শুরু হতে হচ্ছে “প্রফেশনাল ইমেইল মার্কেটিং” এর উপর একটা পূর্ণাঙ্গ ফ্রি চেইন কোর্স । কোর্সটি সঠিকভাবে সম্পন্ন করে আপনিও হতে পারেন একজন সফল Email Marketer ।
আধুনিক বিশ্বে মার্কেটিং জগতের সবচেয়ে বড় অংশ হচ্ছে ইন্টারনেট মার্কেটিং । আর এই ইন্টারনেট মার্কেটিং এর একটি শক্তিশালী মার্কেটিং পদ্ধতির নাম হচ্ছে “ইমেইল মার্কেটিং” বা সরাসরি বিপণন ব্যবস্থা । ইমেইল এর পূর্ণনাম হল ইলেকট্রনিক মেইল । ১৯৬০ সালে প্রথম ইমেইল কার্যক্রম পরিচালনা করা হয় । তারপর থেকে দিন দিন এর প্রভাব এতটাই বেড়ে চলছে যে যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হিসাবে ইমেইলকে ধরা হচ্ছে । বর্তমানে ইমেইলকে শুধু অফিস বা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমই মনে করা হচ্ছে না, এখন ইমেইলকে অনলাইন মার্কেটিং এর কার্যকারী মাধ্যম হিসাবে আখ্যায়িত করা হচ্ছে ।
খুব সংক্ষিপ্তভাবে যদি “ইমেইল মার্কেটিং” সম্পর্কে বলতে হয়, তাহলে বলতে হবে ইমেইল আদান-প্রদান এর মাধ্যমে কোন পণ্য বা সেবার বিপণন ব্যবস্থা । তারমানে, ইমেইল মার্কেটিং বা সরাসরি বিপণন ব্যবস্থা হল মার্কেটিং-এর এমন একটি পদ্ধতি যার মাধ্যমে সরাসরি কাস্টমারের ইমেইলে কোন পণ্য বা সেবার বিবরণসহ পণ্য সম্পর্কিত অন্যান্য তথ্যাবলী প্রেরণ করা । যার ফলে কোন কাস্টমার ওই পণ্য বা সেবা সম্পর্কে প্রাথমিক ধারণাগুলো ইমেইলের ইনবক্সেই পেয়ে যান এবং তিনি পণ্যটি কিনতে আগ্রহী হয়ে ওঠেন।
“ইমেইল মার্কেটিং” ব্যবহার করে প্রতিদিন দেশ-বিদেশের হাজার হাজার কোম্পানি তাদের পণ্য বা সেবার বিজ্ঞাপন প্রচার করছে। কোম্পানির একদিকে যেমন বাড়ছে বিক্রয়ের পরিমাণ, তেমনি সম্প্রসারিত হচ্ছে তাদের সুনাম ও খ্যাতি। নিজের পন্যও বিক্রি ছাড়াও বিভিন্ন কোম্পানির পণ্য বা সেবার এফিলিয়েশনের মাধ্যমেও আয় করতে পারেন। এছাড়া ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতেও দিন দিন বাড়ছে ইমেইল মার্কেটিং-এর কাজ। মার্কেটপ্লেসগুলোর তথ্যানুযায়ী, ইমেইল মার্কেটিং এ একজন ফ্রিলান্সার মাসে ৫০ হাজার টাকা থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন। ক্ষেত্রবিশেষে এই আয় কয়েক হাজার ডলার পর্যন্ত হতে পারে। আর এ হিসাবে ফ্রিল্যান্সার হতে চাওয়া তরুণ-তরুণীদের অন্যতম পছন্দ হতে পারে “ইমেইল মার্কেটিং”।
উইকিপিডিয়ার তথ্যানুযায়ী, শুধুমাত্র আমেরিকাতে ২০১১ সালে ১.৫১ বিলিয়ন ডলার ব্যয় করা হয় ইমেইল মার্কেটিংয়ের জন্য, যেটা বর্তমানে ২.৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আরেকটি মজার তথ্য আছে, ইন্টারনেটের মাধ্যমে যত বিক্রি হয় তার ২৪ শতাংশই ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে। তাহলে আমার মতো আপনিও বোঝতেই পাচ্ছেন ইমেইল মার্কেটিং কতটা গুরুত্বপূর্ণ ।
আর যদি বুঝে থাকেন তাহলে “প্রফেশনার ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” কোর্সটা আপনার জন্যই।
১। ইমেইল মার্কেটিং করতে বিশেষ কোন দক্ষতার প্রয়োজন হয় না ।
২। ইমেইল মার্কেটিং করতে অতিরিক্ত কোন হার্ডওয়্যার প্রয়োজন হয় না ।
৩। স্বল্প সময়ে অধিক মানুষের কাছে একসাথে আপনার তথ্যের প্রচার করা যায় ।
৪। পন্য বা সেবার বিক্রয়ের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভবনার বেশি থাকে । কারণ একটি ওয়েবসাইটে একজন ব্যবহারকারি এক সপ্তাহে যতবার না ভিজিট করে তার চেয়ে ইমেইল বেশি ইনবক্স চেক করে ।
৫। ক্লাইয়িন্ট এর ইমেইল লিষ্ট তৈরী করে দেওয়ার সাথে সাথে দিন দিন নিজের পন্য বা সেবার বিক্রয়ের বা এফিলিয়েশনের জন্য বিশাল ইমেইল লিষ্ট তৈরী হতে থাকে । বলতে গেলে এক ঢিলে দুই পাখি ।
