সিডি/ডিভিডি ডিস্ক রাইট করুন মাত্র ৫ মেগাবাইট সফট দিয়ে!

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

সিডি রাইট তৈরি করতে আমরা শুধু Nero কে বুঝি, এবং বেশির ভাগই Nero দিয়ে সিডি রাইট করি, কিন্তু Nero এমবি বেশি থাকার কারনে অনেকে সেটাপ দিলে কম্পিউটার হয়ে যায় স্লো, আর সে বাধ্যগত রিমুভ করতে হয় এই Nero সফট কে, তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মাত্র ৫ মেগাবাইটের সুন্দর একটি সফট যা দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় সিডি/ডিভিডি রাইট করতে পারবেন অনেক সহজ ভাবে।

প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন, তারপর ইন্সটল করে চালু করুন।

এবার উপরের লিষ্ট থেকে আপনার পছন্দের অপশন সিলেক্ট করুন, আমি BURN ISO IMage সিলেক্ট করলাম, কারণ আমার আগে Windows এর ISO ফাইল তৈরি করা আছে তাই, এখন সিডি করে রাখব। আর Copy OR grab Dice ব্যাবহার করে আপনি বুটেবল ডিস্ক বানাতে পারবেন। যদি আপনি সব তথ্য একি ডিস্ক এ রাখতে চান তাহলে data disk নির্বাচন করে Ok ক্লিক করুন।

এবার Browse বাটনে ক্লিক করে আপনার ISO ফাইল টি দেখিয়ে দিন, সবশেষ Brun disc ক্লিক করুন, তাহলে সিডিতে ISO ফাইলটি বার্ন হবে।

Nero সফট থেকে অনেক দ্রুত বার্ন হয় ডিস্ক আমি নিজেই ট্রাই করে দেখলাম।

বিঃদ্রঃ সিডি রাইট করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে ডাটা অনুযায়ী ডিস্ক কতটুকু পূরণ হল। আর ডিস্ক একদম ফুল করে রাইট করবেন না।
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ফ্রি এম এম এস পাঠাতে চলে যান BANGLADESH.USA.CC
আমি জানি না কত দিন থাকবে তবে ফ্রি বলে কথা

৫ মেগাবাইট সফট কিন্তু কাজ তো করে দেখতেছি অনেক, আমি এতা এখনো ব্যবহার করি নাই। কিন্তু আমি জানি হোসাইন ভাই যেহেতু টিউন করছে, তাহলে অবশ্যই ভালো হবে। ধন্যবাদ হোসাইন ভাই

Level 0

Bhai link ta theke download korte parchina….gpmms diye pls direct link den….pls

Level 0

etar naam ki burnware…./?

Level 0

windows7 এ কাজ করবে?

Level 0

Bhai, cd ba dvd take cd/dvd write korte chaile ki protome computer-e copy korte hobe?(kinto onek somoy dekha jai j gan/video golo only 20kb or small size take ba copy hoina)

Dvd take kivabe song alada korbo?

7 er jonno kichu nai ?

7 e kaj korbe ki?

vai akta mojar prosno chilo ? ta holo cd ba dvd kamon speed a burn kora usit. kau bole jotota high para jai , abar kauba bole jotota low speed a burn kora jai. tai onuggroho kore bolben ki bistarito vabe? dhonnobad.