আপনার জন্য টি-শার্ট, প্রিন্ট করুন আপনিই!!!!!!!

এবার আমি একটি হবি নিয়ে টিউন করলাম। নিজের টি শার্ট এর মধ্যে নিজের পছন্দ মত ডিজাইন কে না পছন্দ করে। ধরুন আপনার নাম অথবা পছন্দ মত কোন লেখা। এটা এক ধরনের হবি ই বলতে পারেন। এই হবিটি খুবই সোজা। লেখা দেখে ভয় পাবেন না। একবার প্র্যক্টিকেল করে দেখুন। একবার করলে সব বুঝে যাবেন। আমি অনেক টি-শার্ট ডিজাইন করেছি আমার জন্য। আপনারা ও পারবেন। আমি সব সময় কিছু জিনিস এ ইউনিক থাকতে পছন্দ করি তাই আমার কলেজ ব্যাগ, মানিব্যাগ, গ্রিটিংস কার্ড নিজেই তৈরি করি।

তো শুরু করা যাক। আমি আপনাদের কে দেখাবো স্টিকার পেপার দিয়ে কিভাবে ডিজাইন করা যায়।

প্রাথমিক ভাবে আপনার লাগবে রঙ, তুলি, স্টিকার পেপার এবং গেঞ্জি

রঙ এবং গাম

  1. এক্রামিন কালার (পছন্দ মত)   = ১৫/২০ টাকা
  2. বাইন্ডার                          = ১৫/২০ টাকা
  3. রাবার পেস্ট                      = ১৫/২০ টাকা
  4. NK ফিকচার                      = ১৫/২০ টাকা
  5. ফেভিকল আইকা                 = ৩০ টাকা

রঙ করার তুলি ৫ অথবা ৪ সাইজের ১টা = ৪০/৫০ টাকা

টি-শার্ট ১টা = ৫০ টাকা

স্টিকার পেপার ১টা =  ১০/১২ টাকা ( এটি স্টেশনারী এর বড় যে কোন দোকানে পাবেন)

রঙ মিক্সিং

রঙ আপনার প্রয়োজন অনুযায়ী নিন আর বাকি উপাদান গুলো যথাক্রমে 2:1:1:1/.50

অনুপাতে মিশিয়ে নিন অর্থাৎ ২ চামচ বাইন্ডার এর সাথে ১ চামচ রাবার পেস্ট, ১ চামচ  এন কে ফিকচার, এক চামচ/অর্ধেক ফেভিকল আইকা  । প্রথমে রঙ বাদে অন্যান্য উপাদান গুলো একসাথে ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন পরে আপনার পছন্দ অনুযায়ী রঙ ভালোভাবে মিশিয়ে নিন মাত্রারিক্ত রঙ দিবেন না।

তো শুরু করা যাক

কম্পিউটার থেকে ৭১ লেখাটি  এবং বৃত্তটি  প্রিন্ট করুন, প্রিন্ট দুইটি স্টেপ্লার এর দ্বারা স্টিকারের সাথে পিনআপ করুন। ছুরি অথবা এন্টিকাটার এর সাহায্যে কালো অংশগুলো কেটে ফেলুন ছবির মতো করে লাল লাইন বরাবর।

fit sticker copy

cut sticker copy

cut curcle

এবার পিনআপ করা প্রিন্ট এর কাগজ টি পিন সহ ফেলে দিন এখন স্টিকারে কাটা অংশ টি দেখা যাবে।

cut copycut3

গেঞ্জি কে টেবিলের উপর রাখুন সমান্তরাল ভাবে এখন যে স্টিকারে বৃত্ত কাটা হয়েছে সেটার স্টিকার খুলে  গেঞ্জির মাঝ বরাবর বসিয়ে দিন এবার মাঝ খান থেকে গোল বৃত্তটি তুলে ফেলেদিন তাহলে মাঝখান টি ফাঁকা হবে। এখন ৭১ লেখা স্টিকার থেকে লেখাটি তুলে এনে বৃত্তের মাঝে বসাবো। তার আগে ৭১ লেখা স্টিকার টি দিয়ে মাপ নিয়ে নিবো ঠিক কোথায় বসাতে হবে। তারপর রঙ করার পূর্বে স্টিকার গুলো কে চাপ দিয়ে ভাল করে বসাতে হবে।

