দোকানে গিয়ে কেন টাকা খরচ করবেন? এবার নিজেই উইন্ডোজ সেটাপ দিন। (দুটি ইনস্টলেশন গাইড স্ক্রীনশট সহ)

আগেই বরে রাখি পোষ্টটি যারা উইন্ডোজ সেটাপ দিতে জানেন তাদের জন্য না। এটি হল নতুনদের জন্য। মানে যারা উইন্ডোজ দিতে জানেন না তাদের জন্য। নতুনদের জন্য সত্যি চমৎকার দুটি বই।
এমনভাবে বই দুটি লিখা হয়েছে স্ক্রীনশটসহ মনে হবে হাতে কলমে শিখিয়ে দিচ্ছে কেউ।
তাহলে আর দেরী না এখনি বই দুটি ডাউনলোড করে নিন। নিচে বই দুটির লিংক দিচ্ছি।
উইন্ডোজ এক্সপি ইনস্টলেশন গাইডটি এখানে ক্লিক করে নামিয়ে নিন। মিডিয়ফায়ার লিংক। 
এবং উইন্ডোজ সেভেন ইনস্টলেশন গাইডটি এখানে ক্লিক করে নামিয়ে নিন। মিডিয়ফায়ার লিংক। 
কিছু সীমাবদ্ধতাঃ এক্সপি ইনস্টলেশন গাইডটি ইংলিশে লিখা। তবে কোন সমস্যা হবেনা কারণ যারা ইংলিশ ভালভাবে জানেন না নূন্যতম জানেন তারাও ভাল করে বুঝবেন স্পষ্ট স্ক্রীনশট দেওয়া আছে তাই।
আর উইন্ডোজ সেভেন ইনস্টলেশন গাইডটি দেখলে খুব সহজে উইন্ডোজ এইট-8 ও সেটাপ দিতে পারবেন কারণ দুটির ইনস্টলেশন প্রক্রিয়া প্রায় একি রকম।
বিঃ দ্রঃ বই দুটির কোনটিই কিন্তু আমার লেখা নয়, দুটিই সংগ্রহ করা। 
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন………………………..

আমার ব্লগে ঘুরে আসতে পারেন……………..

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks brother. I am proud of you.

Level 0

ভাই আমি সেট আপ দিতে পারি । তার পর আমার কছে রেখে দিলাম যদি কারো কাজে ।আপানাকে অনেক ধন্যবাদ।

Level New

প্রিয়তে নিলাম, পরে ডাউনলোড করব। ধন্যবাদ…..

আপনাদের কমেন্টসগুলো দেখে আমি সত্যি আবেগাপ্লুত।

Level 0

vai,windows-7 installation guide dekle ki windows 8.1 o install kora jbe?i mean duitar installation ek rokom?