CO.CC থেকে DOMAIN নেওয়ার জন্য পূর্বে অনেক টিউন হলেও বিস্তারিতভাবে না হওয়ায় রেজিষ্ট্রেশন এর সময় আনেক সমস্যায় পরতে হয়। তাই এবার ছবি সহ সহজভাবে লিখতে বসলাম। টিউনটি বিশেষ করে নতুনদের জন্য।
প্রথমে এখানে ক্লিক করূন। এরপর নিচের ছবির মত আসবে।
এখানে আপনার কাঙ্খিত নাম লিখে check availability তে ক্লিক করূন।
continue to registration বাটনে ক্লিক করূন।
এখন create an account now বাটনে ক্লিক করূন।
বাটনে ক্লিক করূন এখানে আপনার সম্পর্কে প্রয়োজনিয় তথ্য দিয়ে create an account now বাটনে ক্লিক করূন।
এখানে কোন successful dialog box আসলে set up বাটনে ক্লিক করূন।
এখানেও set up বাটনে ক্লিক করূন।
এখানে name server এ ক্লিক করূন।
এখানে name server 1 এর স্থানে ns01.000webhost.com
এবং name server 2 এর স্থানে ns02.000webhost.com লিখুন।
এখন set up বাটনে ক্লিক করূন।
এখন ok বাটনে ক্লিক রেজিষ্টেশন শেষ করূন।
এবার হোষ্টিং করার পালা। হোষ্টিং সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে কি্লক করূন।
এই টিউনের ইমেজগুলি power point presentation হিসাবে পেতে এখান থেকে ডাউনলোড করতে পারেন।
টিউনটি কেমন হল তা লিখতে ভুলবেন না কিন্তু।
আমি আজব লোক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 162 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো হয়েছে….
ভাই আপনার ফোন নাম্বার টা কি আমাকে মেইল করতে পারেন?
[email protected]