এবার আমি একটি হবি নিয়ে টিউন করলাম। নিজের টি শার্ট এর মধ্যে নিজের পছন্দ মত ডিজাইন কে না পছন্দ করে। ধরুন আপনার নাম অথবা পছন্দ মত কোন লেখা। এটা এক ধরনের হবি ই বলতে পারেন। এই হবিটি খুবই সোজা। লেখা দেখে ভয় পাবেন না। একবার প্র্যক্টিকেল করে দেখুন। একবার করলে সব বুঝে যাবেন। আমি অনেক টি-শার্ট ডিজাইন করেছি আমার জন্য। আপনারা ও পারবেন। আমি সব সময় কিছু জিনিস এ ইউনিক থাকতে পছন্দ করি তাই আমার কলেজ ব্যাগ, মানিব্যাগ, গ্রিটিংস কার্ড নিজেই তৈরি করি।
তো শুরু করা যাক। আমি আপনাদের কে দেখাবো স্টিকার পেপার দিয়ে কিভাবে ডিজাইন করা যায়।
প্রাথমিক ভাবে আপনার লাগবে রঙ, তুলি, স্টিকার পেপার এবং গেঞ্জি
রঙ করার তুলি ৫ অথবা ৪ সাইজের ১টা = ৪০/৫০ টাকা
টি-শার্ট ১টা = ৫০ টাকা
স্টিকার পেপার ১টা = ১০/১২ টাকা ( এটি স্টেশনারী এর বড় যে কোন দোকানে পাবেন)
রঙ আপনার প্রয়োজন অনুযায়ী নিন আর বাকি উপাদান গুলো যথাক্রমে 2:1:1:1/.50
অনুপাতে মিশিয়ে নিন অর্থাৎ ২ চামচ বাইন্ডার এর সাথে ১ চামচ রাবার পেস্ট, ১ চামচ এন কে ফিকচার, এক চামচ/অর্ধেক ফেভিকল আইকা । প্রথমে রঙ বাদে অন্যান্য উপাদান গুলো একসাথে ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন পরে আপনার পছন্দ অনুযায়ী রঙ ভালোভাবে মিশিয়ে নিন মাত্রারিক্ত রঙ দিবেন না।
কম্পিউটার থেকে ৭১ লেখাটি এবং বৃত্তটি প্রিন্ট করুন, প্রিন্ট দুইটি স্টেপ্লার এর দ্বারা স্টিকারের সাথে পিনআপ করুন। ছুরি অথবা এন্টিকাটার এর সাহায্যে কালো অংশগুলো কেটে ফেলুন ছবির মতো করে লাল লাইন বরাবর।
এবার পিনআপ করা প্রিন্ট এর কাগজ টি পিন সহ ফেলে দিন এখন স্টিকারে কাটা অংশ টি দেখা যাবে।
গেঞ্জি কে টেবিলের উপর রাখুন সমান্তরাল ভাবে এখন যে স্টিকারে বৃত্ত কাটা হয়েছে সেটার স্টিকার খুলে গেঞ্জির মাঝ বরাবর বসিয়ে দিন এবার মাঝ খান থেকে গোল বৃত্তটি তুলে ফেলেদিন তাহলে মাঝখান টি ফাঁকা হবে। এখন ৭১ লেখা স্টিকার থেকে ১ লেখাটি তুলে এনে বৃত্তের মাঝে বসাবো। তার আগে ৭১ লেখা স্টিকার টি দিয়ে মাপ নিয়ে নিবো ঠিক কোথায় ১ বসাতে হবে। তারপর রঙ করার পূর্বে স্টিকার গুলো কে চাপ দিয়ে ভাল করে বসাতে হবে।
এবার ১ লেখা সহ বৃত্তটি লাল রঙ দ্বারা পূর্ণ করি। রঙ করা শেষে যদি হেয়ার ড্রাইয়ার থাকে তাহলে ১৫ মিনিট হেয়ার ড্রাইয়ার দ্বারা রঙ শুকিয়ে নিব। রঙ শুকিয়ে গেলে। ছুরি দিয়ে খুচিয়ে স্টিকার গুলোর কোণা বের করে আস্তে আস্তে তুলে ফেলে দিতে হবে। তাহলে তা ২ নং চিত্রের মতো হবে।
এবার ৭১ লেখাটি ১ এর সাথে মিলিয়ে স্টিকার খুলে ভালো করে চাপ দিয়ে বসিয়ে দিই এবং স্টিকারের মধ্য থেকে অক্ষর গুলো তুলে ফেলে দেই। এবার খালি অংশ গুলোকে কালো রঙ কর।
রঙ করা শেষে ১৫ মিনিট হেয়ার ড্রাইয়ার দ্বারা রঙ শুকিয়ে নিব। আর যাদের হেয়ার ড্রাইয়ার নেই তারা এক ঘন্টা রঙ শুকাতে হবে তারপর আয়রন গরম করে কিছুক্ষন পরপর সাবধানে চাপ দিতে হবে । রঙ শুকিয়ে গেলে। ছুরি দিয়ে খুচিয়ে স্টিকার গুলোর কোণা বের করে আস্তে আস্তে তুলে ফেলে দিতে হবে।
পেয়ে যাবেন মূল ডিজাইন টি। সব শেষে আয়রন গরম করে রঙ এর উপর ইস্ত্রি করতে হবে। এই রঙ পানিতে নষ্ট হবে না। তবে এক দিন রোদে শুকানোর পর ধোয়া হলে ভালো হবে।
একটু কষ্ট করে চেষ্টা করে দেখুন আপনি পারবেন। আমি অনেক গেঞ্জি ডিজাইন করেছি এবং পরেছি।
আর টি-শার্ট ডিজাইন করার জন্য আলাদা কোন সফটওয়ার ব্যবহার না করে ফটোশপ দ্বারা ডিজাইন করুন আর নিজের মেধা ব্যবহার করুন। আর নিত্যনতুন ব্রাশ টুল এর প্রয়োজন হলে এখান http://www.brushking.eu/ থেকে ডাউনলোড করুন।
নিচের সব গুলো টি- শার্ট ই এই পদ্ধতিতে প্রিন্ট করা হয়েছে।
ভালো লাগলে মন্তব্য করবেন
ভুল হলে ক্ষমা করে দিবেন
আমি শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
U rocksss