বাংলা সকল টিউটোরিয়াল সাইট / ইউটিউব চ্যানেল/ ফেসবুক গ্রুপ একসাথে । নতুন বছরে ভেসে যান টিউটোরিয়াল এর বন্যায় !

বাংলা সকল টিউটোরিয়াল সাইট / ইউটিউব চ্যানেল/ ফেসবুক গ্রুপ


আসসালামু আলাইকুম।আশা করি আপনারা সবাই ভাল আছেন।সবাইকে নতুন বছর এর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ব্লগ জীবনের প্রথম টিউন ।আজকে আমি আপনাদের  সাথে আমার জানামতে বাংলা টিউটোরিয়াল ভিত্তিক ওয়েবসাইট গুলো শেয়ার করবো।কিছু মানুষের দেশের প্রতি ভালবাসা আর আন্তরিক প্রচেষ্টার ফলে আমরা পেয়েছি আমাদের বাংলাদেশ এর  সমৃদ্ধ ইন্টারনেট জগত। আমাদের মধ্যে অনেকে আছে যে গ্রাফিক ডিজাইন -ওয়েব ডিজাইন -SEO- ইত্যাদি বিভিন্ন কাজ শিখতে আগ্রহী কিন্তু অনেক সময় দেখা যায় টাকার অভাবে বা চাকরি -বাকরি করেন কিন্তু সময় এর অভাবে শিখতে পারেন না । আপনি ইচ্ছা করলে বিভিন্ন ওয়েবসাইট এর বাংলা/ইংলিশ ফ্রী টিউটোরিয়াল দেখে আপনি আপনার কাঙ্খিত কাজ শিখতে পারবেন । এবং আপনার লক্ষে পোছাতে পারবেন।তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা ।

তাহলে দেখে নেয়া যাক টিউটোরিয়াল  সাইট গুলা!

আর আর ফাউন্ডেশন - R R Foundation : আপনারা যারা বাংলা টিউটোরিয়াল এর মাধ্যমে ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপিং শিখতে চান তাদের জন্য প্রথম পছন্দ হওয়া উচিত আর আর ফাউন্ডেশন এর বাংলা টিউটোরিয়াল। এখানে আপনি ওয়েব ডিজাইন & ডেভেলপিং এর প্রায় সব টিউটোরিয়াল পাবেন সম্পূর্ণ ফ্রীতে । আপনি আর আর ফাউন্ডেশন এর টিউটোরিয়াল গুলা বিভিন্ন মাধ্যম থেকে ডাউনলোড করতে পারবেন। আপনি চাইলে সব গুলা টিউটোরিয়াল ইউটিউব এ দেখতে এবং ডাউনলোড করতে Subscription করতে এখানে ক্লিক করুন । এছাড়া জয়েন হতে পারেন আর আর ফাউন্ডেশনএর ফেসবুক গ্রুপ এখানে । এছাড়া ও রয়েছে
আর আর ফাউন্ডেশন এর ফোরাম এখানে

http://WWW.BDGEEKS.COM : ওয়েব সাইট ডিজাইন -কম্পিউটার প্রোগ্রামিং -ওয়েব ডেভেলপিং-ফটোশপ এর অনেক টিউটোরিয়াল পাবেন এই সাইট এ। প্রবাস এ থেকেও ও দেশের প্রতি ভালবাসার একটা উদাহরণ দেওয়া যেতে পারে এই ওয়েবসাইট কে । এই ওয়েবসাইট এর এডমিন ফয়সাল আহমেদ এবং ইরা আহমেদ দুই জন প্রবাসে থাকেন ।তাদের ভাষায় দেশের জন্য কিছু করার লক্ষ্য নিয়েই বিডিগিকসের পথচলা! আমাদের ছোট্টো দেশের অগনিত সব জ্ঞানপিপাসু geeks & nerds আছে তাদের জন্য কোডিং শেখার পথ সুগম করার একটি ক্ষুদ্র প্রয়াস এই বিডিগিকস প্রজেক্ট! আপনি বিডিগিকস এর ওয়েবসাইট  এ রেজিস্টার্ড করে সবগুলা টিউটোরিয়াল ডাউনলোড করতে পারবেন । এছাড়া জয়েন হতে পারেন বিডিগিকস এর ফেসবুক গ্রুপ এখানে । Subscription করতে পারেন তাদের ইউটিউব চ্যানেল এখানে

PROJUKTITEAM-প্রযুক্তি টিম: আমাদের টেকটিউনস এর আমাদের সবার প্রিয়  টিউনার হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই এর ওয়েবসাইট এটা । এই ওয়েবসাইট এর ওয়েবসাইট এর অনেক গুলা টিউটোরিয়াল আপনি ডাউনলোড করতে পারবেন । টিউটোরিয়াল ডাউনলোড করতে যোবায়ের ভাই এই  পোস্টটি পড়তে পারেন এখানে। আপনি এই সাইট এর  টিউটোরিয়াল গুলা কিনতে পারবেন একেবারে সামান্য কিছু টাকা দিয়ে ।এছাড়া জয়েন হতে পারেন প্রজুক্তি টিম এর ফেসবুক গ্রুপ এখানে । Subscription করতে পারেন তাদের ইউটিউব চ্যানেল এখানে

http://WWW.FREEBANGLATUTORIAL.COM : ওয়েব সাইট ডিজাইন -কম্পিউটার প্রোগ্রামিং -ওয়েব ডেভেলপিং-ফটোশপ-ওয়ার্ডপ্রেস-ইলাস্ট্রেটর-এসইও ছাড়া আরও অনেক রকমের অনেক ধরনের টিউটোরিয়াল পাবেন সম্পূর্ণ বিনা মূল্যে । এছাড়া স source ফাইল গুলা ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইট এ রেজিস্টার্ড করে । আপনি চাইলে তাদের ফেসবুক পেজ এ  লাইক দিতে পারেন সব রকম আপডেট পাবার জন্য এখানে ।গুগল প্লাস এ ফলো করতে পারেন এখানে । এছাড়া ও ইউটিউব থেকে সবগুলা টিউটোরিয়াল দেখতে এবং ডাউনলোড করতে  Subscriptionকরতে পারেন এখানে

ছবির দোকান-CHOBIR DOKAN: নাম শুনে নিচ্ছই বুজে গেলেন কি বিষয়ে ওয়েব সাইট টা । হাঁ এটা একটা বাংলা ফটোশপ শিখার ওয়েবসাইট । এই ওয়েবসাইট এ আপনি টেক্সট এবং ভিডিও দুই ফরমেট এ ফটো শপের বিভিন্ন টিউটোরিয়াল পাবেন । এই ওয়েবসাইট এর সব গুলা টিউটোরিয়াল আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন তাদের ওয়েবসাইট থেকে এবং ইউটিউব থেকে । তাহলে আর দেরি কেন গুরে আসুন ছবির দোকান এর ওয়েবসাইট  থেকে । এছাড়া জয়েন হতে পারেন ছবির দোকান এর এর ফেসবুক গ্রুপ এখানেএছাড়া ও ইউটিউব থেকে সবগুলা টিউটোরিয়াল দেখতে এবং ডাউনলোড করতে  Subscriptionকরতে পারেন এখানে

ওয়ার্ডপ্রেস বাংল-WPBANGLA.COM:আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে ওয়েবসাইট তৈরি করা শিখতে চান তাহলে মনে হয় এই ওয়েবসাইট টা আপনার জন্য । এই ওয়েবসাইট আপনি ওয়ার্ডপ্রেস সম্পর্কে ভাল ভাল পোস্ট পাবেন । যার মাধ্যমে আপনি সহজে ওয়ার্ডপ্রেস শিখতে পারবেন । আপনি চাইলে তাদের ফেসবুক গ্রুপ এ জয়েন হতে পারেন এখানে

টিউটশেয়ার বিডি -Tutshare BD : ভাই এটা একটা ফেসবুক গ্রুপ । কিন্তু আমার মনে হয় এটা একটা ফেসবুক গ্রুপ এর চাইতে বেশি কিছু । আজকে আমার টিউন এর টাইটেল ছিল  টিউটোরিয়াল এর বন্যায় ভেসে যান । টিউটোরিয়াল এর বন্যায় ভেসে যেতে আপনাকে সব চাইতে বেশি সাহায্য করবে এই ফেসবুক গ্রুপ টি । কি পাবেন না আপনি এখানে বাংলা ইংলিশ সব কিছুর সব রকম টিউটোরিয়াল পেতে অবশ্যই আপনাকে এই গ্রুপ এ জয়েন করতে হবে এখানে । একবার শুধু জয়েন করেন তারপর বুজবেন আমি কেন বলেছি এটা একটা ফেসবুক গ্রুপ এর চাইতে বেশি কিছু ।