sticker pest

এবার লেখা সহ বৃত্তটি লাল রঙ দ্বারা পূর্ণ করি। রঙ করা শেষে যদি হেয়ার ড্রাইয়ার থাকে তাহলে ১৫ মিনিট হেয়ার ড্রাইয়ার দ্বারা রঙ শুকিয়ে নিব। রঙ শুকিয়ে গেলে। ছুরি দিয়ে খুচিয়ে স্টিকার গুলোর কোণা বের করে আস্তে আস্তে তুলে ফেলে দিতে হবে। তাহলে তা ২ নং চিত্রের মতো হবে।

colour the curclewithdraw sticker

এবার ৭১ লেখাটি এর সাথে মিলিয়ে স্টিকার খুলে ভালো করে চাপ দিয়ে বসিয়ে দিই এবং স্টিকারের মধ্য থেকে অক্ষর গুলো তুলে ফেলে দেই। এবার খালি অংশ গুলোকে কালো রঙ কর।

sticker pest2colour the text

রঙ করা শেষে ১৫ মিনিট হেয়ার ড্রাইয়ার দ্বারা রঙ শুকিয়ে নিব। আর যাদের হেয়ার ড্রাইয়ার নেই তারা এক ঘন্টা রঙ শুকাতে হবে তারপর আয়রন গরম করে কিছুক্ষন পরপর সাবধানে চাপ দিতে হবে । রঙ শুকিয়ে গেলে। ছুরি দিয়ে খুচিয়ে স্টিকার গুলোর কোণা বের করে আস্তে আস্তে তুলে ফেলে দিতে হবে।

পেয়ে যাবেন মূল ডিজাইন টি। সব শেষে আয়রন গরম করে রঙ এর উপর ইস্ত্রি করতে হবে। এই রঙ পানিতে নষ্ট হবে না। তবে এক দিন রোদে শুকানোর পর ধোয়া হলে ভালো হবে।

front copy

একটু কষ্ট করে চেষ্টা করে দেখুন আপনি পারবেন। আমি অনেক গেঞ্জি ডিজাইন করেছি এবং পরেছি।

আর টি-শার্ট ডিজাইন করার জন্য আলাদা কোন সফটওয়ার ব্যবহার না করে ফটোশপ দ্বারা ডিজাইন করুন আর নিজের মেধা ব্যবহার করুন। আর নিত্যনতুন ব্রাশ টুল এর প্রয়োজন হলে এখান http://www.brushking.eu/ থেকে ডাউনলোড করুন।

নিচের সব গুলো টি- শার্ট ই এই পদ্ধতিতে প্রিন্ট করা হয়েছে।

1

ভালো লাগলে মন্তব্য করবেন

ভুল হলে ক্ষমা করে দিবেন

Level 0

আমি শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

U rocksss

আরে ভাই সুপার হইছে। এক্কেবারে জট্টিল……

খুবই ভাল টিউন চালিয়ে যান অনেক অনেক ধন্যবাদ।

আমরা যে খুব ভালো একজন টিউনার পেতে যাচ্ছি, তা বুঝে নিলাম। ৩ নং টিউনেই আপনার কোয়ালিটি জানিয়ে দিলেন।

    দোয়া করবেন যেন আরো ভালো টিউন করতে পারি

# বাইন্ডার
# রাবার পেস্ট
# NK ফিকচার
এগুলোর কোনটার কি কাজ জানালে আরও একটু উপকৃত হতাম। আরও কোন উপায় জানা থাকলে জানাবেন।খুবক সুন্দর লাগল।আমার কাজে আসবে।আপনাকে অনেক ধন্যবাদ।

    আমার প্রশ্নও এটাই। তবে আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটি টিউন দেয়ার জন্য।

    বাইন্ডার হলো লিকুইড গাম। রাবার পেস্ট হলো রঙ কে নরম করার জন্য যাতে শুকিয়ে গেলে শক্ত না হয়। NK ফিকচার হলো এক প্রকার তরল গাম যা গেঞ্জীর কাপড়ের সাথে রঙ কে ভালো ভাবে আটকে রাখার জন্য। এই গাম গুলো শুধু গেঞ্জী জাতীয় কাপড়ের জন্য।

আমি আমার কিছু টি-শার্ট প্রিন্ট করাতে চাই। কেউ কি বলতে পারেন এগুলো কোথায় করানো হয় এবং খরচ কত হবে?

