আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমাদের অনেকের সাধ জাগে নিজে নিজেই ভিডিও টিউটোরিয়াল তৈরি করার তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ভিডিও তৈরি করার ছোট ১টি সফট নাম তার FastStone Capture! আর Camatasia Studio দিয়ে ভিডিও টিউটোরিয়াল কিভাবে তৈরি করতে হয় তা আমাদের টিউনার খালেদ ভাই সুন্দর ১টি টিউন করে বুঝিয়ে দিয়েছেন দেখতে এখানে ক্লিক করুন।
প্রথমে এখান থেকে সফট টি ডাউনলোড করে নিন, তারপর অন্যান্য সফট এর ন্যায় ইন্সটল করে চালু করুন।
Screen Recorder বাটনে ক্লিক করে চালু করুন, তাহলে নিচের মত আসবে। এবার নিচের মত সব ঠিক রেখে Record বাটনে ক্লিক করুন।
এখন Start বাটনে ক্লিক করুন, এখ ন আপনি যা করবেন এবং মুখে যা বলবেন সব ভিডিও আকারে সেভ হয়ে যাবে।
ভিডিও এর শেষে আবার Screen Recorder বাটনে নিচের মত সেভ করে রাখুন ।
এখন আমাদের উপরের নিয়মে তৈরি করা ভিডিও কে এডিট/মডিফাই করতে হলে নিচের মত Edit বাটনে ক্লিক করে তৈরি করা ভিডিও দেখিয়ে দিয়ে দিন।
এবার Draw বাটনে ক্লিক করে ভিডিতে লিখতে/ সেভ/ ইমেজ দিতে পারবেন। এবার নিজের মত Edit করে সেভ করে রাখুন।
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
অনেক স্ক্রীন রেকর্ডার আছে রেকর্ড করার পর প্লেয়ারে চালু করলে কাপাকাপি করে। এটা কি এরকম ?