আপনার কম্পিউটারে ইন্টারনেট সংযুক্ত করুন iPhone ২g, ৩g, ৪ & iPad এর সাহায্যে

এই টিউটোরিয়ালটিতে আমি আপনাকে দেখাবো উইন্ডোজ XP, Vista, উইন্ডোজ ৭, উবুন্টু এবং ম্যাক ওএস সহ যেকোন অপারেটিং সিস্টেমে কিভাবে iPhone 3g এর সাহায্যে ইন্টারনেট সংযুক্ত করতে হয় .

English Version Of this Tutorial Will Be Found Here in My Blog.এবং বাংলা বিডিব্লগ.নেট

আপনার যা প্রয়োজন?

# iPhone 2G. 3G or 3Gs or 4
#মোবাইল গ্রাহকের ডেটা সংযোগ প্যাকেজ,যেমন আমিGrameenPhone p6 Package প্যাকেজ ব্যবহার করছি ।
# স্বাভাবিক iPhone ডেটা Cable/ পিসি Charger কেবল।
# iTune সিস্টেম। সংস্করণ অবশ্যই 8 2+ হবে
এই , আর কোন এপ্পলিকেশন এর প্রয়োজন নেই .

পদ্ধতি:

এই পদ্ধতির জন্য আপনার প্রয়োজন একটি Unlocked iPhone, অথবা নিদেনপক্ষে JailBreaked।এখানে অপেক্ষাকৃত পুরনো iPhone এবং ফার্মওয়্যারের জন্য ফ্রী Unlocker আছে,সাম্প্রতিক iPhone ২g, iPhone ৩g, iPhone ৩s, iPhone ৪g & iPad Unlockingএর জন্য এবং সর্বোত্তম JailBreaking সমাধান & সমর্থন এর জন্য ভিজিট করুন UnlockAlliPhone.com

১। প্রথম আপনার iPhone Tether enabled করুন। যদি আপনি ডেটা ইতিমধ্যে সংযোগ করে থাকেন তারপর আপনি Tether Profile প্রয়োজন বোধ করবেন।

ক) আপনার iPhone Safari ব্রাউজার থেকে এই পাতাটি পরিদর্শন করুন
http://help.benm.at/tethering.php
অথবা এই সহজ সংক্ষিপ্ত লিঙ্কটি
http://LinkX.In/i3

খ) আপনার দেশ এবং বাহক নির্বাচন করুন তারপর বৃত্তান্ত ডাউনলোড করুন এবং ইনস্টল করুন।

গ) যদি আপনি আপনার দেশ খুঁজে না পান তারপর সেই পাতাটি স্ক্রোল করে নিচে যান এবং “Create Your Own” ক্লিক করুন

ঘ) এখন যা জিগ্গেস করা হয়েছে তা পূরণ করুন . Carriername, APN and User,Password দিন যদি থাকে . যেমন আমার Carriername হচ্ছে “GP” APN হচ্ছে “gpinternet” এবং কোনও ব্যবহারকারী & পাসওয়ার্ড প্রয়োজন নাই . শুধু ক্লিক করে ডাউনলোড করুন

ঙ) ক্লিক করুন ইনস্টল করুন এবং iPhone এ installing Tethering শেষ হবে

২। আপনার এখন iTune টি লাগবে, এই লিঙ্কটি থেকে যেকোন উপযুক্ত সংস্করণ নিন , কিন্তু আপনাকে অবশ্যই সংস্করণ 8 2+ নিতে হবে , কারণ এটি tethering সম্ভব সাহায্য করে .
ডাউনলোড করে এবং আপনার পিসিতে এইটি ইনস্টল করুন।

http://LinkX.In/itune

এটি কেবল উইন্ডোজ ৩২-বিটের জন্য , Mac ব্যবহারকারী গণ ইতিমধ্যে ইনস্টল করেছেন , অথবা Apple এর সাথে সংযুক্ত হয়েছেন ।যদি কোন Ubuntu User এর সাহায্যের প্রয়োজন হয় please comment করুন ।

৩.এখন আপনার স্বাভাবিক ভাবে আপনার পিসি অথবা ল্যাপ্টপে Normal iPhone Data Cable/ PC Charger Cable এর সাহায্যে iPhone টি কানেক্ট করুন । iTune.চালু করার প্রয়োজন নেই ।

৪.এখন আমরা Tethering অন করে iPhone থেকে ব্রাউজিং করব ।

iPhone এ Settings ক্লিক করুন ।পর্যায়ক্রমে যান .General>Network>Internet Tethering, and turn on Tethering.