আমরা যারা নিয়মিত ইংলিশ বা বাংলা ব্লগে বিভিন্ন আর্টিকেল পড়ি তারা অনেকই গ্রাফিক্স, লিখালিখি বা এইচটিএমএল বা জাভাস্ক্রিপ্ট এর মত কোন না কোন বিষয়ই সম্পর্কে ধারণা আছে বা শেখার আগ্রহ আছে।
এই কোর্সটা করার জন্য আপনাকে খুব বেশি কিছু জানতে হবে তা নয়, শুধুমাত্র বেসিক কম্পিউটার আর ইন্টারনেট সম্পর্কে ধারণা আছে তা দিয়েই আপনি এই কোর্সটা শেখা শুরু করতে পারবেন । তবে প্রয়োজন হবে কঠোর পরিশ্রম, সততা, নিষ্ঠা, ধৈর্য এবং এগিয়ে যাওয়ার প্রত্যয় ।
আর যেহেতু প্রজেক্ট ভিত্তিক আলোচনা, ভিডিও টিউটোরিয়াল ও প্রয়োজনীও সব রিসোর্স প্রদানের মাধ্যমে আপনি খুব সহজেই “ইমেইল মার্কেটিং” শিখে নিতে পারবেন বলে আমি আশা করছি। শুধুমাত্র শেখার তীব্র আগ্রহ থাকলেই হবে ।
পর্ব-০১ :: ইমেইল মার্কেটিং কোর্সের ওভারভিউ ।
পর্ব-০২ :: বেসিক ইমেইল মার্কেটিং এবং এর বিভিন্ন নিয়মকানুন ।
পর্ব-০৩ :: ইমেইল টেমপ্লেট তৈরিতে ফটোশপ, এইচটিএমএল ও সিএসএস এর ব্যবহার এবং প্রয়োগ ।
পর্ব-০৪ :: প্রোজেক্ট-১) MailChimp দিয়ে ইমেইল টেমপ্লেট তৈরি করা ।
পর্ব-০৫ :: প্রোজেক্ট-২) টেমপ্লেট এডিট করে নতুন ইমেইল টেমপ্লেট তৈরি করা ।
পর্ব-০৬ :: প্রোজেক্ট-৩) ফটোশপ দিয়ে PSD ইমেইল টেমপ্লেট তৈরি করা ।
পর্ব-০৭ :: প্রোজেক্ট-৪) এইচটিএমএল ও সিএসএস দিয়ে ইমেইল টেমপ্লেট তৈরি করা ।
পর্ব-০৮ :: প্রোজেক্ট-৫) PSD to HTML ইমেইল টেমপ্লেট তৈরি করা ।
পর্ব-০৯ :: ইমেইল লিষ্ট তৈরী করার বিভিন্ন পদ্ধতি ও স্পেশাল কিছু টেকনিক ।
পর্ব-১০ :: “MailChimp” এর A to Z ব্যবহার এবং email Campaign সেটআপ করা ।
পর্ব-১১ :: “Getresponse” এর A to Z ব্যবহার এবং email Campaign সেটআপ করা ।
পর্ব-১২ :: ডোমেইন ও হোস্টিং এর পরিচিতি এবং MYSQL ডাটাবেস সেটআপ করা ।
পর্ব-১৩ :: পারসনাল ইমেইল সার্ভার সেটআপ করার পদ্ধতি ।
পর্ব-১৪ :: Interspire ইমেইল সার্ভার এর A to Z ব্যবহার করার পদ্ধতি ।
পর্ব-১৫ :: Interspire ইমেইল সার্ভার দিয়ে email Campaign সেটআপ করা করার পদ্ধতি ।
পর্ব-১৬ :: Email Campaign মানে Email Sending করার স্পেশাল কিছু টিপস ।
শেষপর্ব :: ইমেইল মার্কেটিং এর মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করা স্পেশাল লাইভ প্রোজেক্ট ।
তাই আর দেরী না করে কোর্সটির ব্যপারে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নিজে সক্রিয় থাকুন।
“Professional Email Marketing শিখুন Successful Career গড়ুন” কোর্সটি হবে সম্পূর্ন প্রজেক্ট ভিত্তিক। প্রজেক্টের সোর্স ফাইল, PDF ফাইল, বিস্তারিত লিখা, সম্পর্কিত ইমেজ এবং ভিডিও টিউটোরিয়াল সংযোজন করা হবে। এছাড়া যে কোন সমস্যা বা প্রশ্ন থাকলে আপনি “Email Marketers BD” ফেসবুকগ্রুপ জানাতে পারেন । অথবা আমাকে সরাসরি মেইল পাঠাতে পারেন আমি চেষ্টা করব সবসময় আপনাদের প্রবলেম solve করতে । এছাড়া Email Marketing শিখতে যে সব software এর প্রয়োজন হবে তাও এখানে প্রদান করা হবে ।
“Professional Email Marketing শিখুন Successful Career গড়ুন” কোর্সটি করার জন্য রেডি হচ্ছে সবাই, আপনি রেডি তো!
আমি Habibur Rahman Dipu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোঃ হাবিবুর রহমান দিপু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ করে চাকরীর পাশাপাশি প্রফেশন হিসেবে বেছে নিয়েছি আইটি ক্ষেত্রটিকে। এসইও, ইমেইল মার্কেটিং, ব্লগিং ইত্যাদি জানতে ও জানাতে ভালোবাসি । তাই যখনই সুযোগ পাই তখনই লিখতে বসে যাই। ফেইসবুকে আমি https://www.facebook.com/habibur.tutordipu
ভাই নতুন পোষ্ট করেন।