প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন [পর্ব-০১] :: সাধারন আলোচনা

প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন

সবাইকে স্বাগতম জানাচ্ছি, “প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” পূর্ণাঙ্গ চেইন কোর্স এর প্রথম পর্ব। অবশেষে আপনাদের সকলের অপেক্ষার পর শুরু হলো চেইন টিউনের প্রথম পর্ব এবং ইনশাল্লাহ পর্যায়ক্রমে কোর্সের শেষপর্ব পর্যন্ত আমি আপনাদের পাশে থাকব।

ইমেইল মার্কেটিং সম্পর্কে বেশী কিছু না বলে শুধু এক কথায় যদি বলি, যখন কোন পণ্য বা সেবার বিপণনের প্রচার ইমেইল আদান-প্রদান এর মাধ্যমে হয় তখন তাকে ইমেইল মার্কেটিং বলে । অর্থাৎ মার্কেটিং বা প্রচারের মাধ্যম এখানে ইমেইল ।

প্রথম পর্বে যা যা থাকছে

  • এই কোর্স সম্পর্কে আপনাদের কিছু প্রশ্নের উত্তর ।
  • “প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” পূর্ণাঙ্গ এই চেইন কোর্সটিকে  কিভাবে সাজানো হয়েছে ।
  • পূর্ণাঙ্গ এই চেইন কোর্সটিতে কি এবং কিভাবে শিখতে পারবেন।
  • প্রফেশনার ইমেইল মার্কেটিং শিখে আপনি কিভাবে আয় করতে পারবেন ।
  • এই কোর্সটি সফলভাবে সম্পন্ন করার জন্য একটা পূর্ণাঙ্গ রোডমাপ ।

আর সাথে থাকছে “প্রফেশনার ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” পূর্ণাঙ্গ এই চেইন  কোর্সের ওভারভিউ এর ভিডিও টিউটোরিয়াল ।

আপনাদের কিছু প্রশ্ন ও তার উত্তর :

ইতিমধ্যে অনেকেই এই কোর্স সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছেন যে, এই কোর্সেটি করতে কত টাকা লাগবে, কোথায় হবে, কিভাবে হবে, কি কি জানতে হবে, কিভাবে শিখতে পারব ইত্যাদি ।
প্রথমেই বলে নাই এই কোর্সটি সম্পূর্ণ ১০০% ফ্রী। আমি আগেই বলেছি এই কোর্সটা করার জন্য আপনাকে খুব বেশি কিছু জানতে হবে না, শুধুমাত্র বেসিক কম্পিউটার আর ইন্টারনেট সম্পর্কে ধারণা থাকলেই চলবে । সম্পূর্ণ প্রজেক্ট ভিত্তিক লেকচের , ভিডিও টিউটোরিয়াল, প্রয়োজনীও সব রিসোর্স প্রদান এবং গ্রুপে বিভিন্ন প্রশ্ন বা সমস্যা শেয়ার ও কমেট আদান-প্রদানের মাধ্যমে আপনি খুব সহজেই ইমেইল মার্কেটিং” শিখেতে পারবেন।

কোর্সটিকে  যেভাবে সাজানো হয়েছে

আমি এই সম্পূর্ণ কোর্সটিকে মূলত তিন ভাগে ভাগ করেছি । প্রথম অংশে থাকবে,  বেসিক ইমেইল মার্কেটিং ও এর বিভিন্ন নিয়মকানুন এবং দৃষ্টিনন্দন ইমেইল টেমপ্লেট  তৈরি করার পদ্ধতি। কারন, শুধু টেক্সট লিখে ইমেইল পাঠানোর দিন শেষ, এখন সবাই চায় তার কোম্পানির ইমেইল যেন হয় টেক্সট ও ডিজাইন সম্বলিত ।

দ্বিতীয় অংশে থাকবে ইমেইল লিষ্ট তৈরী করার বিভিন্ন পদ্ধতি ও স্পেশাল কিছু টেকনিক। কারন ইমেইল এড্রেস খুজে না পেলে ইমেইল পাঠাবেন কোথায় । যা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমার সবচেয়ে পছন্দের বিষয় । কারন যার যত বড় ইমেইল লিষ্ট থাকবে সে তত বেশী এগিয়ে যাবে ।

