ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে আপনার পিসিতেই এনড্রয়েড জেলিবিন চালান

আস্সালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি ভার্চুয়াল বক্সে এনড্রয়েড জেলিবিন 4.3 ইনস্টল করে App,Game ইনস্টল করা ও ব্যবহার করার পদ্ধতি দেখাব। কেউ যদি আগে এ ধরনের পোস্ট করে থকে তাহলে মাফ করবেন, যারা জানে না তদের জন্য টিউন করছি।

পিসিতে Android চালানোর জন্য Virtual Box ও Android-x86 এর iso ফাইল লাগবে. নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন
Virtual Box (101 MB) : http://download.virtualbox.org/virtualbox/4.3.4/VirtualBox-4.3.4-91027-Win.exe
Virtual Box USB Plugin (11 MB) : http://download.virtualbox.org/virtualbox/4.2.20/Oracle_VM_VirtualBox_Extension_Pack-4.2.20-90983.vbox-extpack
Android 4.3 x86 (199 MB) : http://android-x86.googlecode.com/files/android-x86-4.3-20130725.iso

ডাউনলোড করে Virtual Box Install করে Virtual Box USB Plugin ফাইলটিতে ডাবল ক্লিক করে Install করার পর নিচের নিয়ম Follow করুন

প্রথমে ভার্চুয়াল বক্স চালু করে New এ ক্লিক করুন
1

একটি বক্স আসবে, এখানে নিচের ছবির মত করে সব তথ্য দিয়ে Next ক্লিক করুন
2

এরপর RAM এর সাইজ দিতে বলবে, এখানে আপনার পিসির র‌্যাম এর সাইজ অনুযায়ী সাইজ দিন. সর্বনিম্ন 256 MB দিতে হবে. আপনার র‌্যাম ২ GB হলে এখানে 800 MB দিতে পারেন. Next চাপুন
3

এরপরের বক্সে “Create a virtual hard drive now” সিলেক্ট করে Create বাটন চাপুন
4

এবার যে নতুন উইন্ডো আসবে তাতে “VDI (VirtualBox Disk Image)” সিলেক্ট করে Next চাপুন
5

“Dynamically allocated” এ ক্লিক করে Next চাপুন

6

এরপর হার্ডডিস্ক এর সাইজ 4 GB অথবা আপনার পছন্দমত দিন (সর্বনিম্ন 1 GB). দিয়ে Create বাটন চাপুন
7

এরপর Virtual Box Software থেকে AndroidOS Start করুন
8

এখানে Browse করে Android এর ISO ফাইলটি Open করুন
9
10

এরপর Start বাটন এ চাপুন
11

নিচের চিত্রের মত আসলে “Installation – Install Android-x86 to harddisk” সিলেক্ট করে এন্টার দিন
12

13

নিচের চিত্রের মত সিলেক্ট করে এন্টার দিন
14

এবার নিচের চিত্রের মত আসবে. এখানে কি বোর্ডের Right Key -> দিয়ে New Select করে এন্টার দিন
15

এরপর Primary সিলেক্ট করে এন্টার দিন
16

এরপর সাইজ যা আছে তা দিয়ে এন্টার চাপুন
17

এবার নিচের মত Bootable সিলেক্ট করে এন্টার দিন
18

এবার Write সিলেক্ট করে এন্টার দিন
19

এরপর নিচের মত আসলে yes লিখে এন্টার দিন
20

এরপর Quit করুন নিচের মত করে
21

নিচের মত আসলে এন্টার দিন
22

এরপর নিচের চিত্রের মত ext3 সিলেক্ট করে OK করুন
23

নিচের চিত্রের মত Yes সিলেক্ট করে এন্টার দিন
24

আবার নিচের চিত্রের মত Yes সিলেক্ট করে এন্টার দিন
25

নিচের চিত্রের মত Yes সিলেক্ট করে এন্টার দিন
26

27

নিচের চিত্রের মত আসলে Run Android-x86 সিলেক্ট করে OK করুন
28

এবার Android চালু হবে
29

এবার নিচেরমিত করে Mouse Integration Disable করে নিন অথবা “Right Ctrl+I” চাপুন
31

32

এরপর Select Wi-Fi এ ‍Skip দিন. Google Account দিতে বলবে, এখানে No দিন অতবা নেট কানেকশন থাকলে আপনার Google Account দিন
এরপর “Google & Location” আসলে Next দিন > Date & Time এ Date, Time দিন > এরপর আপনার নাম দিয়ে Next দিয়ে দিয়ে Finish করুন..
এখন আপনার Android OS চালানোর জন্য প্রস্তত…

