১ম টিউটোরিয়াল দেখতেঃ ডোমেইন পার্কং করে আয় করুন হাজার ডলার
প্রিয় পাঠক বৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি ভাল। টেকটিউনস এ ডোমেইন পার্কিং এর উপর ২য় টিউটোরিয়াল। ডোমেইন পার্কিং এ আমি খুব সহজেই সফল হয়েছি আর তাই আপনাদের সাথে Share করছি। যাক সে কথা এবার কাজের কথায় আসি-
ডোমেইন পার্ক করতে হলে প্রথমে আপনাকে যেই ওয়েব সাইটে পার্ক করবেন সেই ওয়েব সাইটে Sign Up করতে হবে। চলুন তাহলে চট করে Sign Up করি- http://www.sedo.com.
এবার Create new account- এ ক্লিক করি, এরপর New account এর জন্য সঠিক তথ্য দিয়ে সব গুলো পূরণ করার পর Terms & Condition গুলোতে টিক দিয়ে এলোমেলো অক্ষর গুলো টাইপ করার পর Continue বাটনে ক্লিক করি।
এরপর
Account Confirmation এর জন্য আপনি যেই Email টি দিয়ে Sign Up করেছেন সেটি Sign in/Login করুন। এবার আপনার Email এ Sedo থেকে আসা mail টি Open করে প্রথম Link টি তে ক্লিক করুন।
Account approved হবার পর My Sedo থেকে My Account এ ক্লিক করুন। Member Certification এ ক্লিক করুন এবার Standered এর নিচে থাকা Procced এ ক্লিক করুন।
এরপর Phone Certification (RECMMENDED METHOD) এ ক্লিক করলে Phone Certification এর জন্য আপনার দেওয়া নাম্বারটি আসবে।
উক্ত নাম্বারটি রেখে I agree তে টিক দিয়ে Call me Now বাটন প্রেস করলে আপনার দেওয়া নাম্বারটিতে একটি Voice Call যাবে। এই Call টি receive করলে একটি Code বলবে এবং উক্ত Code টি দিয়ে Submit করলে আপনার Account টি Certify হয়ে যাবে।
একাউন্ট তো হয়ে গেল, এবার ডোমেইন add করার পালা। আগামী পর্বে ডোমেইন add নিয়ে কথা হবে ইনশাআল্লাহ।
ফেসবুকে কয়েক জন মিলে তৈ্রি করেছি একটি গ্রুপ Join করতে পারেন।
ভাল থাকুন এই কামনা
আমি Md Manna Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"Write Lass Do More" Earn some extra money by Domain Parking.
Choto tune