সব কাজ শেষ। এখন আপনি আপনার পিসিতে iPhone হয়ে ইন্টারনেট ব্যবহার করুন । যদি ইতিমধ্যে আপনার অন্য কানেকশান থেকে থাকে তাহলে এটা অটোমেটিক চলতে থাকবে , টেস্ট করার জন্য আপনার IP address দেখুন AmarIP.info

কিভাবে বুঝবেন এটি পুরোপুরি কাজ করছে ?

যদি এটা পুরোপুরি কাজ করে তাহলে আপনি একটি flashing Bar দেখবেন সাথে এই লেখাটা সহ Internet Tethering আপনার iphone এ.

আরও জানতে চান যদি Tether and Connect iPhone (1G, 2G and 3G) as Modem for Internet Gateaway” এই সম্পর্কে তাহলে এই লিঙ্কে ক্লিক করুন। Check This Link.

Level 0

আমি Asif2BD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

স্বাগতম টেকটিউন্সে আপনার প্রথম টিউন খুবই ভাল হইছে আশা করি সামনে আরো ভাল ভাল টিউন পাব আপনার কাছ থেকে,ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।

Level 0

ধন্যবাদ আপনাকেও।

ধন্যবাদ ভাল টিউনস।

Awesome….

আসিফ ভাই,
খুব সুন্দর হয়েছে, দয়া করে আমাকে একটি পরামর্শ দিবেন। আমি iPhone 3gs কিনতে চাই দাম ব্যবহার বিধি ও এর সম অন্য কোন মোবাইল কেনা যায় দয়া করা বলবেন।

    Level 0

    iPhone 3GS দাম ৩০,০০০ টাকা – ৩৮,০০০ টাকা। নতুন iPhone 4 এর দাম হবে $৪০,০০০ – $৫০,০০০ টাকা। Android বেসেড HTC Hero or Touch Diamond কেনা যেতে পারে।

iPhone 3GS দাম ৩০,০০০ টাকা – ৩৮,০০০ টাকা & iPhone 4 এর দাম হবে $৪০,০০০ – $৫০,০০০ টাকা !!!

চোখে শস্যফুল দেখছি 😛

বাই দ্য ওয়ে…………………..

আপনাকে টেকটিউনসে স্বাগতম। টিউনটি নিঃসন্দেহে ভাল ভাল টিউন……………………………… 😛

ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য ।

নিয়মিত টিউন চাই আর আপনার হোস্টিং এ দেখলাম ১২৫ টাকায় .ইনফু ডোমেইন ।সত্যি নাকি??

সাবটাইটেল মামুন says:
৯ জুন, ২০১০ at 1:50 অপরাহ্ন

নিয়মিত টিউন চাই আর আপনার হোস্টিং এ দেখলাম ১২৫ টাকায় .ইনফু ডোমেইন ।সত্যি নাকি??

Level 0

সুন্দর টিউন, ধন্যবাদ।

আসিফ ভাইয়া,

iPhone 3GS দাম ৩০,০০০ টাকা – ৩৮,০০০ টাকা। নতুন iPhone 4 এর দাম হবে $৪০,০০০ – $৫০,০০০ টাকা।

কিন্তু অ্যাপল তো iPhone 4 রিলিজ উপলক্ষে iPhone 3GS 8GB 99 ডলার এ বিক্রি করার ঘোষাণা দিলো। তাহলে বাংলাদেশে iPhone 3GS দাম এতো বেশি কেন? নাকি সে দামটা আমাদের দেশের জন্য প্রযোজ্য নয়? বিদেশ থেকে আইফোন নিয়ে আসলে (Lock করা iphone unlock করে) কি আমাদের দেশে চালানো যাবে? বিস্তারিত জানালে উপকৃত হই।

ধন্যবাদ

    Level 0

    iPhone 3GS 8GB 99 ডলার সাথে ২ বছর এর contact. মানে $৫০ ডলার পার মান্ত। সব মিলিএ 99+(50*24)= $1299 ডলার

Level 0

আমি গ্রামীন ফোনের আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করি নকিয়া E51 সেট দিয়ে। আমার কাছে D-Link এর একটি ওয়্যারলেস রাউটার আছে।আমাকে কেউ কি বলবেন এর জন্য আমাকে আর কোন আনুসাঙ্গিক কিছু কিনতে হবে কিনা যা দিয়ে আমি আমার কানেকশান কে রাউটারে কানেক্ট করবো কেউ কি দয়া করে জানাবেন।

আইপ্যাড এ কিভাবে বাঙলালায়ন এর Wimax(Wifi)সেট করব। আপনার সহযোগিতা কাম্য। [email protected]