Android এ USB এর সাহায্যে APP Install করার পদ্ধতি :

প্রথমে পেনড্রাইভ/মেমরি কার্ড পিসিতে লাগিয়ে সেখানে android নামের একটা ফোল্ডার খুলুন.
1

ফোল্ডারটিতে আপনি যে apk ফাইলটি ইনস্টল করতে চান তা কপি করুন. আমি এখানে filemanager.apk ফাইলটি কপি করেছি
2

এরপর Virtual Box এ Android চালু করে নিচের চিত্রের মত করে আপনার USB Pendrive/Card Reader/Memory Card সিলেক্ট করুন
3

এরপর মেনু থেকে Settings এ প্রবেশ করুন
4
5

Settings এর Security থেকে “Unknown sources” এ টিক দিয়ে OK ক্লিক করে ব্যাক চেপে বেরিয়ে আসুন
6
7

এরপর মেনু থেকে Browser এ প্রবেশ করুন
8

Browser এর Address Bar এ file:///mnt/USB0/ এর পর USB তে যেখানে ফাইল রেখেছেন তা লিখে এন্টার চাপুন. (যদি USB0 কাজ না করে তাহলে USB0 এর স্থানে USB1, USB2, USB3 etc. দিয়ে চেষ্টা করবেন.)
আমি আমার USB তে ‍android ফোল্ডারে filemanager.apk নামে File রেখেছিলাম তাই ফাইলটির লিংক এভাবে লিখতে হবে : file:///mnt/USB1/android/filemanager.apk
9

এবার Install চাপলেই আপনার apk ফাইলটি ইনস্টল হবে
10
11

প্রথমে একটা ভাল মানের File Manager Install করে নিন তাহলে পরের বার USB থেকে App Install করতে চাইলে আর এসব করতে হবেনা, সরাসরি File Manager থেকে USB Browse করে Install করতে পারবেন

এখন Virtual Box Android এ USB এর ফাইল Browse এর নিয়ম দেখা যাক:

প্রথমে এপরের মত করে একটি File Manager ইনস্টল করে নিন. আমি এখানে Root Explorer সফ্টওয়ার ব্যাবহার করব.

Virtual Box এ Android চালু করে নিচের চিত্রের মত আপনার USB Storage Drive টি সিলেক্ট করুন
virtualbox part 3 1

মেনু থেকে Root Explorer চালু করুন
virtualbox part 3 2

এরপর Root এ mnt ফোল্ডারে প্রবেশ করুন
virtualbox part 3 3

MNT ফোল্ডারে USB0, USB1, USB2 এরকম ফোল্ডার দেখতে পাবেন. সেখনে সাধারনত USB0 অথবা USB1 এ আপনার USB Drive থাকে. আমার USB1 এ আছে তাই সেখানে প্রবেশ করলাম
virtualbox part 3 4

এই ফোল্ডারে আপনার USB তে রাখা ফাইলগুলো দেখতে পারবেন. এখান থেকে সরাসরি ফাইলগুলো চালু করতে পারবেন অথবা এগুলো Android OS এর SD Card এ কপি করতে পারবেন
virtualbox part 3 5

SD Card এ কপি করতে নিচের মত ফাইল/ফোল্ডার সিলেক্ট করুন
virtualbox part 3 6

এরপর নিচের মত Copy আইকন এ ক্লিক করুন
virtualbox part 3 7

Storage ট্যাব এ ক্লিক করে যেখানে ফাইলগুলা রাখতে চান সেখানে প্রবেশ করুন
virtualbox part 3 8

এরপর COPY HERE এ ক্লিক করলে ফাইলগলো কপি হবে
virtualbox part 3 9
virtualbox part 3 10

ধন্যবাদ, অনেক লম্বা টিউন হয়ে গেছে মনে হয় 😛
কোন সমস্যা থাকলে কমেন্ট করুন

সময় পেলে আমার সাইট থেকে ঘুরে আসুন এখানে ক্লিক করে
ফেসবুক পেজ

Level 0

আমি Asswad Sarker Nomaan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এত কষ্ট করে লিখার জন্য ধন্যবাদ ………………………

    Level 0

    @অমৃত দাশ বিজয়: Welcome

এই পোস্টটাই আমি খুঁজছিলাম । সঠিক সময়ে পোস্ট টা করার জন্য অনেক ধন্যবাদ ।

    Level 0

    @WiMAX HaBiB: আপনাকেও ধন্যবাদ

Level 0

Thanks for this useful post. But this process has some limitation of using 3D android games and aps. Cause our most mouses are 2D.

