নিজেই সেটাপ করুন উইন্ডোজ এক্সপি

উইন্ডোজ সেটাপ করার আগে কম্পিউটার থেকে প্রয়োজনীয় ফাইল সরিয়ে ফেলতে হবে । সিডি অথবা ফ্লাশ মেমোরীতে কপি করা যেতে পারে অথবা কম্পিউটারে যদি একাধিক ডিস্ক পার্টিশন থাকে C  ড্রাইভ ছাড়া অন্য যেকোন ড্রাইভে প্রয়োজনীয় ফাইল কপি করে রাখা যাবে ।    WINDOWS সাধারণত: C  ড্রাইভে সেটাপ করতে হয় ।

বায়োসে প্রবেশ করার জন্য সাধারণত: F2 অথবা DELETE প্রেস করতে হয় । কোন কোন কম্পিউটারে এর ব্যতিক্রমও আছে । কম্পিউটার চালু করে স্কীনে লক্ষ্য করলে দেখা যাবে বায়োসে প্রবেশ করার জন্য কোন কী প্রেস করতে হবে । নীচের ছবিটি লক্ষ্য করুন । press F2 to enter setup এখানে বায়োস সেটাপে প্রবেশ করার জন্য F2 প্রেস করতে হবে ।

নীচের ছবিটিতে লক্ষ্য করুন 1ST  BOOT  DEVICE [CDROM] সেট করা আছে । এটিকে প্রয়োজনে পরিবর্তন করা যায় । একটি কম্পিউটারে একাধিক BOOT ডিভাইচ থাকে । আমরা যেহেতু সিডি থেকে WINDOWS XP SETUP করব সেজন্য আমাদেরকে 1ST BOOT  সেটাপ করতে হবে CDROM . কোন কোন কম্পিউটারে  বায়োচে প্রবেশ না করে F12  প্রেস করেও BOOT সিলেক্ট করা যায় ।

উইন্ডোজ সিডি অথবা সিডিরমে যদি কোন সমস্যা থাকে অথবা সিডি রম যদি দুর্বল হয় তাহলে উইন্ডোজ সেটাপ করতে সমস্যা হতে পারে ।

bootscreen1-large.jpg

xp1-large.jpg

 

 

 

 

 

 

 

 

বায়োচ সেটাপ কমপ্লিট করার পর F10  প্রেস করে SAVE করুন । সিডি রমে WINDOWS সিডি দিয়ে বায়োচ থেকে বেরিয়ে আসুন ।

WINDOWS  SETUP করার জন্য কম্পিউটার RESTART করুন । PRESS ANY KEY TO BOOT FORM CD লেখাটি স্কীনে দেখা যাবার সাথে সাথে কীবোর্ড থেকে যেকোন একটি কী প্রেস করুন ।

 

newpicture-large.jpg

 

 

বুট শুরু হবার পর BLUE NCREEN –এর নীচে একটি ম্যাসেজ থাকবে PRESS F6 IF YOU NEED TO INSTALL ANY THIRD PARTY OR RIDE DRIVERS. এই RIDE DRIVER বা সাটা DRIVER সব কম্পিউটারে দরকার হয় না । যদি সাটা ড্রাইভার সেটাপ করার প্রয়োজন হয় তাহলে F6 প্রেস করে ফ্লপি থেকে সাটা ড্রাইভার ইনস্টল করতে হবে ।

 

 

নীচের ছবিতে লক্ষ্য করুন ENTER = CONTINUE    R=REPAIR   F3 = QUIT

এখানে CONTINUE করার জন্য ENTER করুন ।

 newpicture2-largepng.jpg

 

 

 

 

 

 

 

 

 

নীচের ছবিটি লক্ষ্য করুন F8 = I AGREE   ESC = I DO NOT AGREE. এখানে F8 প্রেস করুন ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

