ডোমেইন পার্ক করে আয় করুন হাজার ডলার [২য় টিউটোরিয়াল]

১ম টিউটোরিয়াল দেখতেঃ  ডোমেইন পার্কং করে আয় করুন হাজার ডলার

প্রিয় পাঠক বৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি ভাল। টেকটিউনস এ ডোমেইন পার্কিং এর উপর ২য় টিউটোরিয়াল। ডোমেইন পার্কিং এ আমি খুব সহজেই সফল হয়েছি আর তাই আপনাদের সাথে Share করছি। যাক সে কথা এবার কাজের কথায় আসি-

ডোমেইন পার্ক করতে হলে প্রথমে আপনাকে যেই ওয়েব সাইটে পার্ক করবেন সেই ওয়েব সাইটে Sign Up করতে হবে। চলুন তাহলে চট করে Sign Up করি- http://www.sedo.com.

এবার Create new account- এ ক্লিক করি, এরপর New account এর জন্য সঠিক তথ্য দিয়ে সব গুলো পূরণ করার পর Terms & Condition গুলোতে টিক দিয়ে এলোমেলো অক্ষর গুলো টাইপ করার পর Continue বাটনে ক্লিক করি।

এরপর

Account Confirmation এর জন্য আপনি যেই Email টি দিয়ে Sign Up করেছেন সেটি Sign in/Login করুন। এবার আপনার Email এ Sedo থেকে আসা mail টি Open করে প্রথম Link টি তে ক্লিক করুন।

Account approved হবার পর My Sedo থেকে My Account এ ক্লিক করুন। Member Certification এ ক্লিক করুন এবার Standered এর নিচে থাকা Procced এ ক্লিক করুন।

এরপর Phone Certification (RECMMENDED METHOD) এ ক্লিক করলে Phone Certification এর জন্য আপনার দেওয়া নাম্বারটি আসবে।

উক্ত নাম্বারটি রেখে I agree তে টিক দিয়ে Call me Now বাটন প্রেস করলে আপনার দেওয়া নাম্বারটিতে একটি Voice Call যাবে। এই Call টি receive করলে একটি Code বলবে এবং উক্ত Code টি দিয়ে Submit করলে আপনার Account টি Certify হয়ে যাবে।

একাউন্ট  তো হয়ে গেল, এবার ডোমেইন add করার পালা। আগামী পর্বে ডোমেইন add নিয়ে কথা হবে ইনশাআল্লাহ।

ফেসবুকে  কয়েক জন মিলে তৈ্রি করেছি একটি গ্রুপ Join করতে পারেন।

ভাল থাকুন এই কামনা

Level 0

আমি Md Manna Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"Write Lass Do More" Earn some extra money by Domain Parking.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Choto tune

Vai Coto kore e suru kori, 1 ar por 2 ase r 2 ar pore 3 ……………….. +n

টিউনার ভাই, ধারাবাহিক টিউনের ক্ষেত্রে অব্শ্যই পূর্ববর্তী এবং পরবর্তী টিউনের লিংক দিয়ে রাখুন। নতুবা মূল বিষয় নিয়ে কনফিউশন তৈরি হয়।

hmmm……next tune er opekhay thaklam…….. 🙂

না টিউনের শুরুতে ভাবলাম ১০০০ ডলার বাজার করা ব্যাগে নিয়ে বাড়ি যাব। কিন্তু এ কি হলো টিউনতো শেষ হলো না। বাজারের ব্যাগটি আজো খালিই যাবে মনে হয়।

ভাই দারুন লিখতেছেন। চালিয়ে যান আমরা আপনার সাথেই আছি…

Level New

brother purbar tuner link add kora dian. sata akta question ata ki domain buy/sell jatio kisu naki.

১ম সহ Update মাইরা দিলাম।
আর টাইপ মাষ্টার ভাই, হরতাল ডাকুম কাজ না কইরা টাকা নিয়া বাজার করার চিন্তা করার জন্য !
@ Saif ভাই, ইয়েস, buy/sell বিষয়।

Tnx to all

Level 0

টিউন শেষ না হতেই আমি সার্থক,আপনারাও চেষ্টা করুণ সাফল্য আসবেই ।
ধন্যবাদ ।

ধন্যবাদ। অসাধারন একটি টিউন করার জন্য। হ্যা আমিও পার্কিং করেছিলাম। ডোমেইন একজন বায়ার লন্ডন থেকে অফার দিয়েছিলেন ১৫০০ ডলার। অবশ্য ডোমেইন গ্রহনের পূর্বে তিনি আমাকে Domain Tools Certifications করতে বলেছিলেন। মূলত এই ব্যাপারটি বুঝতে না পারার কারনে উক্ত ডোমেইনটি বিক্রয় করতে পারি নাই। ভাইয়া এই ব্যাপারে যদি একটু রিভিউ দনে তাহলে উপকৃত হই তথারুপ:
১। আসলে Domain Tools Certifications কি?
২। বাংলাদেশে কি এটা কোন ভেন্ডরের মাধ্যমে করা যায়? যদি করা যায় তাহলে এড্রেসটা দিলে উপকৃত হই।
পরিশেষে ভাল থাকবেন।