    Level 0

    @newboy: হুম, ঠিক বলছেন

ভাই এটা দিয়ে কি PlayStore থেকে app install করা যাবে ?? আর এটা কি আলাদাভাবে রুট করা লাগবে ???

    Level 0

    @kakerbachcha: হ্যা PlayStore থেকে app ইনস্টল করা যাবে, পিসিতে নেট কানেকশন থাকলেই হবে. আর আলাদা ভাবে রুট করা লাগবে..

root করব কিভাবে ??

    Level 0

    @kakerbachcha: http://www.oitbf.tk/files/index.php?dir=C0MPR3553D/&file=Android-x86-RootScript-4.3.zip এইটা ডাউনলোড করে USB তে যেকোন (এখানে android ফোল্ডরে করেছি) ফোল্ডারে Extract করুন. এরপর Virtual Box এ Android চালু করে USB লাগিয়ে Alt+F1 চাপুন. একটি কমান্ড উইন্ডো দেখতে পাবেন. সেখানে cd mnt/USB0/andoird লিখে এন্টার দিন. তারপর sh install.sh লিখে এন্টার দিয়ে Yes করে করে রুট করুন..
    cd mnt/USB0/andoird এ লাইনটি আপনার USB এর android ফোল্ডারকে নির্দেশ করছে. এখানে USB0 এর স্থানে USB1,USB2 etc.. ব্যবহার করা যায়.

ভাই আমি ১২ নাম্বার পর্যন্ত করার পর আবার সেই একই ধাপ আসে কি করা যায়

    Level 0

    @অমৃত দাশ বিজয়: ektu bistarito bolen ki problem

আচ্ছা ভাই blue stack দিয়েও নাকি এনড্রযেড ইউস করা যায় ! যদিও আমি ব্যাবহার করি নাই ! তো blue stack আর এইটার মদ্দে পার্থক্য কি ? কোনটা ভাল ?

    Level 0

    @Ashikur Rahman Tomal: eta dia Pura Android Operating System use korte parben. Ar Bluestacks shudhu Android Apps & Games run korar jonno. apni jodi sudhu android games and apps chalate chan tahole Bluestacks tai better..

      @Nomaan: @Nomaan: ওও ! তাহলে কি virtual box এ ভালভাবে blue stacks এর মত এপস আর গেইম খেলা যাবে না ??

        Level 0

        @Ashikur Rahman Tomal: Apps ‍গুলা চলবে কিন্তু গেমস গুলা চললেও স্লো হবে

Level 0

আপনার ১২ নাম্বার স্ক্রীনসট “Installation – Install Android-x86 to harddisk” এটা সিলেক্ট করে এন্টার দিলে ব্ল্যাক স্ক্রীন বার বার রিপিট হয় পরের স্টেপ এ আর যায় না । প্রব্লেম কি ???

    Level 0

    @imran8t7: সব কিছু ঠিকমত করেছিলেন?

বাপরে………..!

Level 0

Shut down korle again setup dite hosse plz solve kore den viya..

    Level 0

    @crazydip: Android chalu kore Devices -> CD/DVD Devices e Remove select kore Android restart koren.

Level 0

kw ki nai??

    Level 0

    @crazydip: Sorry for late replay

Level 0

duel core & 2gb ram cholbe

    Level 0

    @yasin ali: Ha cholbe.

Level 0

ami arekta tutorial dekhe kitkat install korchin but, net connection thik korte partachi na. ami broad band use kori kibabe

some problem amaro আপনার ১২ নাম্বার স্ক্রীনসট “Installation – Install Android-
x86 to harddisk” এটা সিলেক্ট করে এন্টার দিলে ব্ল্যাক
স্ক্রীন বার বার রিপিট হয় পরের স্টেপ এ আর যায় না ।
প্রব্লেম কি ???

ফাটাফাটি টিউন ভাইয়া, বাট প্রব্লেম হল কিভাবে নেট কানেক্ট দিব?
আমার পিসি তে নেট আসে বাট কিভাবে ওইটা ভার্চুয়াল বক্স এ আনব?