নীচের স্কীনে লক্ষ্য করুন ENTER = INSTAL  D=DELETE  PARTITION   F3=QUIT

এখানে হার্ডডিস্কে প্রয়োজনমত যে কোন সাইজে পাটিশন করা যাবে । পার্টিশনা করতে চাইলে প্রথমে D প্রেস করে পার্টিশান DELETE করে নিতে হবে । এরপর C প্রেস করে পাটিশন সাইজ দিয়ে এন্টার করতে হবে । কোন একটি ড্রাইভকে ২০ গিগাবাইটে ভাগ করতে চাইলে ২০০০০ টাইপ করুন । কোন একটি পার্টিশন ডিলিট করার আগে খেয়াল রাখতে হবে সে ড্রাইভে কোন গুরুত্বপূর্ণ ফাইল জমা আছে কিনা ।

newpicture4-largepng.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

পার্টিশন শেষ করে ড্রাইভ সিলেক্ট করে এন্টার করলে নীচের ছবিটি দেখা যাবে । এখানে QUICK FORMAT এর দুটি এবং NORMAL  FORMAT এর দুটি অপশন দেখা যাবে । NTFS ও FAT হচ্ছে ফাইল সিসটেম । NORMAL FORMAT করাই উত্তম । এখান থেকে যেকোন একটি অপশন  সিলেক্ট করে এন্টার করুন ।

 

newpicture5-largepng.jpg

 

ফাইল সিসটেম সিলেক্ট করে এন্টার করার পর নীচের ছবিটি আসবে ।  F = FORMATE  ESC = CANCEL .   ফরমেট করার জন্য F প্রেস করুন ।

 

newpicture6-largepng.jpg

 

ফরমেট শেষ হবার পর অটোমেটিক সিডি থেকে ফাইল কপি শুরু হবে । কপি শেষ হবার পর কম্পিউটার RESTART হবে ।  আবারো স্কীনে ম্যাসেজ আসবে PRESS ANY KEY TO BOOT FORM CD……. এবারে কোন কী প্রেস করা যাবে না ।

 

 newpicture7-largepng.jpg

 RESTART  হবার পর নীচের স্কীনটি আসবে ।  এতে বেশ কিছু সময় ধরে সেটাপ চলতে থাকবে ।

newpicture14-largepng.jpg

 

 

 

 

 

 

 

 

 

নীচের স্কীনটি আসার পর NEXT –এ ক্লিক করুন ।

newpicture9-largepng.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

নীচের স্কীনটি আসার পর কীবোর্ড থেকে যেকোন একটি নাম টাইপ করে NEXT –এ ক্লিক করুন ।

newpicture10-largepng.jpg

এবারে উইন্ডোজ এক্সপির ২৫টি কী টাইপ করে NEXT –এ ক্লিক করুন । এই কীগুলো সিডির লেবেলের সংগে দেয়া থাকে । যদি অরিজিনাল উইন্ডোজ না হয় তাহলে এই কীগুলো ব্যবহার করতে পারেন । [ V2C47-MK7JD - 3R89F - D2KXW - VPK3J]

newpicture11-largepng.jpg

 নীচে স্কীনে কম্পিউটার নেম ও পাসওয়ার্ড দেয়া যেতে পারে । এটি অপশনাল । না দিলেও কোন সমস্যা নেই । সেটাপ কমপ্লিট করার পরেও ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কম্পিউটার লক করা যায় । CONTINUE  করার জন্য NEXT- এ ক্লিক করুন ।

newpicture12-largepng.jpg

নীচের স্কীনটি আসার পর NEXT-এ ক্লিক করুন ।

newpicture13-largepng.jpg

এখানেও NEXT - এ ক্লিক করুন ।

newpicture15-largepng.jpg

এখানে কিছুটা সময় অপেক্ষা করতে হবে ।

newpicture16-largepng.jpg

নীচের স্কীনটি আসার পর OK করুন ।  এরপর আরো একটি ম্যাসেজ বক্স আসবে সেখানে CENCLE অথবা OK করতে পারেন । CNCLE  করলে সেটাপ কমপ্লিট হবে । আর যদি OK করেন তাহলে আরো কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে ।