Projuktirkhela.com-প্রজুক্তিরখেলা : বিজনেস কার্ড ডিজাইন এবং ভাল মানের কিছু টিউটোরিয়াল পাওয়ার জন্য এই সাইট এর সাথে থাকতে পারেন । আশা করি আপনার লস হবে না । আপনি চাইলে প্রজুক্তিরখেলা এর ফেসবুক গ্রুপ এ জয়েন হতে পারেন এখানে এবং টিউটোরিয়াল দেখতে এবং ডাউনলোড করতে  Subscriptionকরতে পারেন এখানে 

It Bari .tk : এখানে ভাল মানের এসইও টিউটোরিয়াল পাবেন । টিউটোরিয়াল গুলা আপনি চাইলে ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন এখানে । আপনি চাইলে It Bari এর ফেসবুক গ্রুপ এ জয়েন হতে পারেন ।
It Bari এর টিউটোরিয়াল আপনি সামান্য কিছু টাকা দিয়ে কিনতে পারেন । আপনি চাইলে তাদের ইউটিউব চ্যানেল এ Subscriptionকরতে পারেন এখানে

http://www.orbitit24.com : এখানে আপনি ওয়ার্ডপ্রেস এর কিছু ভাল মানের বাংলা টিউটোরিয়াল পাবেন । আপনি চাইলে  orbitit24 এর ফেসবুক গ্রুপ এ জয়েন হতে পারেন।  আপনি চাইলে তাদের ফেসবুক গ্রুপ এ জয়েন হতে পারেন এখানে।টিউটোরিয়াল গুলা আপনি চাইলে ইউটিউব থেকে দেখতে এবং ডাউনলোড করতে এখানে কিল্ক করেন।

আমার জানার বাইরে আরও অনেক বাংলা  টিউটোরিয়াল সাইট রয়েছে । সেগুলা আমি দিতে পারলাম না বলে  নিজ গুণে ক্ষমা করবেন। আমার জানামতে আরও কিছু দরকারি ফেসবুক গ্রুপ নিচে দেওয়া হল

Level 0

আমি Reaz Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার কোন Biographi নাই ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ। সাইটগুলো অনেক কাজে আসবে।

স্ট্যালিন@ আপনাকে ও অনেক ধন্যবাদ টিউনটি পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য

Level 0

khub kaje laglo . dhonnobad

Shafik720@ আপনাকে ও অনেক ধন্যবাদ টিউনটি পড়ার জন্য

Level 0

nice tune…..

    @ranga: ধন্যবাদ মন্তব্য করার জন্য

Vai very very important post…………………………………………..

    @Raselkhulna: Vai very very important comment

ভাই ই-মেইল মার্কেটিং এর টিউটোরিয়াল গুলো কই পাবো?? পারলে url টা শেয়ার করেন।

ভাই আপনি https://www.facebook.com/groups/tutsharebd/ যোগাযোগ করতে পারেন

নাইচ!

ব্যাপক সুন্দর হইসে

    @MURKHO TUNER: ব্যাপক সুন্দর comment

Level 0

অনেক ভালো লেগেছে। আমি নেটওয়ার্কিং শিখতে চাই। তবে আই.পি এড্রেস সম্পর্কে আরো ভালোভাবে জানতে চাই। একদম গানিতিক উপায়ে । এ ব্যাপারে আমাকে একটু সাহায্য করুন প্লিজ।

টিউট শেয়ার বিডি গ্রুপ সব সময় আপনাদের পাশে আছে। একবার জয়েন করে দেখুন আমাদের সকল কার্যক্রম। ধন্যবাদ সুন্দর টিউন করার জন্য।

    @মোঃ সাইফুল: ধন্যবাদ সুন্দর comment korar jonno