Windows Bootable USB তৈরি এত সহজ! কোন সফটওয়ার লাগবে না। একবার দেখুন।

বর্তমান সময়ে Bootable USB খুব জনপ্রিয় বিশেষ করে Operating System সেটাপ দেয়ার জন্য এর মাধ্যমে DVD এর চেয়ে খুব দ্রুত  সেটাপের কাজ শেষ করা যায় Bootable USB তৈরি করার জন্য বর্তমানে অনেক জনপ্রিয় Toolরয়েছে যেমন SarduYumiUniversal USB Installer, WinToFlash, Rufus, Win setup from USB, WinToBootic ইত্যাদি টুল তবে আপনি চায়লে DOS Command বা Batch File এর  মাধ্যমেও Windows Bootable USB  তৈরির কাজটি করতে পারেন এ পদ্ধতিতেএক্সপি ছাড়া পরবর্তী সব Windows অর্থাৎ Windows 7,8,8.1  Bootable USB তৈরি করা যাবে  কাজটি খুব সহজ এবং অল্প সময়ে করা যাবে

Windows Bootable USB  with DOS Command:
আপনি যদি DOS Command ব্যবহারে অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে নিচের কমান্ডগুলো পর্যায়ক্রমে ব্যবহার করুন। 
diskpart
list disk
select disk [Disk No] (Disk No এর জায়গায় আপনার USB Disk No দিতে হবে)
clean
create partition primary
active
assign
format [USBDrive Letter]: /fs:ntfs /q (USB Drive Letter এর জায়গায় আপনার USB Drive Letter দিতে হবে)
Windows Bootable USB  withBatch File:
যদি আপনি DOS Command ব্যবহার করতে না চান বা অভিজ্ঞ না হন তাহলে নিচের পদ্ধতিটি আপনার জন্য দারুন হবে। Batch File ব্যবহার  করে কাজ করার মজাই আলাদা আমি Batch File টি খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি এর আগে Clean Disk Command নিয়ে আমি আরেকটি পোষ্ট করেছিলাম প্রায় একই কাজ এখানে করা হয়েছে যারা আগের পোষ্টটি দেখেছেন তারা এ পোষ্টটিকে আরো সহজে বুঝতে  পারবেন তাহলে শুরু করি কাজটি করার আগে আপনার সব Process Close করে নিন একাধিক USB থাকলে সরিয়ে শুধুমাত্র একটি USB ই রাখুন যেটিকে Bootable করবেন
। Run as Administratorহিসেবে Bootable USB.bat ফাইলটি Run করুন নিচের মত আসবে। Warning Massage আছে যে আপনার  পেনড্রাইভের সব ডাটা মুছে যাবে তাই Important DataBackup নিন
আপনি যদি কাজটি চালিয়ে যেতে চান তাহলে Y লিখে Enter দিন
নিচের মত আসবে উপরে আপনার পিসিতে কয়টি Diskলাগানো আছে তার তালিকা রয়েছে ওখান থেকে Size দেখে আপনার USB Disk  No টি সনাক্ত করুন সাধারণত Internal HDD No = 0 এবং Removable Disk No =1 এভাবে Serialহয়ে থাকে
আমার Disk No1 তাই আমি 1 লিখে Enter দেবো। Enter দেয়ার পর অপেক্ষা করুন। 
অনেকগুলো কাজ হয়ে গেছে এর মধ্যে উপরের ফলাফল দেখাচ্ছে এবার USB Driver Letter দিতে বলা হচ্ছে
। USB Driver Letter দেখার জন্য My Computer খুলোন
উপরের চিত্রে আমার USB Driver Letter হলো H তাই আমি H লিখে Enter দেবো। 
কিছুক্ষণ পর সব কাজ শেষ করে Batch File টি Automatically Close হয়ে যাবে। My ComputerUSB Driver দেখুন। 
এখন Windows 7/8/8.1 এর DVD এর সমস্ত ফাইল আপনার পেনড্রাইভে Copy/Send To করে দিন যাদের DVD নেই ISO ফাইল আছে  তারাপ্রথমে ISO Extract করে তারপর ফাইলগুলো কপি করতে পারেন। 
Your Bootable Windows USB is now readyto use.

আমি এ পদ্ধতিতেWindows 7 আর 8.1 ব্যবহার করে দেখেছি। দারুন কাজ করেছে।

Level 2

আমি Kamrul Cox। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 645 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই । খুবই সুন্দর হয়েছে। কাজে লাগবে।

আগেও জানতাম, আর কিছু প্রসেস নতুন করে জানলাম @ ধন্যবাদ কামরুল ভাই

ভাই জানেরা একই পেন ড্রাইভে xp, vista & 7 রাখবো কিভাবে ? জানালে বড় ভাইয়ের মত কাজ হত । মজা করে বললাম 🙂 । চট জলদি সমাধান দরকার । অগ্রিম ধন্যবাদ দিয়ে রাখলাম কারন HELP পাওয়ার আশা আছে ।

কামরুল ভাইয়ের ব্লগ সাইটে ঢু মারেন। সব প্রসেস পেয়ে যাবেন। আমি নিজে কামরুল ভাইয়ের সকল পদ্ধতি অনুসরণ করি। কারন অন্যান্ন এর চাইতে কামরুল ভাইয়ের পোস্টগুলা ক্লিয়ারলি বোঝা যায়।@ganibd

    Level 0

    @মিরাজ খন্দকার: ধন্যবাদ। হ্যা কাকামরুল ভাই details লেখে।

Level 0

Amake ektu bolben kivabe ai soft ta make korlen??? plz

    Level 2

    @mdsadi: ডস কমান্ড জানা থাকলে কাজটি আপনিও পারবেন। আওপুট হিসেবে অল্প কিছু লেখা দেখলেও ফাইলটি কিন্তু অসংখ্য ডস কমান্ডের সমন্বয়ে তৈরি। নিচের লিংকে ডস ফাইলটি পাবেন। যদিও আমি exe ফাইলটাকে আরেকটু আপডেট করেছি।
    http://www.mediafire.com/download/oin8gsczr5k5irp/Bootable_USB.bat

Level 0

Thanks, but জানতে চাচ্ছিলাম, ICON টা কিভাবে দিলেন??? যেটা আপনার থেকে গতকাল ডাউনলোড করেছিলাম…

Kamrul Vai ..Pendrive bootable korar pore Boot device a gie 1st Boot device removal/USB dite hoy jantam.but amar pc te Boot device a 4 ta Option Show kore : (1) CD/DVD (2) hard Disk (3) Floopy Drive (4) Ethernet… Ami tahole 1st Boot device Konta dibo…Amar Intel Motherbord Dual Core Processor aktu help korben Pls…

    Level 2

    @আশিকুর রহমান সৌরভ:
    Pendrive Connect করে বায়োসে ঢুকবেন। তারপর Hard Disk যেখানে আছে সেটাতে গিয়ে এন্টার চাপলেই USB দেখবেন। এরপর USB টা সিলেক্ট করে দিবেন।