Multiboot Windows USB-Windows XP, Windows7, Windows8, Windows Live রাখুন একটি পেনড্রাইভেই

Multiboot USB নিয়ে এর আগে আমরা কয়েকটি পোষ্ট করেছিলাম যা ছিলো Yumi আর SARDU নিয়েMultiboot এ আমরা বিভিন্ন Bootable ISO এড করে Bootable Pendrive বা Bootable CD/DVD তৈরি করা দেখেছিতবে এককভাবে Windows এর Multiboot মনে হয় তৈরি করা

হয় নিযদিও নিয়ম একইতারপরও কয়েকজন বন্ধুর অনুরোধে আমরা তেমন একটি কাজ করতে যাচ্ছিআজকে আমরা Windows XP, Windows7, Windows8 এবং Windows Live একসাথে করে কিভাবে Multiboot Windows USB তৈরি করতে হয় তা

দেখবোকাজটি করার জন্য আপনাদের লাগবে Windows XPISO, Windows7 ISO, Windows8 ISO এবং Windows Live ISO ফাইলঅর্থাৎ আপনি যেটি এড করতে চান তার ISO File সাথে SARDUআপনি ইচ্ছে করলে আরো ISO Add/Remove করতে পারেনচলুন তাহলে শুরু করা যাক

আপনার USBDisk টি পিসিতে সংযুক্ত না থাকলে সংযুক্ত করুনতারপর ওটাকে Format করে নিন FAT32 তে এবার SARDU সফটওয়ারের ফোল্ডারটি ওপেন করুনওখানে ISO নামে একটি ফোল্ডার পাবেন
SARDU ফোল্ডারে অবস্থিত ISO ফোল্ডারটি ওপেন করুনআপনি যে যে ISO Add করতে চান তা এখানে রাখুনপ্রয়োজন অনুযায়ী Rename করে নিন আমি Windows XP, Windows7, Windows8, Windows Live এর ISO File গুলো এড করেছি
SARDU সফটওয়ারটি রান করে Windows Button এ যানদেখবেন আপনার Add করা ISO File গুলোতে ঠিক চিহ্ন দেয়া আছেযদি ঠিক  চিহ্ন না থাকে তাহলে বুঝতে হবে আপনার এড করা ISO ফাইলটিকে Rename করতে হবেRename করার পর Refresh Button এ ক্লিক করুন
Search USB বাটনে ক্লিক করুন
আপনার USB টি এখানে দেখাবেযদি একাধিক USB পিসিতে সংযুক্ত থাকে তাহলে লিস্ট থেকে একটি নির্দিষ্ট করে দিন
এবার Build USB বাটনে ক্লিক করুন
কিছুক্ষণের মধ্যে নিচের মত একটি মেসেজ আসতে পারেনYes দিনSARDU কাজ শুরু করবেসবগুলো ফাইল আপনার USB তে কপি হবেঅপেক্ষা করুন
কাজ শেষ হলে নিচের মত মেসেজ আসবেUSB Safely Remove করুনপ্রয়োজন মনে করলে কোথাও একটা USBBackup Copy রেখে দিন যাতে পরবর্তীতে কোন একটা সমস্যা হলে সহজে Restore করে নিতে পারেন
How to Use?
USB টি Bootable করেছেন কিন্তু ওটা থেকে কিভাবে Windows Setup দেবেন তারও কিছু নিয়ম মানতে হবেআর তাহলো প্রথমবার USB থেকে PC Boot করে Windows Setup শুরু করুনপরেরবার থেকে BIOS Settings পরিবর্তন করে 1st Boot Device HDD করে দিন যাতে USB থেকে PC Boot না করেফলে USB PC তে লাগানো থাকলেও USB থেকে আরো Boot করবে নাএক্সপি Setup করার জন্য দুটো মেন্যু আছে ১ম Menu টা দিয়ে প্রথমবার Setup করুনপরের বার থেকে ২য় Menu বা 1st Boot Device HDD দিয়ে কাজ শেষ করুন
Name of ISO:
যে ISO আপনি এড করবেন তা SARDU’র নিয়ম মত দিতে হবে যাতে SARDUISO কে চিনতে পারে। অর্থাৎ আপনার ISO গুলোকে Rename করে দিতে হবে। প্রত্যেকটা Menu’র উপর মাউস ধরলেই তার নাম দেখায়। আমি সবগুলো এখানে দিতে পারি নি কারণ টিটি বেশি লিংক সাপোর্ট করে না। তাই আপনার ISO গুলো নাম জানতে চায়লে আমার ব্লগের পোষ্টটি দেখতে পারেন।