newpicture17-largepng.jpg

উপরের শেষের ম্যাসেজটি আসার পর যদি OK করেন তাহলে নীচের ম্যাসেজটি আসবে । এখানেCONTINUE করার জন্য NEXT-এ ক্লিক করুন ।

newpicture18-largepng.jpg

নীচের স্কীনটি আসার পর SKIP-এ ক্লিক করুন ।

newpicture19-largepng.jpg

 

নীচের স্কীনটি আসার পর NOঅপশনটি সিলেক্ট করে NEXT –এ ক্লিক করুন ।

newpicture20-largepng.jpg

নীচের এই স্কীনটি আসার পর একাধিক ইউজার অথবা একটি ইউজার নেম দিয়ে NEXT-এ ক্লিক করুন ।  একাধিক ইউজার নেম দিলে ভিন্ন ভিন্ন ইউজার তৈরি হবে ।

newpicture21-largepng.jpg

এটি হলো WELCOME SCREEN.

newpicture22-largepng.jpg

 

 

 

 

 

 

 

 

 

এখানেই সেটাপ সমাপ্ত ।

newpicture23-largepng.jpg

 এবারে ড্রাইভার সিডি থেকে প্রয়োজনীয় ড্রইভার ও সফ্টওয়ার সেটাপ করে নিতে হবে ।

Level 0

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নতুনদের সত্যিই অনেক কাজে আসবে। আমার মত যারা এক্সপি সেটআপ ঠিকমত জানি না। অনেক ধন্যবাদ।

Level 0

এটা একটা ধারাপাত শিক্ষার আংশ অ-তে ………………………………………………………………………………………………….

টেকটিউনস কি সব লেভেলের ইউজারদের জন্য ? নাকি যারা বেশি Expart তাদের জন্য । আমি সাইয়ুল ভাইকে নিরাশ করেত চাইনা। যদিও এটি একটি সাধারন মানের টিউন, তারপোরো এখানে তার অক্লান্ত পরিশ্রম ছিল । ধন্যবাদ টিউনারকে ।

Level 0

টেকটিউনস অব্যশই সবার জন্য। তাই উনার এই প্রচেষ্টাকে স্বাগত জানাই।

Level 0

সাইফুল ভাই অনেক বড় একটা উপকার করলেন।আমি ঠিকমতো এক্সপি সেটাপ দিতে পারি না তো এখন পারব বলে আশা রাখি (ধন্যবাদ)

You have done a good job. This tune will have halped new user. Thank you very much Saiful Islam.

Level 0

তানভীর আলম সজিব ভাই ,মন্তব্য করার সময় think করেন, at ist computer use করার সময় অাপনি কেমন ছিলেন ????

আমার এখনও মনে আছে, যখন সেটআপ দিতে পারতাম না তখন একে ওকে ধরে আনতে হত ……. একদিন হঠাৎ নিজেই সেটআপ দিয়ে ফেলি …… যাই হোক প্রসংশনীয় একটি টিউন …… নতুনদের জন্যে একটা মধূর হাড়ি এই টিউন ,,,….. এতে আমার দ্বিমত নাই

