা)
  • 404.php (404 এররগুলো এই পেজে আসবে)
  • style.css (সিএসএস)
  • single.php (কন্টেন্ট পেজ)
  • doc.php (ডকমেন্ট  পেজ)

তবে আরে কয়েকটি ফাইল রাখা যেতে পারে যা যেগুলোতে অন্যান্য কন্টেন্ট শো করবে

  • category.php (ক্যাটাগরী শো করবে)
  • profile.php (প্রফাইল শো করবে)
  • search.php (সার্চ পেজ)
  • functions.php (ইচ্ছেমত ফাংশন রাখতে পারেন।)

এবং ডেভলপ এর সুবিধার্থে sidebar.php , header.php , footer.php রাখা যেতে পারে।

এখন প্রয়োজনীয় ফাইলগুলো খোলার পর দেখা যাবে সবগুলো ব্লান্ক। এখন থিমের style.css পেজে নিচের কোডটি  এড করুন

/*
*  Theme Name:  name of the theme
*  Detail: give a short bio
*  Author: your name
*/ 

এখন  ব্রাউজারে এডমিন প্যানেলের other মেনু হতে থিমে গেলে নতুন থিমটি দেখা যাবে। থিমটি এক্টিভ করুন।

অবশ্যই  -

  • <head></head> ট্যাগের মধ্যে <?php header_view()  ;  ?> এবং
  • ফুটারে <?php footer_view() ; ?> বসাতে হবে।

বেসিক কিছু -

  • index.php তে লাগে এমন কিছু কোডের সাম্পল : code
  • header তে  $title ভারিয়েবল সবসময় টাইটেল শো করে
  • doc.php তে লাগতে পারে : code
  • single.phpতে লাগতে পারে : code

এখন ফাংশন রেফারেন্স দেখে   থিম ডেভলপমেন্ট শুরু করুন। পরের টিউনে  আরো বিস্তারিত নিয়ে আসব।মন্তব্য জানাতে ভুলবেন না কিন্তু। ধণ্যবাদ।

অফিসিয়াল ফেসবুক পেজ : গ্রুপ

Level 2

আমি অ অ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

+


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন। ধন্যবাদ আপনাকে।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!