Download: HomepageCNETSoftpedia 




Level 2

আমি Kamrul Cox। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 645 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

khub sundor hoysa vhy

iso file download করা অনেক সময় এর ব্যাপার । cd থেকে কি ভাবে iso file তৈরি করা যায় ।সেই পদ্ধতি যদি জানা থাকে তবে share করেন ।

      Level 0

      @Kamrul Cox: কামরুল ভাই অনুগ্রহ করে আমাকে হাইলি কমপ্রেস করা শিখিয়ে দেন অথবা উইন্ডোস ৮.১ হাইলি কমপ্রেস iso দেন ভাই। খুব উপকার হত। বিশেষ করে হাইলি কমপ্রেস করার নিয়মটা জানতে পারলে খুব ভাল হত।

        Level 2

        @Shoed: হাইলি কমপ্রেস নিয়ে আপনি যে সব পোষ্ট দেখেছেন তা ভুঁয়া। এগুলো জেনুইন না। হাইলি কম্প্রেস করে আপনি আসল উইন্ডোজের সাইজ কমাতে পারবেন না।

          Level 0

          @Kamrul Cox: কিন্তু ভাইয়া আমি নিজেই হাইলি কম্প্রেস করা সেভেন ব্যবহার করছি। এক্সট্রাক্ট করার পর ৭ এর iso পেয়েছি এবং ইন্সটল করেছি। প্রথমে আমি নিজেও ভেবেছিলাম। কিন্তু নিজের চোখে দেখার পর কিভাবে ভুল বলি ভাই। অনুগ্রহ করে একটু দেখবেন ভাই। আপনাদের আশায় আছি।

Thanks…

১ নং প্রশ্ন = আমি USB থেকে উইন্ডোস সেটাপ দিতে পারিনা, কারণ আমি বায়েসে 1st Boot Device আপশনটি কোথাও খুজে পাচ্ছি না করণটা কী জানাবেন। আমি Compaq CQ43 ব্যবহার করি।

২ নং প্রশ্ন = Acronis True Image Home এইটার সাইলেন্ট ইন্সটল সেটাপ ফাইল থাকলে চাই, ভাই বিজয় ১২ সাইলেন্ট ইন্সটল সফটয়্যারএর ডাউনলোড লিংক দেন।

৩ নং প্রশ্ন = ভাই উইন্ডেস সেভেন সেটাফ ফাইল বেশির ভাগের সাইজ থাকে ৩.৮০ বা ৪ জিবির মতো, অথাৎ আমি যে ডিস্ক দিয়ে USB বুটেবল ফাইল তৈরি করি তার সাইজ হয় ৪ জিবির মতো কিন্তু সেই ফাইল ৪ জিবি পেনড্রাইভে ডুকিয়ে সেটাপ দেওয়া যায়না করণ পেনড্রেইভে জায়গা থাকে ৩.৭০ জিবির মতো তাই সেভেন এডিট করে ৩ জিবিতে আনা যায় এর নিয়মটা বলবেন।

৪ = ভাই অপেরা দিয়ে জিমেইলে বা ইয়াহুতে লগিন করা জায়নাক্যনো। লগিন করতে গেলে আপগ্রেড মজিলা ও এক্সপ্লেরার আসে। জাভা+ফ্লাশ প্লেয়ার সবেইতো ইন্সটল করা…?

