Unattended/Automatic Windows 7 Installation DVD Create.

আপনারদেরকে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের “Unattended/Automatic Windows 7 Installation Processes”.এর অর্থ হল Windows 7 install করার সময় পিসির সামনে বসে থেকে আপনাকে এর জন্য Product key, computer name, user name, time zone ইত্যাদি আর দেখিয়ে দিতে হবে না ।

এই সফটওয়্যারটি দিয়ে Windows Vista-এর Unattended Installation DVD তৈরি করতে পারবেন। এখানে আমি শুধু Windows 7 এ্রর প্রক্রিয়াটি দেখিয়েছি।

যা যা লাগবে:-

ক) Windows 7 CD,

খ) Blank DVD,

গ) vLite software,

ঘ) Win RAR

ঙ) Free Time

যা যা করবেন:-

প্রথমে উইন্ডোজ সেভেন-এর ব্যাকআপ নিয়ে নিন । এবার vLite software টি ডাউনলোড করে winrar software দিয়ে extract করে নিন । এরপর vLite software টি ইন্সটল করে নিন। এরপর এটিকে use করার জন্য crack করে নিন । কিভাবে করতে হবে তা এর মধ্যে ‘How to vLite use’ file টি দেখে নিন । এবার অটোমেটিক উইন্ডোজ সেভেন ইন্সটল সিডি তৈরির জন্য প্রস্তুত হন।

যেভাবে করতে হবে:-

১) vLite সফটওয়্যারটি ওপেন করে Browse করে যেখানে windows 7 এর backup টি রেখেছেন সেটি দেখিয়ে দিলে নিচের চিত্রের মত দেখা যাবে সেখানে “windows 7 Ultimate” এ সিলেক্ট করে ok করে Next এ ক্লিক করুন ।

২) এরপর নিচের ছবির মত “Unattended Setup” & “Bootable Iso”-তে চেক মার্ক করে Next এ ক্লিক করুন ।

৩) এরপর General ট্যাবে- ছবির মত করে সব setting দিয়ে দিন । এখানে শুধু Product key, Full Name, Organization এবং Computer Name পরিবর্তন করে নিন। আর সব ঠিক থাকবে।

৪) এবার Regional ট্যাবে- ক্লিক করে Specify select করে নিচের drop down থেকে UI Language, Time and Currency Format, Keyboard or Input Method এবং Time Zone অবশ্যই সেট করে দিন । এরপর Apply-তে ক্লিক করুন ।

৫) এবার নিম্নের চিত্রের মত দেখা যাবে, (১ম চি্ত্র)এখান থেকে “Rebuild One(Ultimate) সিলেক্ট করে ok ক্লিক করলে নিচের ২য় চি্ত্রের মত Processing শুরু হবে ।

৬) সম্পূর্ণ processes শেষ হলে Next –এ ক্লিক করুন ।

৭) এরপর নিচের চি্ত্রের মত Mode থেকে ‘create image’ এবং Label এ যেকোন নাম দিয়ে Make ISO তে ক্লিক করতে হবে । এটিতে ক্লিক করলে ইমজেটি কোথায় সেভ হবে তা জিগ্গাসা করা হবে । ইমজেটি যেখানে সেভ করতে চান তা দেখিয়ে দিন । এবার ইমেজটি তৈরি হয়ে গেলে সেটিকে Blank DVD- তে Nero বা অন্য কোন সফটওয়্যার দিয়ে বার্ন করে নিন । এখন আপনি এটাকে ইউস করতে পারবেন ।

সমাপ্ত


আমার এই টিউনটি যারা দেখেনি তাদের জন্য- Unattended/Automatic XP Installation

আসা করি সকলেই ভাল,সু্স্থ ও নিরাপদ থাকবেন। আগামী দিনের টিউন দেখার প্রত্যাশায় আজকের মত এখানেই শেষ করছি। খোদা হাফেজ।

Level 0

আমি সাইমুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I love Bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর টিউন সাইমুন ভাই …..অনেক ধন্যবাদ আপনাকে এই রকম একটি সুন্দর টিউন উপহার দেওয়ার জন্য।

খুবই ভাল টিউন,আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল।

    রুহুল ভাই ধন্যবাদ।

    দু:ক্ষিত আতাউর ভাই,ভুলে রুহুল ভাই লিখেছি।

ধন্যবাদ ।

ধন্যবাদ, উইন্ডোজ ৭ নিয়ে ভালো একটি টিউন করার জন্য। এক্সপির ভীড়ে উইন৭ এর টিউন গুলো ভালোই লাগে যদি সেটা মানসম্মত হয়। ৭ নিয়ে আরো টিউন চাই।

    আশা করি সামনে আরো windows 7 এর টিউন নিয়ে আসব।

সহজবোধ্য করার জন্য ধন্যবাদ…

Level 0

@ সাইমুন ভাইজান
কিছু মনে করবেন না, এই কাজটি শুধু Vlite দিয়ে হয় না এর সাথে আরও একটি ফাইল মানে সফট এর প্রয়োজন।
ধন্যবাদ।

Nice tune. Thanks a lot for your tune. Its great.

এই পদ্ধতি দেখছি আপনার এই টিউনের মত। n lite সফটওয়্যারটা দিয়ে কি win7 ইন্সটল করা যাবে না?

    না পারা যাবে না। nLite দিয়ে শুধু cd os করা যাবে আর vLite দিয়ে dvd os করা যাবে।

আমি যদি এর সঙ্গে কিছু software add করতে চাই,তাহলে কিভাবে করবো?

    ২য ছবির সব চেক মার্ক করে দিয়ে next করতে হবে। এরপর এর description পড়ে পড়ে আপনার চাহিদা মত driver,update pack and software add করতে পারবেন।

সুন্দর টিউন সাইমুন ভাই … চালিয়ে যান

Level 0

It’s a great tune,thanks 4 it.Tobe onekey eta srao bootable 7 create korte pare…….

সাইমুন ভাই …..বেশ ভাল টিউন । ধন্যবাদ শেয়ার করার জন্যে ।

পেনড্রাইভ দিয়ে কিভাবে ইন্স্টল দেয়া যায়। পেনড্রাইভের জন্য কি এটা তৈরী করা যায়?

    হ্যাঁ, সেজন্য প্রথমে আপনার পেন ড্রাইভকে বুটাবল করতে হবে।

Level 0

খুব সুন্দর টিউন … চালিয়ে যান ভাই। ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ।

Level 0

ভালো হয়েছে 🙂

Level 0

.অনেক ধন্যবাদ আপনাকে এই রকম একটি সুন্দর টিউন উপহার দেওয়ার জন্য

ধন্যবাদ আপনাকে আপনার এই সুন্দর টিউনটির জন্য। পেন ড্রাইভকে বুটএবল করা যায় কি ভাবে যানাবেন কি?

Level 0

ভাইয়া, আইডিয়া টা খুব ভাল। এরকমই একটা আইডিযা খুজতে ছিলাল। ধন্যবাদ আপনাকে।

Level 0

ভাল টিউন। অনেক ধন্যবাদ।
ভাই silent install এর কমান্ড নিয়ে কিছু পারলে শেয়ার করুন।
এই ধরনের ইন্সটলেশনের মজা হল, থার্ড পার্টি সফটওয়ার গুলা, যেমন অফিস, pdf রিডার, ফায়ারফক্স ইত্যাদি silent ভাবে আটো ইন্সটল হবে।