টি টি বন্ধু এবং বড় ভাইরা সালাম নিবেন।কখনো কখনো ভিডিওতে একটি নির্দিষ্ট অংশে সার্কেল ব্লার করার প্রয়োজন হয়। আমি সফটওয়্যার হিসেবে এডবি প্রিমিয়ার প্রো-২ ইউজ করেছি। আপনারা চাইলে সি এস ব্যবহার করতে পারেন মূল ব্যপারটি মূলত একই।
কাজটি করার জন্য প্রথমে আমরা বিন থেকে যেকোন একটি ভিডিও নামাব। তারপর যে অংশটুকুতে আমরা ব্লার করবো সে অংশটুকু আমরা কেটে নিব।কাটা অংশটুকু কপি করে নিয়ে উপরের ভিডিও ট্রাকে রাখবো।তারপর ইফেক্ট থেকে ব্লার ইফেক্টটা নিয়ে উপরের ভিডিও ক্লিপে টেনে এনে ছেড়ে দিব।ইফেক্ট কন্ট্রোল থেকে ব্লার এর পরিমান বাড়িয়ে দিব যতটুকু লাগে।নির্দিষ্ট অংশে সার্কেল ব্লার করতে এবার ইফেক্ট থেকে সার্কেল নিতে হবে। পুরো প্রক্রীয়াটি বুঝতে মাত্র ১মিনিট ৫১ সেকেন্ড ভিডিওটি দেখলে আশা করি বুঝা যাবে।
সাইজ মাত্র ৪.৬১ এম বি।
আমি S Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 138 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
bi software ar link ta den plz….. full version ar ta diyen