এবার নিজেই তৈরি করুন অনলাইনে নিজের একটা রেডিও ষ্টেশন-শেষ পর্ব

আশা করি ভাল আছেন।আপনাদের সবাইকে আমার এবার নিজেই তৈরি করুন অনলাইনে নিজের একটা রেডিও ষ্টেশন-শেষ পর্বে স্বাগতম। গত পর্বে  আমরা শিখেছিলাম কি ভাবে একটা অনলাইনে রেডিও ষ্টেশন তৈরি করতে হয়।আজ শেষ পর্বে  আমরা শিখব কি ভাবে তা আপনার কম্পিউটার থেকে  সম্প্রচার করবেন যা আপনার স্রোতারা শুনতে পাবে। আমি মনে আপনারা এর জন্য আপনারা প্রথম পর্ব থেকে এই দুটি সফটওয়্যার ডাউনলোড করেছেন।

১।winamp5666_full_all.exe
২।shoutcast-dsp-2-3-3-windows.exe

যারা প্রথম পর্ব পড়েন নি তারা এইখানে ক্লিক করেন

এবার কাজ শুরু করা যাক।প্রথমে এখানে ক্লিক করে menu থেকে control panel  এ ক্লিক করে  login করুন। login করার পর যে পেইজ আসবে তার বাম পাশে  menu থেকে your SHOUTcast Details লেখাতে ক্লিক করুন।দেখবেন নিচের ছবির মত একটা পেইজ আসবে।

সেখানে লক্ষ্য করে দেখবেন যে Status এর নিচে OFF লিখা আছে।এর মানে হল বর্তমানে আপনার রেডিও ষ্টেশন বন্দ আছে।আর এটা চালু করার জন্য control থেকে stat এ ক্লিক করেন।কিছুক্ষন loding হওয়ার পর দেখবেন যে Status এর নিচে on লেখা দেখাচ্ছে। পেইজটা open করেই রাখুন।

এবার সফটওয়্যার দুটি ইনষ্টল করে নিন।  ইনষ্টল করার পর winamp ওপেন করলে নিচের ছবির মত আসবে।

কিন্তু পরে যদি আপ্নে shoutcast menu টা কেটে দেন তাহলে পরের বার আর  shoutcast menu টা আসবে না।এর জন্য আপনাকে manually shoutcast menu টা আনতে হবে।এর জন্য winamp এর ওপরে কার্সর দিয়ে একটা ক্লিক ক রে Ctrl+p চাপলে  নিচের ছবির মত একটা menu আসবে:

menu এর ভিতরে দেখবেন নিচের ছবির মত দুইটা অপশ ন আছে।

এবার Null SHOUTcast Source DSP v2.3.3 লেখাতে ক্লিক করার পর output অপশনে ক্লিক করবেন । দেখবেন নিচের ছবির মত একটা menu আসবে।

এবার Server Address এ Host এর নিচে যে Address টা আছে তা বসান।  port box এ port number দিন এবং  password box এ password দিন।সব কিছু দিলে নিচের ছবির মত দেখাবে। এইখানে যানো শুধু আমি যা লিখছি আপনারা তাই দিয়েন না।এই খানে আপনার একাউন্টে যা যা আছে তাই দিবেন।কেউ যদি না বুঝে থাকেন তাহ লে নিচের ছবিটা দেখে নেন।

এবার Directory তে ক্লিক করে name এ যে কোন একটা নাম দিন।Encoder এ ক্লিক করে Encoder type দেন MP3 Encoder    Encoder setting দেন  64kbps,44100Hz,stereo।কেউ যদি না বুঝে থাকেন তাহ লে নিচের ছবিটা দেখে নেন।

এবার connect ক্লিক করলে Status নিচের ছবির মত দেখবেন।
যদি নিচের ছবির মত দেখায় তাহলে সব কাজ ঠিক আছে।

এখন আপনার winamp প্লেয়ারে একটা গান বাজান।এবং sound একদম কমিয়ে দিন।

এখন হয়তো অনেকে চিন্তায় পরে গেছেন সব কাজ তো শেষ হল।কিন্তু অনলাইনে কোন ঠিকানাই যেয়ে আমার গান গুলো শুনব।তার জন্য কিন্তু আমি প্রথম পর্বেই এর ব্যবস্থা করেই রেখেছিলাম।হয়ত আপনাদের আনেকের মনে নেই।নিচের ছবিটা দেখেন আশা করি সব মনে পড়ে যাবে।

হ্যা আপনার subdomain হিসাবে যে নামটি দিয়েছিলেন সেটিই হল আপনার রেডিও ষ্টেশনের ঠিকানা।যেমন আমারটা দিয়ে ছিলামঃrakibsharker.freeshoutcast.com।

তাহলে হয়ে গেল আপনার একটা রেডিও ষ্টেশন।এবার বন্দুদের ইনভাইট করে শুনান আপনার পছন্দের গান গুলো।

যদি কোন সমস্যা হয় তাহলে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেনফেসবুকে আমি

সৌজন্যঃTechSparkBD

Level 2

আমি রাকিব সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস