হাতে কলমে উবুন্ট সার্ভার শিখুন [পর্ব-০১] :: বাংলায় ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল

এই ধারাবাহিক টিউটোরিয়াল সিরিজে আপনারা শিখবেন উবুন্টু সার্ভার কিভাবে ব্যাবহার করতে হয়। এই টিউটোরিয়াল সিরিজ বিগিনার লেবেল থেকে শুরু করে প্রফেশনালদের পর্যন্ত প্রযোজ্য। টিউটোরিয়ালটিতে আপনার ভিডিওর মাধ্যমে উবুন্টু সার্ভার এর ব্যাবহার শিখতে পারবেন। এই টিউটোরিয়ালে এ আপনাদেরকে ৭ ধরনের সার্ভার সিষ্টেম ইনষ্টল, কনফিগার এবং রক্ষনাবেক্ষন করার পদ্ধতি শেখানো হবে।

৭ টি সার্ভার সিষ্টেম হচ্ছেঃ

  •  রিমোট সার্ভার (OpenSSH সার্ভার)
  •  ওয়েব সার্ভার (LAMP সার্ভার)
  •  ডোমেইন নেম সার্ভার (DNS সার্ভার)
  •  ই-মেইল সার্ভার (mail সার্ভার)
  •  এফটিপি সার্ভার (FTP সার্ভার)
  •  ফাইল সার্ভার (samba সার্ভার)
  •  প্রিন্ট সার্ভার (Print সার্ভার)

কিছু বিশেষ সফ্টওয়্যার

এছাড়াও বেশ কিছু বিশেষ সফ্টওয়্যার এর ব্যাবহার ও ইনষ্টল পদ্ধতিও শেখানো হবে , যেমনঃ ওয়েবমিন (WebMin) ইত্যাদি।

সরাসরি ভিডিও টিউটোরিয়াল দেখুনঃ 🙂

এই সিরিজ টিউটোরিয়াল এ সবার সাথে আমি পরিচিত হবার জন্য একটি ভিডিও তৈরি করেছি তা নিম্নে দেয়া হল। এবং বর্তমান পর্যন্ত মোট দুটি ভিডিও আপলোড করা হয়েছে, প্রথমটি হচ্ছে পরিচয় পর্ব এবং দ্বিতীয় টি হচ্ছে প্রয়োজনীয় সফ্টওয়্যার ডাইনলোড করন । এবং খুব (শীঘ্রই) তাড়াতাড়িই আমরা , আমাদের নতুন টিটোরিয়াল ক্লাস “লিনাক্স এবং উবুন্টু কি” এ শিরোনামে একটি টিউটোরিয়াল ক্লাস আপলোড করব। যা এই প্লেলিষ্ট এ তৃতীয় ভিডিও হিসেবে দেখা যাবে। তাহলে বর্তমানে আপলোডকৃত ভিডিও দুটি দেখে নিন নিচে থেকে 🙂 ।

উপরের এই ইউটিউব ভিডিও প্লেলিষ্ট এ-ই আমাদের সবগুলো টিটোরিয়াল ক্রমিক অনুসারে দেওয়া হবে। অর্থাৎ সর্বশেষ টিটোরিয়াল (সব থেকে নতুন ক্লাস) এর ক্লাস থাকবে লিষ্টের সবার শেষে। আর সেজন্যই আমি অনুরোধ করব আমাদের টিটোরিয়াল ক্লাসগুলো নিয়মিত দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল Rubel The Computer Guy এ আপনি সাব্সক্রাইব করে রাখবেন এবং এই প্লেলিষ্টটি লাইক দিয়ে রাখবেন। এছাড়াও আমাদের ফেসবুক Rubel The Computer Guy পেজ এ আপনি লাইক এবং ফলো দিয়ে রাখবেন। এতে করে আপনি আমাদের টিটোরিয়াল প্রকাশিত হওয়ার পর নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও এই ব্লগ তো আছেই, এখানেও আমাদের নতুন টিউটোরিয়াল আপলোড করা মাত্রই টিউন দিয়ে দেওয়া হবে।

কিভাবে প্রশ্ন জিজ্ঞাসা করবেনঃ

আপনি যদি এই টিউটোরিয়াল ক্লাসে আপনার প্রশ্ন করতে চান তাহলে আপনাকে আপনার নাম, মোবাইল নম্বর এবং ইমেইল সহ আপনার প্রশ্ন বাংলায় লিখে (rubelthecomputerguy [@] gmail.com) এই ঠিকানায় পাঠাতে হবে। তবে অঅপনাকে মনে রাখতে প্রশ্ন অবশ্যই প্রসাঙ্গিক হতে হবে। অর্থাৎ আপনার প্রশ্ন উবুন্টু সার্ভার সমন্ধে হতে হবে। এবং আপনি যখন ইমেইল এ প্রশ্ন পাঠাবেন তখন বিষয় (Subject) হিসেবে ভিডিওর নাম এবং ক্লাস সংখ্যা লিখবেন। অর্থাৎ আপনি যে টিউটোরিয়াল ক্লাস এর সমন্ধে প্রশ্ন করতে চান সেই ক্লাস এর ইউটিউব এ দেওয়া নাম লিখবেন এবং বিষয় এর প্রথমে বড় অেক্ষরে লিখবেন (QUESTION:) । আর আমি অনুরোধ করব আপনাদেরকে, প্রশ্ন করার জন্য, আপনার যদি প্রশ্ন না করেন, তাহলে আমি বুঝতে পারবনা আপনাদের কোন বিষয় বুঝতে সমস্যা হচ্ছে কিনা। এবং আপনার করা প্রশ্নের উত্তর সামনের ভিডিও টিউটোরিয়াল দেওয়া হবে। তবে আপনার নাম এবং প্রশ্ন ব্যাতিত আপনার কোন ব্যাক্তিগত তথ্য কোথাও প্রকাশ করা হবে না। আর প্রশ্ন অবশ্যই টিউটোরিযার আপলোড করার ঠিক ১২ ঘন্টার মধ্যে করতে হবে। বিস্তারিত প্রথম ভিডিওতে বলা আছে।

মডারেটরদের দৃষ্টি আর্কষন

ব্লগের মডারেটরদের দৃষ্টি আর্কষন করছি ! আমি যখনই নেতুন কোন টিউটোরিয়াল আপলোড করব, তথন এখানে টিউন করব। তাই যদি সম্ভব হয় আমার এই সিরিজ টিউটোরিয়াল গুলোকে একসাথে যাতে পাওয়া যায় আপনাদের ব্লগে, সে ব্যাবস্থা যদি করেন, আমি খুব আনন্দিতই হব 🙂 । এতে করে সহজেই সবাই একসাথে সবগুলো টিটোরিয়াল এর টিউন পেয়ে যাবে। ধন্যবাদ।

শেষ কথা

তাহলে আজকের মত এখানেই সমাপ্ত করব। আর আমি খুবই অলস সেজন্য আর লিখতে পারলাম না। যদি কোন কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে এখানে বা ফেসবুক পেজ এ মন্তব্য এর মাধ্যমে জানাবেন। ধন্যবাদ । ভাল থাকবেন সেই প্রতাশায়, শুভ বিদায়।

বিশেষ দ্রষ্ট্রব্যঃ

আপনি চাইলে আমাদের টিউটোরিয়াল যে কারো সাথে শেয়ার করতে পারেন। এই টিউন এর HTML format .txt ফাইল এর ভিতরে নিচে দেওয়া হল ডাউনলোড করে যে কোন ব্লগে বা সোসিয়াল মিডিয়াতে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।

ডাউনলোড লিংকঃ https://www.dropbox.com/s/w1tcyqhsf274gyd/উবুন্ট-সার্ভার-ব্লগিং-টিউন.txt

আমাদের সোসিয়াল মিডিয়াঃ (Like, Follow or Subscribe Our Pages)

YouTube Channel: https://www.youtube.com/rubelthecomputerguy
Tutorial Playlist: https://www.youtube.com/watch?v=1PB3fPp0M3k&list=PLeZKecn0ruEatWAqZT6vRFg2Qyy7fLLQS

Facebook Page: https://www.facebook.com/rubelthecomputerguy

Twitter: https://www.twitter.com/RtheComputerGuy
WordPress.Com: https://www.rubelthecomputerguy.wordpress.com
Question Asking Email: rubelthecomputerguy [@] gmail.com

#- Technology learning should be FREE of cost for everyone. __________ মাহমুদুল হাসান রুবেল।

Level 2

আমি নেটমাষ্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

.-.-.-.- ছন্ন ছাড়া পথিক। রুবেল দ্যা কম্পিউটার গাই [ Rubel The computer Guy ] । আপনি কি রিয়েল আমি এর সাথে দেখা করতে চান ? তাহলে এখানে এইদিকে আসুন : ‍ মাহমুদুল হাসান রুবেল । :) " নেটমাষ্টার " .-.-.-.-


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ।

Level 0

আপনাকে ধন্যবাদ।

ভালো উদ্দোগ, আচ্ছা আর একটি কথা, GUY কথাটির অর্থ কী…?

many many tnx brother.