তৃতীয় অংশে থাকবে  সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তা হল ইমেইল সেন্ডিং করার বিভিন্ন পদ্ধতি । আপনি চাইলেও প্রতিদিন হাজার হাজার ইমেইল বিভিন্ন ফ্রী ইমেইল প্লাটফর্ম যেমন ইয়াহু বা জিমেইল এর মাধ্যমে পাঠাতে পারবেন না । তাই আপনাকে জানতে হবে প্রফেশনাল মানের কিছু ইমেইল প্লাটফর্ম যেমন, MailChimp, Getresponse ইত্যাদি এবং পারসনাল ইমেইল সার্ভার Interspire সম্পূর্ণ  ব্যবহার করার পদ্ধতি ।

প্রতিটি পর্বের শেষে থাকবে কিছু হোমওয়ার্ক যা আপনারা বাসায় প্র্যাক্টিস করবেন । কোন কিছু না বুঝলে ব্লগে বা গ্রুপে প্রশ্ন করে জানান, এতে আপনার এক্টিভিটিনেস বোঝা যাবে । প্রশ্ন না করলে কখনোই শিখতে পারবেন না । আজকে যেসব বিষয় টিউনে তুলে ধরা হয়েছে সেসব বিষয়ের উপর প্রাসঙ্গিক প্রশ্ন করুন।  মনে করবেন না যে আপনার প্রশ্ন পড়ে অন্যরা হাসবে বা ছোট হয়ে যাবেন বরংচ আপনার প্রশ্ন থেকে আপনার মত নতুন আরো দশ জন বিষয়টি শিখতে পারবে । আমি সবার প্রশ্নের উত্তর দিবো ইনশাল্লাহ। মনে রাখবেন যে যত বেশি প্রশ্ন করবে সে তত বেশি শিখতে পারবে এবং সফল ইমেইল মার্কেটার হতে পারবে।

কোর্সটিতে যা যা শিখতে পারবেন

প্রথম অংশের টিউটোরিয়ালে আপনি দৃষ্টিনন্দন ইমেইল টেম্পলেট তৈরি করা শিখবেন । ইমেইল টেমপ্লেট তৈরিতে ফটোশপ, এইচটিএমএল ও সিএসএস এর ব্যবহার ও প্রয়োগ, MailChimp দিয়ে ইমেইল টেমপ্লেট তৈরি, টেমপ্লেট এডিট করে নতুন ইমেইল টেমপ্লেট তৈরি, ফটোশপ দিয়ে কিভাবে পিএসডি ইমেইল টেমপ্লেট তৈরি করতে হয়, এইচটিএমএল ও সিএসএস দিয়ে কিভাবে ইমেইল টেমপ্লেট তৈরি করতে হয় এবং কিভাবে পিএসডি টু এইচটিএমএল ইমেইল টেমপ্লেট তৈরি করতে হয়। ফটোশপ, এইচটিএমএল ও সিএসএস দিয়ে ইমেইল টেমপ্লেট তৈরির সকল কলাকৌশল শিখতে পারবেন । ভয় পাবেন না, ফটোশপ, এইচটিএমএল ও সিএসএস এ মাস্টার হতে হবে না । খুব অল্প কিছু এইচটিএমএল, সিএসএস কোড ও ফটোশপ কিছু টুলস ব্যব্যহার জানলেই হবে যা এই কোর্সেই বিস্তারিত লেকচার ও ভিডিও টিউটোরিয়াল মাধ্যমে  দেখানো হবে যা থেকে আপনি সহজে শিখতে পারবেন । শুধু শিখবেনই না, নিজে নিজে তৈরি করাতে পারবেন আকর্ষণীয় সব ইমেইল টেম্পলেট।

দ্বিতীয় অংশের টিউটোরিয়ালে আপনি শিখবেন কিভাবে ইমেইল এড্রেস খুজে বের করবেন, মানে লিষ্ট বিল্ডিং । বিভিন্ন ভাবে আপনি ইমেইল কালেকশন করতে পারেন বৈধভাবে মানে white hat method বা অবৈধভাবে মানে  black hat method  ব্যবহার করে । আমি আপনাদেরকে দুটো মেথডই শিখাব এবং তাদের ভাল মন্দ দিকগুলো তুলে ধরবো । একে একে সব গুলো বিষয় লেকচার ও ভিডিও টিউটোরিয়াল মাধ্যমে বিস্তারিত দেখানো হবে ।

