বর্ণ সিএমএস [পর্ব-০২] :: যেভাবে লোকালহোষ্টে বর্ণ সিএমএস ইনষ্টল করবেন

আমার আগে টিউনে আমরা বর্ণ সিএমএস সম্পর্কে জেনেছি ।  এ টিউনে দেখব কিভাবে বর্ণ সিএমএস লোকালহোষ্টে ইনষ্টল করতে হয়।

বর্ণ সিএমএস লোকালহোষ্টে ইনষ্টল করতে আপনার দরকার:-

  •  একটি লোকাল সার্ভার : যা আপনি ম্যানুয়ালি তৈরী করে নিতে পারেন বা xampp / wamp / ampps দিয়ে তৈরী করে নিতে পারেন । আমি এক্সাম ব্যবহার করে লোকাল সার্ভার তৈরী করার পরামর্শ দিচ্ছি ।  এখান থেকে এক্সাম ডাউনলোড করে নিন ।
  • বর্ণ সিএমএস এর সোর্স ফাইল

এখন  এক্সাম ডাউনলোড হওয়ার পর ইনষ্টল করুন । ইনষ্টেলশন প্রক্রিয়া শেষে যে ড্রাইভে এক্সাম ইনষ্টল দিয়েছেন সে ড্রাইভের নিচের লোকেশনে যান

drive   c:\xampp\apache\conf

এখানে httpd নামে একটি ফাইল দেখতে পাবেন যা নোটপ্যাড দিয়ে ওপেন করুন  এবং নিচের লাইনটি সার্চ করুন

LoadModule rewrite_module modules/mod_rewrite.so

যদি উক্ত লাইনটির আগে # চিন্হ থাকে তবে উঠিয়ে দিয়ে সেভ করবেন আর এই চিন্হ না থাকলে কিছুই করতে হবে না ।

আমি এখানে এক্সামের mod_rewrite  এনাবল করার নিয়ম দিয়েছি । একই ভাবে ওয়াম্প কিংবা আম্প এ rewrite_mod এনাবেল করতে পাবেন , apache ফোল্ডার থেকে ।

এখন এক্সাম এর mysql and apache ষ্টার্ট করুন । তারপর localhost/phpmyadmin থেকে একটা ডাটাবেজ খুলুন

এবার বর্ণ সিএমএস এর সোর্স ফাইলটি এক্সাপ এর htdocs ফোল্ডার ব ওয়াম্প হলে www ফোল্ডারে পেষ্ট করুন ।  এখন ব্রাউজারে localhost/bornocms ব্রাউজ করুন । নিচের মতন একটি ইনষ্টল ফর্ম দেখতে পাবেন ।

এখন উক্ত ফর্মটি পুরন করতে হবে :-

  • Database Name :  পুর্বে যেই ডাটাবেজটি খোলা হয়েছিল তার নাম  এখানে দিতে হবে ।
  • Database user:  লোকালসার্ভারগুলোর ইউজারনেম ডিফল্টভাবে root দেওয়া থাকে
  • Database Pass: ডিফল্টভাবে ব্লান্ক থাকে । তাই এই ইনপুটটি ব্লাক রাখুন
  • Database host: localhost
  • Prefix :   এখানে ষ্ট্রং কোনো প্রিফিস্ক দিতে হবে যাতে হ্যাকার সহজে আপনার সাইটের টেবিল খুজে না পায় । যেমন : x93ss_
  • Username : এখানে আপনার পছন্দমত ইউজারনেম রাখুন
  • Email: আপনার ইমেইল দিন
  • Password: একটা নিদিষ্ট পাসওয়ার্ড দিন । এই ইমেইল ও পাসটি পরে লগইন এর জন্য লাগবে ।

এখন ইনষ্টল বাটনে ক্লিক করুন । সবকিছু ঠিক থাকলে ব্যাস হয়ে গেল ইনষ্টল ।

Level 2

আমি অ অ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

+


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনি ভুল ভাবে আপনার চেইন টিউনের শিরোনাম গুলো দিচ্ছেন। আপনি পর্ব হিসেবে টিউনের শিরোনাম গুলো –

চেইন টিউনের নাম [পর্ব-০১] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু …

চেইন টিউনের নাম [পর্ব-০২] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু ….

চেইন টিউনের নাম [পর্ব-০৩] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু

এর অর্থ প্রথমে চেইন টিউনের নাম, এরপর (স্পেস দিয়ে) স্কয়ার ব্রাকেটের ( [ ] ) মধ্যে পর্ব হাইফেন (-) দিয়ে দুই সংখ্যায় পর্বের নম্বর। স্কয়ার ব্রাকেটের ( [ ] ) ভিতরে কোন স্পেস দিবেন না। এরপর (স্পেস দিয়ে) ডাবল কোলন (::) এর পরে (স্পেস দিয়ে) চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু॥ এই ফরমেটে চেইন টিউনের শিরোনাম গুলো লিখুন।

এই চেইনের পূর্বের পর্ব গুলোর শিরোনাম গুলোও যদি ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক করা না থাকে তবে সব গুলো এখনই সংশোধন করুন ও পরবর্তী সকল চেইন টিউনে সঠিক ভাবে চেইন টিউনের শিরোনাম দিন।

টিউনের শিরোনাম গুলো ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক সঠিক ভাবে সংশোধন করে আপডেট করে এই টিউমেন্টটির প্রতুত্তর (রিপ্লাই) দিন। টেকটিউনস থেকে আপনার টিউন গুলো চেইন করে দেওয়া হবে।

চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে ‘টেকটিউনস সজিপ্র’ https://www.techtunes.io/faq এর ‘চেইন টিউন’ অংশ দেখুন। ধন্যবাদ।

    @টেকটিউনস মেন্টর V: টিউনের শিরোনাম গুলো ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক সঠিক ভাবে সংশোধন করেছি ।