বর্ণ সিএমএস [পর্ব-০১] :: পরিচিতি এবং রিভিউ

বর্ণ সিএমএস কি ?

বর্ণ একটি কন্টেন্ট ম্যানেজম্যান্ট সিষ্টেম যেটি পিএইচপি / মাইসিকুয়েল দ্বারা তৈরী করা হয়েছে ।

এটির ফিচারগুলো :-

  • সহজে ইনষ্টল করা যায়
  • সিকিউরিটি
  • ক্যাপচা
  • ডকমেন্ট ম্যানেজার
  • নোটিফিকেশন
  • কন্টেন্ট ম্যানেজার
  • কমেন্ট
  • বিষয় / ক্যাটাগরী
  • ইউজার রোল
  • থিম ম্যানেজার
  • প্লাগইন ম্যানেজার
  • সহজে ব্যবহারে উপযোগী । এটি ব্যবহার করতে html/css না জানলেও চলে ।
  • রিসপনসিভ  এডমিন প্যানেল
  • লেখকের প্রফাইল

ইতিহাস

বর্ণ সিএমএস প্রথম ভার্সন পাবলিশ করা হয় ২০১৪ সালের ১৭ এপ্রিল ।

এটি ব্যবহার করতে যা যা লাগবে :

  • php / mysql , Apache base Server
  • apache_rewrite mod অবশ্যই একটিভ থাকা লাগবে ।

ইনষ্টল প্রক্রিয়া :

এটি ইনষ্টল করা খুবই সহজ ।  অন্যন্য সিএমএস  এর মতো এর ফাইল সার্ভারে আপলোড করে ইনষ্টল দিতে হবে ।  পরের পর্বে এ নিয়ে বিস্তারিত লেখা হবে।

ডাউনলোড করুন : এখান থেকে

আর বর্ণ সিএমএস ব্যবহার করার পর রিভিউ দিতে ভুলবেন না। ধন্যবাদ ।

Level 2

আমি অ অ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

+


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যাবাদ শেয়ার করার জন্য
কাজে লাগানোর মতো জিনিস 🙂

এখনো ব্যাবহার করি নাই। আপনাদের নাকি ? নিজেদের একটা সাইট করে ফেলেন ব্রাদার। আর ডেমো এ্যাডমিন প্যানেল দিলে উপকৃত হইতাম।

    @শাহরিয়ার শিমুল: খুব তাড়াতাড়ি এর অফিশিয়াল ওয়েবসাইট তৈরী হয়ে যাবে আশা করি । এডমিন প্যানেল এর কিছু ইমেজ সোর্সফোর্জ এ পাবেন (উপরে লিংক দেওয়া আছে ) ।

আমাদের সবার উচিৎ আমাদের দেশে তৈরী এই সফটকে বেশী বেশী ব্যাবহার ও প্রমোট করা। ইশ আমার ব্লগার সাইট আছে, নিজের ডোমেইন ও হোস্টিং থাকলে অবশ্যই এটি ইন্সটল করতাম। যাক ডেভেলপারদেরকে অনেক ধন্যবাদ এটা তৈরী ও শেয়ার করার জন্য।

ভালো তো ভালো না ।

এটা কিন্তু পরিষ্কার হল না যে বর্ণ আসলে কোন টাইপের স্ক্রিপ্ট? এটা কি ব্লগিং প্লাটফর্ম? নাকি পোর্টাল বা ফোরামিং বা অন্য কোন ধরনের প্লাটফর্ম? আওয়াজ দেন , একটা সাইট বানাতাম বর্ণ দিয়ে। সাথে নিজের চেষ্টায় কিছু থীম আর প্লাগিনও। 🙂

    @অতৃপ্ত কোডার: বর্ণ একটি ব্লগিং প্লাটফর্ম । আর খুব তাড়াতাড়ি থিম বা প্লাগইন বানানোর টিউটোরিয়াল নিয়ে আসছি 🙂

      @অর্ণব প্রতীম রায়: হুম। আচ্ছা, একটা সাইট বানানো শুরু করব শীঘ্রই। “থিম বা প্লাগইন বানানোর টিউটোরিয়াল” দিলে উপকারই হয়।