ভাই আপনার ফোন নম্বরটাকী দেয়া যাবে পারলে মেইল করবেন [email protected]

    Level 2

    @মাহমুদ কলি।:
    আপনার অনেকগুলো সমস্যা।
    ১। 1st Boot Device টি বায়োসের ভার্সন এবং ব্রান্ড ভেদে বিভিন্ন নামে থাকে। তাই আপনি শুধু 1st Boot Device নামে খুঁজলে হয়তো পাবেন না। তাছাড়া বায়োসে গিয়ে ইউএসবি পাওয়ার জন্য সর্বপ্রথম পেনড্রাইভ পিসিতে সংযুক্ত করে তারপরই বায়োসে যান। আরেকটি অপশন আছে, সেটি হল Boot Menu. পিসি রিস্টার্ট দিয়ে কী-বোর্ড থেকে F9 (Compaq এটাই সাধারণত ডিফল্ট থাকে) চাপতে থাকুন। F9 কাজ না করলে F12, F10, F8 প্রয়োজনে F1 থেকে F12 পর্যন্ত সবগুলো কী ট্রাই করে দেখুন। একটি মেন্যু আসবে। আপনি কোন ডিভাইসটি থেকে পিসি বুট করাতে চান তার জন্য এই মেন্যু। সেখানে Hard Disk, CD/DVD এর পাশাপাশি USB অপশনটিও থাকবে। ঐটি বেশি কার্যকর এবং সবচেয়ে সহজ পদ্ধতি পেনড্রাইভ থেকে পিসি বুট করানোর জন্য।

    ২। Acronis এর সাইলেন্ট ইন্সটল এর জন্য আপনি নিচের কমান্ডটি ব্যবহার করতে পারেন।
    msiexec /i AcronisTrueImage.msi ADDLOCAL=ALL PIDKEY=xxxxxxxx-xxxxxxx-xxxxxx-xxxxx-xxx /passive
    আর বিজয় ১২ নামে সফটওয়ার নামতো শুনি নি। আপনি হয়তো বিজয় ৫২ এর কথা বলতে চেয়েছেন। এ জন্য আপনি আমার নিচের লিংকটি দেখতে পারেন।
    http://kamrulcox.blogspot.com/2013/01/bijoy-silent-install.html

    ৩। হ্যাঁ, Windows 7 এর জন্য সাধারণত ৪ জিবি পেনড্রাইভ হয় না। আপনি কিছু ফিচার বাদ দিয়ে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। তবে সে জন্য কিছু অভিজ্ঞতার দরকার। বুজে শুনে করবেন। নিচের সফটওয়ারটি দিয়ে কাস্টমাইজের কাজটি করতে পারেন।
    http://www.rt7lite.com/

    ৪। আপনার পিসি’র তারিখ ঠিক আছে কি না দেখুন। আপনি হয়তো খুব বেশি পুরাতন ভার্সনের ফায়ারফক্স ব্যবহার করছেন সেই জন্য এ মেসেজ আসতেছে। ঐ মেসেজটি’র সাথে নিচে একটি Continue বাটন দেখবেন। ওটাতে ক্লিক করলেই আপনার লগিন পেজে চলে যাবে।

    আমার ব্লগে ফেসবুকের লিংক আছে। ওখানেই যোগাযোগ করতে পারেন।

      @Kamrul Cox: ধন্যবাদ মন্তব্য করার জন্য, Windows 7 কাস্টমাইজ করার জন্য যে সফটয়্যার দিসেন সেটা ডাউনলোড করা যায়না করণটা কী..? Acronis True Image Home এর একটিভ সিরিয়াল কী দরকার।

        Level 2

        @মাহমুদ কলি।: সাইটটি কাজ করে না মানে কি ওপেন হচ্ছে না? Acronis এর কোন ভার্সন চাচ্ছেন? মেইল এড্রেস দিন।

Level 0

Thank you Boss…

Level 0

Help me.. Vai, Linax a net broadband chalabo kivabe..??

Level 0

কামরুল ভাই আপনি এর আগে এক্সপি কাস্টমাইজ করার উপায় দেখিয়েছিলেন। সেই একই উপায়ে কি সেভেন কাষ্টমাইজ করা যায়?

