আপনারদেরকে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের “Unattended/Automatic Windows 7 Installation Processes”.এর অর্থ হল Windows 7 install করার সময় পিসির সামনে বসে থেকে আপনাকে এর জন্য Product key, computer name, user name, time zone ইত্যাদি আর দেখিয়ে দিতে হবে না ।
এই সফটওয়্যারটি দিয়ে Windows Vista-এর Unattended Installation DVD তৈরি করতে পারবেন। এখানে আমি শুধু Windows 7 এ্রর প্রক্রিয়াটি দেখিয়েছি।
ক) Windows 7 CD,
খ) Blank DVD,
গ) vLite software,
ঘ) Win RAR
ঙ) Free Time
প্রথমে উইন্ডোজ সেভেন-এর ব্যাকআপ নিয়ে নিন । এবার vLite software টি ডাউনলোড করে winrar software দিয়ে extract করে নিন । এরপর vLite software টি ইন্সটল করে নিন। এরপর এটিকে use করার জন্য crack করে নিন । কিভাবে করতে হবে তা এর মধ্যে ‘How to vLite use’ file টি দেখে নিন । এবার অটোমেটিক উইন্ডোজ সেভেন ইন্সটল সিডি তৈরির জন্য প্রস্তুত হন।
১) vLite সফটওয়্যারটি ওপেন করে Browse করে যেখানে windows 7 এর backup টি রেখেছেন সেটি দেখিয়ে দিলে নিচের চিত্রের মত দেখা যাবে সেখানে “windows 7 Ultimate” এ সিলেক্ট করে ok করে Next এ ক্লিক করুন ।
২) এরপর নিচের ছবির মত “Unattended Setup” & “Bootable Iso”-তে চেক মার্ক করে Next এ ক্লিক করুন ।
৩) এরপর General ট্যাবে- ছবির মত করে সব setting দিয়ে দিন । এখানে শুধু Product key, Full Name, Organization এবং Computer Name পরিবর্তন করে নিন। আর সব ঠিক থাকবে।
৪) এবার Regional ট্যাবে- ক্লিক করে Specify select করে নিচের drop down থেকে UI Language, Time and Currency Format, Keyboard or Input Method এবং Time Zone অবশ্যই সেট করে দিন । এরপর Apply-তে ক্লিক করুন ।
৫) এবার নিম্নের চিত্রের মত দেখা যাবে, (১ম চি্ত্র)এখান থেকে “Rebuild One(Ultimate) সিলেক্ট করে ok ক্লিক করলে নিচের ২য় চি্ত্রের মত Processing শুরু হবে ।
৬) সম্পূর্ণ processes শেষ হলে Next –এ ক্লিক করুন ।
৭) এরপর নিচের চি্ত্রের মত Mode থেকে ‘create image’ এবং Label এ যেকোন নাম দিয়ে Make ISO তে ক্লিক করতে হবে । এটিতে ক্লিক করলে ইমজেটি কোথায় সেভ হবে তা জিগ্গাসা করা হবে । ইমজেটি যেখানে সেভ করতে চান তা দেখিয়ে দিন । এবার ইমেজটি তৈরি হয়ে গেলে সেটিকে Blank DVD- তে Nero বা অন্য কোন সফটওয়্যার দিয়ে বার্ন করে নিন । এখন আপনি এটাকে ইউস করতে পারবেন ।
আসা করি সকলেই ভাল,সু্স্থ ও নিরাপদ থাকবেন। আগামী দিনের টিউন দেখার প্রত্যাশায় আজকের মত এখানেই শেষ করছি। খোদা হাফেজ।
আমি সাইমুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I love Bangladesh
খুব সুন্দর টিউন সাইমুন ভাই …..অনেক ধন্যবাদ আপনাকে এই রকম একটি সুন্দর টিউন উপহার দেওয়ার জন্য।