তৃতীয় অংশের টিউটোরিয়ালে আপনি শিখবেন তা হল  ইমেইল সেন্ডিং করার পদ্ধতি । আপনি কিভাবে ইমেইল পাঠাবেন, কি ব্যবহার করে ইমেইল পাঠাবেন, ইমেইল সেন্ড করার সময় কি কি সতর্কতা অবলম্বন করবেন। MailChimp, Getresponse ও পারসনাল ইমেইল সার্ভার Interspire সম্পূর্ণ  ব্যবহার করার পদ্ধতি, ডোমেইন, হোস্টিং ও MYSQL ডাটাবেস সেটআপ, এক বা একাধিক email Campaign  সেটআপ করা করার পদ্ধতি । বিষয় গুলো একটু কঠিন বলে মনে হলেও যেহেতু,  সব গুলো বিষয় লেকচার ও ভিডিও টিউটোরিয়াল মাধ্যমে বিস্তারিত দেখানো হবে সেহেতু তেমন কোন সমস্যা হবে না । আর সমস্যা হলে গ্রুপে টিউন করবেন, আমি চেষ্টা করব আপনাদের সব সমস্যার সমাধান দিতে ।

ইমেইল মার্কেটিং শিখে আপনি কিভাবে আয় করতে পারবেন

৮০% মানুষের মাথায় একটাই চিন্তা ইমেইল মার্কেটিং মাসে কত টাকা আয় করতে পারব ! আপনি কত টাকা আয় করতে পারবেন তা আপনার উপর ডিপেন্ট করবে । তারপরও যদি বলতে হয় আপনি মাসে ৫০ হাজার থেকে ৩ লাখ বা তার চেয়েও বেশী ইনকাম করতে পারবেন। তবে আপনাকে হবে সেই রকম দক্ষ ও পরিশ্রমী । আপনি যদি সেই রকম দক্ষ ও পরিশ্রমী না হতে পারেন তাহলে ৫০ হাজার তো দূরে থাক ৫ পয়সা ইনকাম করতে পারবেন কিনা সন্দেহ ।

পিএসডি ইমেইল টেমপ্লেট, এইচটিএমএল ও সিএসএস দিয়ে ইমেইল টেমপ্লেট, পিএসডি টু এইচটিএমএল কনভার্ট করে ইমেইল টেমপ্লেট বা শুধু যে কোন একটা বিষয় জানলেও বিভিন্ন  মার্কেটপ্লেস যেমন ওডেস্ক, ইলেন্স, ফ্যাইবার ইত্যাদি থেকে ইনকাম করতে পারবেন। এছাড়াও বিভিন্ন ইমেইল টেমপ্লেট বিক্রির ওয়েবসাইটে আপনার ইমেইল টেমপ্লেট জমা দিয়েও ইনকাম করতে পারবেন।

আপনি যদি ইংলিশে ভাল লিখতে পারেন তাহলে বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটের পণের ইমেইল নিউজলেটার লিখেও প্রচুর ইনকাম করতে পারবেন। মার্কেটপ্লেস গুলোতে এর চাহিদা  অনেক বেশি।

বিভিন্ন niches বা বিষয়ের এর উপর ইমেইল লিষ্ট তৈরী করে, তা বিক্রি করে দিয়েও ইনকাম করতে পারবেন। মার্কেটপ্লেস গুলিতে ক্লাইয়িন্ট এর ইমেইল লিষ্ট তৈরী করে দেওয়ার সাথে সাথে দিন দিন বিশাল ইমেইল লিষ্ট তৈরী হতে থাকবে যা আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে দাঁড়াবে। তখন আপনি কোন কাজ না করেও সারা জীবন বসে বসে খেয়ে যেতে পারবেন । বলতে গেলে এক ঢিলে দুই পাখি না লাইফ পাখি।

মার্কেটপ্লেস গুলিতে সবচেয়ে বেশী ইনকাম করতে পারবেন ইমেইল সেন্ডিং এর কাজ করে । ইমেইল সেন্ড, লিস্ট ক্লিনিং, ইমেইল সার্ভার সেটআপ, email Campaign  সেটআপ, অটো স্পন্ডার সেটআপ ইত্যাদি কাজ করে আয় করতে পারেন ।