    Level 2

    @Shoed:
    হ্যাঁ করতে পারেন। তবে সে জন্য কিছু অভিজ্ঞতার দরকার। নিচের সফটওয়ারটি দিয়ে কাস্টমাইজের কাজটি করতে পারেন।
    http://www.rt7lite.com/

Level 0

ভাই।সব বুঝলাম।কিন্তু পিসি এর মাদারবোর্ড setup এর সময় Boot from USB ঠিক করতে গেলে USB-FDD,USB-ZIP,USB-CD ROM,USB-HDD ৪ টা usb option দেখায়।কোনটা সিলেক্ট করব।.please বলেন……।

    Level 2

    @amdadp: সাধারণত USB-HDD দিয়ে কাজ করবে। অথবা একটা একটা সবগুলোই টেস্ট করেন।

Level 3

বস্ (ভাই) আমার কেমন আছেন । অনেক দিন পর দেখা পেলাম আপনার । আবার ও সেই জোশ টিউন করলেন সংগ্রহে না রেখে উপায় আছে….
টেকটিউনস কে অসংখ্য ধন্যবাদ..কারণ টেকটিউনস আমাকে অনেক ভাল মনের মানুষের সাথে পরিচয় করিয়ে দিয়েছে তার মধ্যে অন্যতম একজন প্রিয় মানুষ কামরুল ভাই। ভাল থাকবেন ভাই।

@Kamrul Cox: ধন্যবাদ মন্তব্য করার জন্য, Windows 7 কাস্টমাইজ করার জন্য যে সফটয়্যার দিসেন সেটা ডাউনলোড করা যায়না করণটা কী..? Acronis True Image Home এর একটিভ সিরিয়াল কী দরকার। আপনার কাছে Windows 7 কাস্টমাইজ করার সফটয়্যারটি থাকলে কোনো সাইটে আপলোড করে লিংঙ্কটি দিন প্লিজ আমার খুবই প্রয়োজন।

@Kamrul Cox: ধন্যবাদ মন্তব্য করার জন্য, Windows 7 কাস্টমাইজ করার জন্য যে সফটয়্যার দিসেন সেটা ডাউনলোড করা যায়না করণটা কী..? Acronis True Image Home এর একটিভ সিরিয়াল কী দরকার। আপনার কাছে Windows 7 কাস্টমাইজ করার সফটয়্যারটি থাকলে কোনো সাইটে আপলোড করে লিংঙ্কটি দিন প্লিজ আমার খুবই প্রয়োজন। আমি Windows 7 Ultimate ৬৪ বিট ব্যবোহার করি।

    Level 2

    @মাহমুদ কলি।: ভাই আগামী এক সপ্তাহ নেট নিয়ে সমস্যায় থাকবো। তাই আপলোড করা সম্ভব নয়। কি ধরনের সমস্যায় আছেন বললে হয়তো কিছু করার চেষ্টা করতাম। Acronis কোন ভার্সন চাচ্ছেন??? আপনার মেইল এড্রেসটা দিন। আপনাকে লিংক পাঠাবো। তাছাড়া টিটি সার্চ দিলেও আপনি সিরিয়াল কী পাবেন।

Level 0

স্যার পুরো প্রসেসটা আমি কম্প্লিট করেছি, কিন্তু কিছু সমস্যা ফেস করলাম-
1.উইন্ডোস এক্সপি সেটআপ অ্ত্যান্ত স্লো।
2.উইন্ডোস ৭ ও 8.1 এর ফাইলগুলি পেন ড্রাইভে ট্রান্সফার হয় না।
3.এনলিস্টেড আইএসও ছাড়া কোন ফাইল এড করা যাবে কি না।
যদি সম্ভব হয় এগুলোর সমাধান জানাবেন। আমার মতো সবার উপকারে আসবে।

    Level 2

    @Shoed:

    আপনি যে হাইলি কম্প্রেস ফাইলটি পেয়েছেন তা আপনি একবার কম্প্রেস করে দেখুন। দেখবেন আপনার সাইজও একই রকম বা তার কাছাকাছি হবে। তারমানে সেটি কাস্টমাইজ করা কিছু ফাইল। আসল উইন্ডোজ নয়। আপনি KGB-Archiver এর জন্য নিচের লিংকটি দেখুন। ঐ টুলটাকে সেরা জিপার বলা হয়। অর্থাৎ ঐ সফটওয়ার দিয়ে কোন ফাইলকে অন্যান্য টুল থেকে সবচেয়ে বেশি কম্প্রেস করা যায়। তবে পিসিও স্লো হবে সেই রকম। ধন্যবাদ।

    http://www.softpedia.com/get/Compression-tools/KGB-Archiver.shtml

    Level 2

    @kazikalam:
    ১। হ্যাঁ, সেটাপের 1st Session টাতে ফাইল কপি স্লো হয়। এর কারণ Fat Format। তবে রিস্টার্ট পরবর্তী Session গুলোতে এ সমস্যা থাকবে না। পেনড্রাইভকে NTFS করলে এ সমস্যাটি চলে যাবে। কিন্তু মাল্টিবুট করার জন্য Grub Tool সম্পূর্ণ কাজটি পরিচলানা করে যা NTFS এ ঝামেলা করে। তাই আপনি Windows Multiboot করতে গেলে XP Slow সমস্যাটি মেনে নিতে হবে। বাকিগুলোতে কোন সমস্যা হয় না। এ বিষয় নিয়ে আমি টুলটির মালিক এবং ডেভলপার Davide Costa এর সাথে কথা বলেছিলাম। তিনিও আমাকে তাই জানিয়েছেন।

    ২। আপনি কিভাবে বুঝলনে সেটা? আমারতো কোন সমস্যা হয় নি। আমি বর্তমানে ব্যবহার করছি কোন সমস্যা ছাড়াই।

    ৩। অবশ্যই। আপনি ISO টিকে সংক্ষিপ্ত নামে Rename করুন যার মাঝে কোন ফাঁকা থাকবে না। তারপর Add Extra ISO (Grub) মেন্যুর মাধ্যমে আপনার iso টি এড করুন।

      @Kamrul Cox: ভাই আপনার এই টিউনের প্রথম কমেন্টে আমার মেইল আইডির লিংঙ্ক দেওয়া আছে, দ্বিতীয়ত Windows 7 কাস্টমাইজ করার সফটয়্যারটি থাকলে কোনো সাইটে আপলোড করে লিংঙ্কটি দিন প্লিজ আমার খুবই প্রয়োজন, আমি Windows 7 Ultimate ৬৪ বিট ব্যবোহার করি। মেইল করলে জানাবেন।

ভাই আমি চাচ্ছি সেভেন কাস্টমাইজ করে ৪ জিবি পেনড্রাইভের মাধ্যমে বুটেবল করে সেটাপ দিতে, বর্তমানে আমার ডিভিডি রম নস্ট। আই আপনার কাছে সেভেন আর্টিমেট এর ৩.৫০ জিবি আইএসও হাইলি কম্প্রেস ফাইল থাকে তাহলে আপলোড করেদিন একসপ্তাহ পরে হলেও চলবে। বর্তমানে খুবই সম্যসায় আছি সেটাপ দেওয়া খুবই প্রয়োজন। আর আমি আপনার টিউনটা বুকমার্ক করে রাখলাম।

    Level 2

    @মাহমুদ কলি।: আপনি কারো কাছ থেকে ৮ জিবি’র একটি পেনড্রাইভ নিতে পারেন। অথবা Transfer windows: ও করতে পারেন। এটিই সহজ উপায়। সব কিছুই পাবেন এতে।

Level 0

ভাই ধারুন একটি tutorial হইলো ……….
আমার একটি question ছিল ……
Window XP অথবা window 7 বলেন… এদের বিভিন্ন edition থাকে….. যেমন Windows_7 Professional_Service_Pack_1 এবং Windows_7_Eternity_Edition….. একই win 7 এর আলাদা Edition একসাথে usb / cd /dvd bootable sardu এর মাধ্যমে করবো কিভাবে….??????

