ব্রডব্যান্ড ইন্টারনেটের সাথে টিএন্ডটি কল সিষ্টেম করতে চাই

আস সালামু আলাইকুম। ভাইয়েরা ভাল আছেন্?

আমার এক্স পি উইন্ডোতে ব্রডব্যান্ড লাইন যুক্ত আছে।

আমার একটি টেলিফোন সেট আছে।

আমি চাচ্ছি যে ব্র্রডব্যান্ড লাইনের সাথে টেলিফোন সংযোগ করি। এবং ফ্রিতে ইন্টারনেটের মাধ্যমে দেশে এবং বিদেশে কল করতে পারি।

এটা কি সম্ভব না-কি?

টেকটিউনে আমি অনেক সার্চ করেছি, খুজে পাচ্ছি না। গুগলেও অনেক ট্রাই করেছি। মাগার পেলাম না। আমি জানি এখানকার বড় ভাইয়েরা সাহায্য করবেন। কারণ এইটা এমন এক প্লাট ফর্ম, যে কোন সমস্যা প্রদান করার জন্য অনেকে বসে থাকেন। তাদের কাজ হল সেবা প্রদান করা।

দয়া করে এ ব্যাপারে কোন টিউটোরিয়াল থাকলে আমাকে সাহায্য করবেন।

Level 0

আমি বিদ্রোহী সেনা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কোন টিউটোরিয়াল বা কোন ‍উপদেশ আশা করছি বড়দের কাছ থেকে।
ধন্যবাদ।

Level 0

এটা এখনও বাংলাদেশে চালু হয় নাই। আড়ও ১০ বছর অপেক্ষা করেন।

আপনি এভাবে চেষ্টা না করে PC2Phone Software টি দিয়ে করতে পারেন। এতে দেশে বিদেশে কল করা জায় ইন্টারনেটের মাধ্যমে।

    @উদীয়মান লেখক: ei soft er naam ki? eita te ki free kotha bola jabe?

      @বিদ্রোহী সেনা: PC2Phone ই এটার নাম। আমি অনেক সাইবার ক্যাফেতে এটা দেখেছি। যে বলছে এটা বাংলাদেশে হবেনা তারা টেলিফোন সেট এর কথা বলছেন। যা কিনা বাংলাদেশে হয়না। কিন্তু Software দিয়ে এটা করা যায়। আপনাকে ইথারনেট ক্যাবলের মাধ্যমে আপনার ফোন পিসিতে যুক্ত করতে হবে। পরে আপনি এটা চালাতে পারবেন।

        @উদীয়মান লেখক: জানি না কি করব! অনেক সফট ডাউনলোড করে ইন্সটল করলাম। কিন্তু সব সফটই টাকা চায়।

Level 0

বাংলাদেশে না only, আমার জানামতে world এ কোথাও এই technology হয় নাই যে নরমাল টেলিফোন সেট আর broadband internet দিয়ে ফ্রি কথা বলা যাবে;
হ্যা VOIP technology builtin (দেখতে নরমাল টেলিফোন সেট এর মত) সেই device দিয়ে ডিভাইস থেকে ডিভাইস ফ্রি কথা বলা যাবে ওভার internet.

*** সরকারিভাবে বাংলাদেশে এই টাইপের ডিভাইস ব্যবহারের অনুমতি আছে বলে মনে হয় না, যেহেতু VOIP লিগাল না.