Image Noise দূর করতে ব্যবহার করুণ Topaz DeNoise…

Image Noise Topaz DeNoise 4.1.0 বর্তমান বাজারের একটি অন্যতম সেরা Noise Removal Tool । এর দ্বারা সহজেই যে কোন Digital Image এর damaging effects of noise দূর করা যায়। ছবির Noise দূর করে ছবির Sharpness বাড়িয়ে আরো বেশি প্রানবন্ত করে তোলে।

ব্যবহার:

এটি মূলত কোন স্বয়ংসম্পূর্ণ Software নয়, এটি একটি Plug-in মাএ। Photoshop, Paint Shop Pro, Photo Impact, Painter, and Irfanview এর যে কোনটিতেই Plug in হিসাবে ব্যবহার করা যাবে।

আর আমি যেহেতু Image Editing-এর কাজ PhotoShop দিয়ে করে থাকি, তাই “Image Noise Topaz DeNoise 4.1.0” PhotoShop- দ্বারা কিভাবে ব্যবহার করতে হয় তা নিয়ে আলোচনা করছি...

প্রথমে Install করে Photoshop-এ যে কোন Image Open করুণ; এবার Manu Option থেকে Filter+++Topaz Labs+++ক্লিক করুণ; এবার Registered Version করতে বাম পার্শ্বে নিচে Manu-তে ক্লিক করে Enter Key… Open করে Your Name এর স্থানে যে কোন name এবং KeyGan থেকে Key Generate করে Copy,,,Past করুণ…

Key.আপনাকে একটি Activation Successful নামে একটি Messege দিয়ে Confirm করবে।

এখন Plug-In টির ডান পার্শ্বে তাকালে দেখবেন Noise Reduction নামে একটি Option আছে; এটিকে আপনার পছন্দ মতো Adjust করে দূর করুণ Image Noise।

এভাবে আপনার ছবির Noise দূর করে, ছবিকে আরো প্রাণবন্ত করে তুলুন...আর নিজের Photo-কে দিন “Professional Photograpy”-র ছোঁয়া।

আপনাদের জন্য ২টি Image-এর সচিএ পার্থক্য দিয়ে দেয়া হল...

12331233 (1)

দেখুনতো পাশাপাশি দুটি ছবির মাঝে পরিবর্তন বুঝা যাচ্ছে কি না?

1111111111111

ডাউনলোড করতে ক্লিক করুণ...

তথ্য প্রযুক্তির পরিবর্তনের সাথে নিজেকেও রাখুন পরিবর্তনের ধারায়...

সকলের প্রতি থাকলো আমার শুভ কামনা।

Level 0

আমি শামীম আঋফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

থেমে যাব বলে তো স্বপ্ন দেখিনি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আসলেই কাজের জিনিস এটা। আমার কাছে এরকম আরো অনেক প্লাগিন্স আছে যেগুলো দিযে অনেক সুন্দর ছবির বৈচিত্র্য তৈরী করা যায়। 🙂

    আপনি টিউন করে আমাদের সকলের সাথে Share করতে পারেন…
    তা হলে আর দেরি করছেন কেন? এখনই শুরু করে দিন…

এ কাজ ফটোশপে কোন প্লাগিন ছাড়াই সরাসরি করা যায়…..

    শুধু PhotoShop ব্যবহার করে ছবির কাজ এতটা নিখুত করা যায় না;“অর্থাত আমার জানা মতে, Image Noise এতোটা নিখুঁত ভাবে দূর করা যায় না” যদি হতো তাহলে অযথা Plug-in টি তৈরি করা হতো না। আমার প্রদত্ত ছবি ২টি ডাউনলোড করে ভালভাবে Zoom করে পার্থক্য দেখে নিন; আপনাদের সাথে কোন কিছু শেয়ার করার পূর্বে তা নিয়ে যথেষ্ট Analysis করা তার পরেই Published করা হয়।

    আর আপনি আপনার যুক্তিতে অটল থাকলে, একটু প্রয়োগ করে দেখিয়ে দেয়ার জন্য অনুরোধ করছি…

হুম সুন্দর জিনিস !! তবে এটা ফটোশপে আর সুন্দর ভাবে করা যায় !!

কাজের জিনিস, উনি তো এইটা ফটোশপে ব্যবহারের কথা বলেছে।

ভাই লিংকটা তো কাজ করছে না। ক্লিক করলে ফাইন নট ভেলিড বলে।

    কষ্ট করে আবার চেষ্টা করার জন্য অনুরোধ করছি…

Level 0

চালিয়ে যান, কারোনাকারো কাজে আসবেই। আর ফাইলের সাইজ উল্লেখ করে দেন, ৩.৭৫ মেগা, ধন্যবাদ।

Level 0

সুন্দর হয়েছে চালিয়ে যান।

KeyGan দিন Please

ভালো হয়েছে , কার কাজে আসবে জানি না তবে আমার কাজে আসবে এটা নিশ্চিত।