ট্যালি টিউটোরিয়াল [পর্ব-০২] :: সফটওয়্যার ইনস্টল এবং সেটআপ করা

প্রিয় পাঠক, ট্যালি টিউটোরিয়ালের ধারাবাহিক পর্বে এর আগে কেবল সফটওয়্যারটির পরিচয় এবং ফিচারগুলো নিয়ে আলোচনা করেছি। আজ আমরা কাজে নেমে যাবো! এই পোস্টটির মাধ্যমে দেখাবো ট্যালি সফটওয়্যারটি কম্পিউটারে কিভাবে ইনস্টল এবং সেটআপ করবেন। যেহেতু পোস্টটি সবার জন্য লেখা তাই ইনস্টলেশন পর্বটিও একেবারে স্টেপ বাই স্টেপ লেখা হয়েছে। টেকি পাঠকেরা আশা করি বিরক্ত হবেন না।

ট্যালি ইনস্টল করার জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার ও সফটওয়্যার:

চলুন জানি ট্যালি.ইআরপি ৯ সফটওয়্যারটি ব্যবহার করার জন্য কি কনফিগারেশনের হার্ডওয়্যার এবং সফটওয়্যার প্রয়োজন। একেবারে বেসিক কম্পিউটার দিয়েও ট্যালি চালানো যায়, ভালোভাবে বোঝার জন্য বিস্তারিত কনফিগারেশন নিচে দিয়ে দেয়া হলো।

  • পেনটিয়াম থ্রী বা তার বেশী গতির প্রসেসর সমৃদ্ধ কমপিউটার
  • ৬৪ মেগাবাইট র‍্যাম বা তার বেশি মেমোরির র‍্যাম
  • ৪০ মেগাবাইট ফ্রি হার্ডডিস্ক স্পেস
  • উইন্ডোজ ৯৫,৯৮ অথবা এক্সপি অপারেটিং সিস্টেম
  • ট্যালি সফটওয়্যার (ডেমো সংস্করণ কিংবা পূর্ণ লাইসেন্সড সংস্করণ। লাইসেন্স সংস্করণ বাংলাদেশে ট্যালি পার্টনারট্যালি বাংলাদেশ থেকে কেনা যাবে।)

ট্যালি.ইআরপি ৯ ডাউনলোড

ট্যালি.ইআরপি ৯ একটি প্রোপ্রাইটরি সফটওয়্যার। বাণিজ্যিক ব্যবহারের জন্য অবশ্যই লাইসেন্স কিনতে হবে। তবে প্রশিক্ষণের কাজে কিংবা শিক্ষামূলক কাজে সফটওয়্যারটি ‘এডুকেশনাল’ মোডে ব্যবহার করা যাবে। TallySoftware.com.bd/Download থেকে ট্যালি.ইআরপি ৯ সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করে নিন। এটির সাইজ প্রায় দেড়শ মেগাবাইটের মত, আপনার ইন্টারনেটের গতির উপর নির্ভর করবে এটি ডাউনলোড হতে কত সময় প্রয়োজন।

ইনস্টল করা

ডাউনলোড হওয়া সেটআপ ফাইলটি ইনস্টল করতে ডাবলক্লিক করুন। এরপর একটি পপআপ উইন্ডো হবে যেখান থেকে নির্বাচন করতে হবে আপনি Single User নাকি Multi User সংস্করণটি ইনস্টল করতে চান। প্র্যাকটিসের জন্য Single User নির্বাচন করে Next বাটন প্রেস করুন।

এরপর সেটআপ এবং ডাটা ব্যাকআপ ড্রাইভ নির্দিষ্ট করে সেটআপ সম্পন্ন করুন। প্র্যাকটিসের জন্য ডিফল্টভাবে যে সেটিং আছে সেটি ঠিক রেখেই সেটআপ সম্পন্ন করুন।

চলুন এবার কাজ শুরু করি!