    হ্যঁ টি-শার্ট প্রিন্ট করতে পারবেন। চকবাজার অথবা পুরান লেন ওখানে দেখে ছিলাম ডিজিটাল প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করা হয় দোকানের নাম ভুলে গেছি DC A TEC নামে একটি প্রতিস্টান আছে তারা আপনাকে একটা সলুসন দিতে পারে যে কোন কম্পিউটার এর বড় দোকানে গিয়ে এর নাম বললে ঠিকানা দিয়ে দিবে। ১৫০ টাকা পার পিস নিবে আমার জানা মতে।

দারুন লাগল। দেখি নিজের জন্য নিজে একটা তৈরি করতে পারি কিনা..

    মেহেদী হাসান ভাই। আপনি “টেকটিউনস CEO” লেইখা বানাইয়েন। 😉

    তৈরি করেন পারলে আমার জন্য একটা পাঠাইয়েন।

শিমুল >>>
ভাই, জট্টিল Tune করেছেন…
~ !

    আপনি ও জটিল একটা ডিজাইন করেন এবং তা বন্ধুদের দেখান তাহলে আপনি জতিল হয়ে যাবেন lets move

Level 0

ধন্যবাদ খুবই ভাল টিউন ।

জটিল জিনিশ শিখাইলেন। ধন্যবাদ টিউন টির জন্য।

    শিখেন এবং করেন তাহলে জটিল হবেন দোস্ত দের কাছে।

শিমুল ভাই রকসস . . .

অনেক মানসম্মত টিউন। আর কিছু বলার নেই……

আর আপনার সম্মানিত কথায় আমি সম্মানিত হইছি।

দারুণ টিউন ভাই। চালিয়ে যান । আপনার কাছ থেকে ভালো ভালো টিউন পাব আসা করছি।

    থেঙ্কু, আমি আশা হত কর বোনা

Level 0

খুবই পুষ্টিকর টিউন
ভাল হয়েছে একথা না বলে বলব আরো অনেক পথ পাড়ি দিতে হবে
আগে পিছে আমরাতো আছিই

    তার মানে পালাইবার পথ নাই????????

ওয়াও চমতকার লাগল।চালিয়ে যান।

সুপার টিউন!!!! টিউনটা আমার খুব কাজে দিছে

ভাইজান (ঘুমন্ত) দিয়ে একটা ডিজাইনের নমুনা দিলে খুব কাজে লাগিতো!!! জটিল টিউনের জন্য ট্যাংকিউ……………

    অপেক্ষা করুন। আর মেইল এড্রেস টা দিবেন

Level 0

শিমুল ভাই অনেক অনেক ধন্যবাদ সুন্দর টিউন করার জন্য।
ফেসবুকে Add request পাঠাইছি দেখবেন প্লিজ।

Level 0

তার মানে পালাইবার পথ নাই তানা, পালাইবার দরকারকি, আমরাতো সাথে আছিই। ধন্যবাদ আপনাকে।

ছোট বেলায় আপুকে দেখতাম করতো, এখন খুব মিস করছি !
ধন্যবাদ ভাল টিউন !

    তাহলে আপনার আপু ও ডিজাইনার!

Nice tune..Thanks.

    আরে! আমার জাত ভাই দেখি! তাড়া তারি ডিজাইন শিখুন।

কি দেখাইলেন ভাই। দারুন লাগল। চালিয়ে যান ।
এক্রামিন কালার, বাইন্ডার, রাবার পেস্ট, NK ফিকচার এইগুলো কোথায় পাওয়া যাবে ? নিজে একবার ট্রাই করে দেখবো সময় করে ।

আমারও একই প্রশ্ন এই গুলো কোথায় পাওয়া যাবে?
[email protected] জানালে খুশী হব। আমি ঢাকায় থাকি।

ভাই ৫০ টাঁকায় টি সার্ট কোথায় পেতে পারি একটু ধারনা দিবেন? সত্যি আমি কাজ টা করে দেখতে চাই।
৫০ টাকার টি সার্টের জন্য কি গার্মেন্টস এ যেতে হবে?

ভালো লিখেছে। ধন্যবাদ।