নিজের ছবিকে নিয়ে কাজ করার দারুন এক ফানি সফট নিয়ে নিন ফ্রিতে

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।


আমরা চাই নিজের ছবিকে অন্যর থেকে একটু আলাদা করে সাজাতে, আর আমি অনলাইনে ব্রাউজ করতে করতে এই ফানি সফটটি পেলাম, এবং কাজ ও করে দেখলাম অনেক সুন্দর ছবির কাজ করা যায়,সাথে ছবিকে এনিমেশন ও রূপান্তর করা যায় এই ফানি ফটো সফট দিয়ে।

প্রথমে এখান থেকে Funny Photo Maker সফট টি ডাউনলোড করে আপনার পিসিতে ইন্সটল করুন। তারপর চালু করুন। তাহলে নিচের মত আসবে।

এবার Open Image বাটনে ক্লিক করে আপনারএকটি ছবি নিন। আমি আমার ছবি নিলাম।

এখন Edit Template ক্লিক করে Frame, Face Fu্‌ Artistic, থেকে যে কোন একটি ইফেক্ট সিলেক্ট করুন,

তাহলে ছবির মধ্যে অটোমেটিক ইফেক্ট টা পড়বে। যা আমাদের ফটোশপে করতে অনেক সময় লাগত করতে।

সবশেষ ছবি Save করতে Expart বাটনে ক্লিক করে Save বাটনে ক্লিক করে ছবির মাপ নিয়ে Expart ক্লিক করুন তাহলে ছবি সেভ হয়ে যাবে।

নিচে আমার এই সফট দিয়ে কিছু কাজ করা ছবি।
১।

২।

৩।


ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লিঙ্কে এ গোলমাল, আমি techtunes.io বাদ দিয়ে ঠিক করে নিলাম। কিন্তু জারা বুঝবেন না, তাদের জন্য লিঙ্ক ঠিক করে দিন।

Level 0

আমি লিংক টা ঠিক করে ডাউনলোড দিলাম । ধন্যবাদ হোছাইন আহম্মদ ভাই।

যাদের ডাউনলোড করতে সমস্যা হচ্ছে তারা এখান থেকে ডাউনোড করে নিন http://www.funny-photo-maker.com/setup_funny_photo_maker.exe

    @হোছাইন আহম্মদ: লিংকে কাজ করে না ভাইজান। একটু চেক করেন?

Level 0

ধন্যবাদ আপনার সুন্দর অ্যাপস এর জন্য। Android এর জন্য এমন অ্যাপস থাকলে শেয়ার করবেন।

হোছাইন ভাই। আপনার টিউনটা অনেক সুন্দর হয়েছে। চালিয়ে যান। সামনে আরো টিপস আশা করছি।

Level 4

ভাই আপনার পোষ্টা দেখে খুব ভাল লাগলো , কিন্তু লিঙ্কটা পেলাম না ,আশা করি পাব।

    @GS Gofur: ধন্যবাদ আপনাকে @ লিঙ্কটা মন্তব্যর ঘরে দেওয়া আছে ডাউনলোড করে নিন।