ট্যালি ইআরপি ৯ আপনার কম্পিউটারে ইনস্টল হলে এবার আপনি কাজ শুরু করতে পারবেন। আপনার যদি লাইসেন্স থাকে তাহলে সেটি Reactive অপশন থেকে চালু করে নিতে পারেন।

Educational মোডে কাজ করা

ট্যালির এডিকেশনাল ভার্সন ব্যবহার করে ট্যালি চালনা করে প্রশিক্ষণ নেয়া যায়। এতে সম্পুর্ণ সফটওয়্যারের অনেক সুবিধা পাওয়া যায়। আপনি শেখার জন্য আপাতত ট্যালি ইআরপি মোডেই কাজ করতে পারেন। এজন্য ইনস্টল করার পর :

  • Tally .ERP 9 চালু করুন । এক্টিভেশন ফর্ম স্ক্রিন প্রদর্শিত হবে ।
  • Work In Educational অপশনে ডাবল ক্লিক করুন ।
  • Silver Educational Mode (Single User)অপশনে ডাবল ক্লিক করুন । ট্যালি ইআরপি প্রাথমিক স্ক্রিন আসবে। এরপর আপনি ট্যালিতে যেকোন কাজ করতে পারবেন।

ট্যালির ফোল্ডার ও সিস্টেম ফাইলসমূহ

ট্যালি ইন্সটলেশনের পর ফোল্ডার ডিরেক্টরিতে আপনি নিচের ফোল্ডার ও সিস্টেম ফাইল সমূহ পাবেন। আপনার বোঝার সুবিধার্থে সেগুলোর বর্ননা নিচে দেয়া হলো।

  • Date: সব কোম্পানির ডেটা এখানে সংরক্ষিত হয়।
  • Lang : সব ল্যাংগুয়েজ এখানে সংরক্ষিত হয়।
  • Getting Started 9: স্টাটিং ট্যালি ৯ সহ হেল্প ফাইল ।
  • Lang .900: ল্যাংগুয়েজ ফাইল ।
  • Lock converter: ট্যালির ফিজিক্যাল লককে সফটলক সিস্টেমে কনভার্শন ।
  • SDFExportlmport.tcp: VAT SDFN Import /Export ইউটিলিটি
  • Stat.900: Statuary মাস্টার ও রেকর্ড ফাইল।
  • Startref: Vat এর হেলপ ফাইল ( শুধু মাত্র ভারতের জন্য )
  • Tally .ini : কনফিগারেশন সেটিং ফাইল এ যে কোন টেক্ট্র ফাইলে ওপেন করা যাই ।
  • Tally 9.exp : ট্যালি ৯ সফটওয়্যার
  • Tally 72 Lincserver : ট্যালি ৯ সার্ভার ফাইল
  • Tally 72 Migration : ট্যালি ৭.২থেকে ৮০১ এ বা বিপরীতে মাইগ্রেশন টুল ফাইল
  • Tally .rew : ট্যালি রিরাইটিং ফাইল
  • Tallylic9xserver : উইন্ডোজ ৯x এর জন্য লাইসেন্স ফাইল
  • Tally ref : ট্যালি হেলফ ফাইল
  • Tally sav .tsf : সংরক্ষিত কনফিগারেশন ধারি Tally sav ফাইল
  • Tallywin : সাপোর্ট ফাইল
  • Unicows .dll : ইউনিকোডের জন্য DLL ফাইল
  • Unistall: ট্যালির আনইন্সটলেশন

আজ আমরা ট্যালি ডাউনলোড এবং সেটির ইনস্টলেশনের বিস্তারিত জানলাম। এরপরের পর্বে কিভাবে ট্যালিতে একটি কোম্পানী তৈরি করা যায় সে বিষয়ে বিস্তারিত লেখা হবে। আশা করছি সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ভাল থাকুন।

Level 0

আমি ট্যালি মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো হয়েছে, পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

Level 0

কষ্ট করে লেখার জন্য ধন্যবাদ।

Wow! Excellent