    Level 2

    @Akter:
    আপনি চায়লে Windows 7 এর All in One Disk তৈরি করতে পারেন। আর Windows 7 পারলে Windows 8, 8.1 পারবেন। নিচের লিংকটি দেখুন।
    kamrulcox.blogspot.com/2014/03/windows-7-customizing-tool.html

Level 0

আপনার লিখার পর …… আমি চেষ্টা করে দেখলাম । কিন্তু SARDU software টিতে একই windows এর একাধিক edition support করে না। যেকোন একটাই usb/dvd bootable হয়।
এছাড়া আমি YUMI multiboot installer দিয়েও try করে দেখলাম কিন্তু result is same……
Need Help !!!!

    Level 2

    @Akter: আপনি কি কি এড করতে চান একটু বলুন। তাহলে চেষ্টা করে দেখতে পারি।

Level 0

আমি windows 7 এর Ultimate Edition এবং Professional Edition ও Eternity Edition দিয়ে করে দেখেছিলাম।
হওয়ার সময় আমি কৌতুহল বশত SARDU এর “Report” tab এর instruction গুলো খেয়াল করতে থাকি। সেখানেও আমি দেখতে পাই শুধুমাএ একটিই edition (eternity) extract করে processing করছে।

    Level 2

    @Akter: আমি যতদূর বুঝতেছি- আপনি একাধিক Win7 ইমেজকে কে Sardu দিয়ে একটি করতে চাচ্ছেন। Sardu দিয়ে ঐ কাজটি করা যায় না। আপনি ঐ কাজের জন্য আপনি আমার নিচের ইমেজটি দেখুন। ওখানে Win7 এর সব ইমেজই আছে। আর ঐরকম একটি ইমেজ বানাতে চায়লে আপনি Sardu দিয়ে পারবেন না।
    http://3.bp.blogspot.com/-cllnz6M1N20/Usv_cJcd8cI/AAAAAAAALa4/Vpz5ZYqTKrY/s1600/Win-7.png

    আপনাকে আমি নিচের লিংকটি এর আগে দিয়েছিলাম। একটু দেখুন। আপনার কাজটি ওভাবেই করতে হবে।
    http://kamrulcox.blogspot.com/2014/03/windows-7-customizing-tool.html

আসসালামু আলাইকুম, ভাই
আমি যখন আমার ১৬ জিবি পেন ড্রাইভ এ win8.1 + win8 + ubuntu দিয়ে বুটেবল ইউএসবি করতে যাই তখন আমারটা হছছেনা।বার বার কেবল “Insufficient for 6336 mb” এই এরর টা দেখিয়ে অফ হয়ে যাচ্ছে। কারন টা কি বুঝতে পারছিনা ??????

    Level 2

    @Mohammad Sohel: আমার ধারনা – আপনি পেনড্রাইভটাকে FAT32 তে ফরমেট করেছেন। আর আপনি যে ফাইলগুলো এড করতে চাচ্ছেন তাতে 4GB এর চেয়ে বড় কোন ফাইল আছে এবং সেটি কপি হচ্ছে না। কারণ FAT32 ড্রাইভে 4GB এর চেয়ে বড় ফাইল কপি হয় না। তাই আপনাকে 4GB এর চেয়ে বড় ফাইল বাদ দিয়ে কাজটি করতে হবে।

আসসালামু আলাইকুম,
ভাইয়া আমি আমার পেন ড্রাইভ কে উইন্ডোজ৭,৮..১, এবং উবুন্টু পেন ড্রাইভ বানাতে চাই। yumi আর sardu দিয়ে সবপ্রসেস মানে বুটেবল করার পর যখন পেন ড্রাইভ থেকে কম্পিউটার এ ইন্সটল করতে যাই তখন কেবল লিনাক্স ছাড়া অন্য কিছু চলে না। অন্যগুলোতে ফাইল মিসিং এরর দেখায়। এর সমাধান কি?

    Level 2

    @Mohammad Sohel: আপনার Windows 7,8,8.1 এর Source Folder এ অবস্থিত Install.wim ফাইলগুলোর সাইজটা একটু বলুন।