এবার নিজেই তৈরি করুন অনলাইনে নিজের একটা রেডিও ষ্টেশন।পর্ব-১

আশা করি সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ভালই আছি।টেক টিউনসে এটাই প্রথম টিউন।যদি কোন ভুল হয় তাহলে ক্ষমা করে দিবেন।আজকে আমি আপনাদের শিখাব কিভাবে ফ্রিতে অনলাইনে  একটা রেডিও ষ্টেশন তৈরি করবেন।যেহেতু আমরা এটা ফ্রিতে তৈরি করব তাই পেইড একাউন্টের মত এত সুবিধা পাবনা।

চলুন দেখা যাক আমাদের অনলাইনে রেডিও ষ্টেশন তৈরি করতে কি কি লাগবেঃ

 ১। আনলিমিটেট ইন্টানেট কানেকশন
২। winamp5666_full_all.exe
৩।shoutcast-dsp-2-3-3-windows.exe

আপাতত এই তিনটা জিনিস থাকলেই হবে।আশা করি ওপুরের দুইটা জিনিস আপনাদের আছে।আর যদি না থাকে তাহলে ওপোরের লিংক থেকে ডাঊনলোড করে নিতে পারেন।
আমি আগেই বলেছি যেহেতু  ফ্রিতে তৈরি করব তাই পেইড একাউন্টের মত এত সুবিধা পাবনা।

এখন চলুন ফ্রি একাউন্টের লিমিটেশন গুলো জেনে নেইঃ

১।এখানে ১০০ জনের বেশি এক সাথে শুনা যাবে না।
২।নিজের ইচ্ছা মত সাইটকে সাজানো যাবে না।
৩।নিজেই কোন কথা বলা যাবে না।শুধু নন স্টপ গান বাজাতে হবে।
৪।আর সব চেয়ে বড় কথা হল একটা কম্পিঊটার দিয়ে শুধু একটা একাউন্টের বেশি খুলা যায় না।আর আপনে যদি আরো আইডি খুলতে চান তাহলে আপনার কম্পিঊটারের আইপি এড্রেস চেঞ্জ করে নিতে হবে।

 একাউন্ট তৈরিঃ

একাউন্ট তৈরির জন্য এইখানে ক্লিক করেন।এবার নিচের  ছবির মত একটা পেইজ আসবে।।

পেইজের একটু নিচে চলে আসবেন. দেখবেন ফ্রিতে সাইন আপের একটা অপশন আছে।ওই খানে ক্লিক করার পর  সাইন আপের পেইজ আসলে সঠিক তথ্য দিয়ে রেজিষ্টার করুন।রেজিষ্টার সফল ভাবে হলে নিচের ছবির মত দেখাবে।


এবার click here go to configaration your FreeSHOUTcast লেখাতে ক্লিক করুন। তারপর যে পেইজটা আসবে নিচের  ছবির মত দেখাবেঃ

এবার manage এ ক্লিক করে password চেঞ্জ করে নিন। এর পর মেইন পেইজে এসে WebPlayer এ ক্লিক করেন। দেখবেন নিচের  ছবির মত  একটা পেইজ আসছে।

এবার আপনার রেডিওর নাম এবং আপনার সাইটের ঠিকানা দিয়ে ok করুন।এখন তৈরি হয়ে গেলো আপনার অনলাইন রেডিও ষ্টেশন।কিন্তু অনেকেই ভাবছেন এত শুধু একটা একাউন্ট খু্ললাম তাতেই কি আমার রেডিও ষ্টেশন তৈরি হয়ে গেল?আমি বলব এখনো তৈরি হয় নাই তবে আপনার রেডিও ষ্টেশনের ৮০% কাজ শেষ। এর পরের পালা হলো আপনি কিভাবে আপনার রেডিওতে গান বা অন্য যে কোন কিছু বাজাবেন যা আপনার স্রোতারা অনলাইনে শুন্তে পায়।আর এর জন্য অবশ্যই আমার সাথে ২য় পর্ব পর্যন্ত থাকতে হবে।আর হ্যা একটি কথা আপনাদের সাড়া পেলেই কিন্তু ২য় পর্বটি পোষ্ট করা হবে।

সৌজন্যঃ TechSparkBD

Level 2

আমি রাকিব সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vi 2nd post ta taratari dan……

ok siam vai…

Level 0

carry on brother

watting

Level 0

দিয়ে দেন তো…