তারচেয়েও বেশী আয় করতে পারেন ইমেইল মার্কেটার অ্যাডভাইজার হিসাবে । কোন কোম্পানির ইমেইল মার্কেটিং টিমের সকল কাজগুলো কখন ও কিভাবে হবে তা নির্ধারণ, সংযোজন-বিয়যোজন, নির্দেশ ইত্যাদি পরামর্শ দেওয়া। মানে ইমেইল লিস্ট, রাইটিং, টেমপ্লেট থেকে শুরু করে Campaign  সেটআপ ও তার ফলাফল পর্যন্ত দিক নির্দেশনা প্রদান করে আয় করতে পারেন মোটা অংকের ইনকাম।

অ্যাফিলিইয়েট বিভিন্ন প্রতিষ্ঠান clickbank, clicksure ইত্যাদিতে জড়িত হয়ে তাদের পণ্য বা সেবা বিক্রির জন্য ইমেইল মার্কেটিং করে আয় করতে পারেন ।  অ্যাফিলিয়েশনের মাধ্যমে আয়ের পরিমান হিসেব করে বলা কষ্টসাধ্য। অ্যাফিলিয়েশন করে মাসে আয় করা যায় ১০০ ডলার থেকে  আনলিমিটেড ডলার । এছাড়াও ইমেইল মার্কেটিং জানা থাকলে আরো অনেকগুলো ক্ষেত্রেই কাজ করতে পারবেন ।

প্রফেশনার ইমেইল মার্কেটিং সফলভাবে শেখার একটা পূর্ণাঙ্গ রোডমাপ

১। আপনাকে প্রথমে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আপনি ইমেইল মার্কেটিং শিখবেন কি না। কারন আজ ইমেইল মার্কেটিং বা এসইও, কাল প্রোগ্রামিং পরশু মোবাইল আপস তৈরি তার পরদিন আরেকটা বিষয় এভাবে করলে কোন দিনই কোন কিছু ভালভাবে শিখতে পারবেন না। সুতরাং যে কোন একটা বিষয়ে ফোকাস দিন তাহলে সফলভাবে শিখে আয় করতে পারবেন ।

২। কোন কিছু শেখার আগে আপনাকে একটি প্লান করতে হবে । কারন পরিকল্পনা সারা কাজ করলে বেশী দূর আগাতে পারবেন না । প্লান করার সময় চিন্তা করবেন যে, কোন কাজটি আপনি করতে চান ইমেইল টেমপ্লেট ডিজাইন, রাইটিং, লিস্ট বিল্ডিং, ইমেইল সেন্ডিং না ইমেইল মার্কেটার অ্যাডভাইজিং তা আগে ঠিক করুন এবং কাজটি শেখার জন্য কতটুকু সময় দিতে পারবেন তা হিসাব করে পরিকল্পনা তৈরি করুন । কারন আপনি যদি ৩০ মিনিট সময় দিয়ে মাসে লাখ টাকার স্বপ্ন দেখেন তা হলে কোন লাভ হবে না । আপনার পরিকল্পনা ও সময়ের সমন্বয় থাকতে হবে ।

৩। টিউনগুলো কপি করে ও ভিডিও টিউটোরিয়ালগুলো ডাউনলোড করে কম্পিউটারের হার্ডডিস্কে সেভ করে রেখে দিলে বা সব একবারে শিখবেন এই চিন্তা করলে কখনই ইমেইল মার্কেটিং আর শেখা হবে না । তাই শিখতে শিখতে এগিয়ে যেতে হবে । লক্ষ্য নির্ধারণ ও প্লান করার পর আপনি আপনার নির্ধারণ করা কাজটি শেখার শুরু করে দিবেন ।

৪। আপনি কাজটি কেমন শিখলেন বা শিখতে গিয়ে কোন প্রবলেমে পরলেন তা নিয়ে গ্রুপে গ্রুপ  ডিসকাশন করে সমাধান করে নিতে পারবেন আপনার সমস্যাগুলি । এতে একজন আরেকজনের প্রতি inspire হয়ে সামনে এগিয়ে যেতে পারবেন । হতে পারবেন একজন সফল ও দক্ষ ইমেইল মার্কেটার ।