সাইফুল ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি, যারা নেগেটিভ মন্তব্য করেছেন তাদেরকে বলছি টেকটিউনস নিশ্চই কোন নির্দিষ্ট শ্রেণীর জন্য নয়। আমার মনে হয় এটি রুট লেভেল হতে এক্সপার্ট লেভেল পর্যন্ত সবার জন্যই। সুতরাং এখানে আমরা যা লিখছি তার কয়টি টিউন রুট লেভেল ইউজারদের জন্য লিখছি একটু ভেবে দেখুন। উবুন্টু বলুন, লিনাক্স বলুন আর অন্যান্য উচ্চমার্গীয় কথাবার্তা যাই বলুন না কেন তার কোন টাই কিন্তু নতুন ইউজাদের কাজে আসেনা। কারণ তারা এর কোন আগামাথা খুজে পায়না। এত উচ্চমার্গীয় টিউনের সাথে এম.এস.ওয়ার্ডে কিভাবে ফাইল সেভ করতে হয় এরকম সাধারণ মানের (এক্সপার্টদের কাছে) কিছু টিউনও দরকার নয়তো টেকটিউন বড় বেশী একপেশে হয়ে যাচ্ছে। এবং এই ধরনের লেখাকে নতুন মাত্রা দেয়ার জন্য নতুন একটি বিভাগ খোলা প্রয়োজন বলে আমি মনে করছি যা নতুনদের টেকটিউনের প্রতি আগ্রহী করে তুলবে। সবাইকে সব ধরনের টিউন দিয়ে টেকটিউনকে সব শ্রেণীর ইউজারের উপযুক্ত করে তোলার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।

Level 0

কামরুল ইসলাম রুবেল ভাইয়ের সাথে আমিও একমত।

এ রকম একটি টিউন লেখার জন্য ধন্যবাদ।

কামরুল ইসলাম রুবেল ভাইয়ের সাথে আমিও একমত।
টেকটিউন এখন অনেকটা একপেশে হয়ে যাচ্ছে। সামান্য একটা গেমস নিয়ে টিউন করলেও নির্বাচিত হয়ে যাচ্ছে। একজন আরেকজনকে তেল মারা আই মিন কথার ফুলঝুরি বেশি চলছে। বেস্ট টিউনাররা (আমার দৃষ্টিতে) পিছিয়ে পরছে, একমাত্র যা ইচ্ছা তা তারা টিউন করতে পারছেনা বলে । আমি কিছু দিন আগে রিন ভাইয়ের একটা কমেন্ট এর নেগেটিভ কমেন্ট করেছিলাম, সেখানে টিউনারদের মান নিয়ে কথা বলা হয়েছিল । আরেকটি কথা একটি টিউন কিভাবে নির্বাচিত বলে বিবেচিত হয় সেটা একটা প্রশ্ন থাকল ?
এটার মাপকাঠিটা কি ? আমরা টেকটিউনকে আরো ভালো দোখতে চাই । কিন্তু আমার মনে আগের মান ধরে রাখতে পারছেনা । আমার এই মন্তব্য কারো জন্য ঢালাও ভাবে নয়। এটা আমার ব্যক্তগত মতামত।
ধন্যবাদ

সাইফুল ইসলামকে ধন্যবাদ উইন্ডোজ এক্সিপ ব্যবহার করছি , ভিসতা ব্যবহার করেত চাই যদি কোন ভাই সাহায়্য করেন

[email protected]

সাইফুল ভাইকে অনেক ধন্যবাদ।

Level 0

দারুন

সাইফুল ভাইকে অনেক ধন্যবাদ।

notunder onek kajer jinish…..tnx saiful vai

ভাই স্কিন সট গুলো কি ভাবে নিয়েছে বলবেন।

Level 0

kajer moto kaj.

প্রথমেই সাইফুল ভাইকে ধন্যবাদ দেব। পরে সমালোচনার সমালোচনা করব।
এখানে কারও কারও কমেন্টস পড়ে মনে হয়েছে TT তে এমন কোন টিউন করা যাবেনা যা TT এর বড় ভাইয়েরা জানে। কিন্তু বড় ভাইয়েরা একটু চিন্তা করে দেখেন প্রথম অবস্তায় আপনারা কেমন ছিলেন? আপনাদের কমেন্টস পড়ে মনে হয় আপনারা চাননা ছোট ভাইয়েরা কিছু শিখুক। তাই মানসিকতা পাল্টান। সবার মঙগল হবে।

Level 0

অনেক ধন্যবাদ।