ভিডিও টিউটোরিয়াল

প্রথম পর্বের হোমওয়ার্ক

আগেই বলেছি প্রতি পর্বের পরে থাকবে একটি করে হোমওয়ার্ক । যেহেতু এটি প্রথম পর্ব, তাই তেমন কোন হোমওয়ার্ক দিচ্ছি না। কিছু ওয়েবসাইট লিঙ্ক এর লিস্ট দিচ্ছি সেগুলতে আপনার একটা ইমেইল এড্রেস সাইনআপ করে রাখবেন ।  লিস্ট

আজ আর নয় ইমেইল মার্কেটিং এর দ্বিতীয় পর্বের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের টিউটোরিয়াল। সে পর্যন্ত ভালো থাকবেন।

“ইমেইল মার্কেটিং” এই সম্পর্কিত অন্য আরো কিছু জানার জন্য ফেসবুক গ্রুপে প্রশ্ন করতে পারেন ।
ফেসবুকে আমি

এই টিউনটি প্রথমে জেনেসিসব্লগে প্রকাশিত

Level 0

আমি Habibur Rahman Dipu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোঃ হাবিবুর রহমান দিপু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ করে চাকরীর পাশাপাশি প্রফেশন হিসেবে বেছে নিয়েছি আইটি ক্ষেত্রটিকে। এসইও, ইমেইল মার্কেটিং, ব্লগিং ইত্যাদি জানতে ও জানাতে ভালোবাসি । তাই যখনই সুযোগ পাই তখনই লিখতে বসে যাই। ফেইসবুকে আমি https://www.facebook.com/habibur.tutordipu


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইবার মনে হয় কিছু শিখতে পারব। আগে সভাই একই জিনিস বলছে, কেউ সশেখায় নাই।
Thank you Dipu vai.

tx & kono prosno thakle group a korte pari ans dibo

অপেক্ষাতে ছিলাম। প্রথম পর্ব পেয়ে খুব ভাল লাগছে। নিয়মিত পোস্ট করবেন আশা করি। ধন্যবাদ

ইচ্ছা ছিল শেখার , কিন্তু ভিডিও টিউটোরিয়াল এর জন্য বোধয় শেখা হল না , কারন আমার বাংলালিংক 2g high speed internet শিখতে দেবে না ! buffering , buffering, buffering , buffering , buffering , buffering . . . . . . . . . . . . . . . . . . . . .! 🙁

vai doya kore ki tutorial start korben, wait koresi to…

@ Ashikur Rahman Tomal – আপনার অতি প্রয়োজনীয় বিভিন্ন টিউটোরিয়ালগুলোর ডাউনলোডের জন্য শুধু 3G প্যাক কিনুন আর বাকি কাজ 2G দিয়েই চালান। এটাকে পড়াশুনো করার জন্য বইয়ের খরচ ভেবে করবেন তাহলে মাস্টারের খরচটা ফ্রিতে পাবেন।

Level New

List er link kaj kore na.

Level 0

খুব ভাল হল শিখার সুযোগ পেয়ে

list na kaj korle group theke niye nin

Level 0

ভাই খুব ভালো হয়েছে,চালিয়ে জান।ইনশাল্লাহ সাথে আছি শেষ পর্যন্ত।।

Level 0

অসংখ্যা ধন্যবাদ ভাই…
http://www.d24bd.com এই লিংক এ সাইনআপ করব কিভাবে ?

সত্যি বলতে কি, ইমেইল মার্কেটিং আমার কাছে স্প্যামিং মনে হয়।

প্রথম পোষ্টের লিংকে গিয়ে লিষ্টের নামে ভাওতাবাজিতে পড়ে আর পরের পোষ্টগুলো পড়ার রুচি হলো না।

অসংখ্য ধন্যবাদ কিন্তু দুঃখ একটাই আপনার গ্রুপে জয়েন রিকুয়েষ্ট দিয়েছিলাম কিন্তু এখনো পেন্ডিং রয়ে গিয়েছি :/

অসংখ্য ধন্যবাদ কিন্তু দুঃখ একটাই আপনার গ্রুপে জয়েন রিকুয়েষ্ট দিয়েছিলাম কিন্তু এখনো পেন্ডিং রয়ে গিয়েছি ? 🙁

its too much old, But is very helpful. Thanks dipu vaia.