একটি কাস্টমাইজ এক্সপির সিডি তৈরী করে তার সাথে একই সাথে কি করে বিভিন্ন সফটওয়্যার সেটআপ দেওয়া যায় সেটা আমি ধাপে ধাপে দেখাতে চেয়েছিলাম। এর মধ্যে একটি টিউন চোখে পড়ল যেখানে কিনা এক্সপিকে Unattended করার কথা বলা হয়েছে। ধন্যবাদ উনাকে কিন্তু আমার মনে হয় প্রত্যকটি কমান্ডের বিস্তারিত বর্ননা দিলে টিউনটি আরও ভাল হতো। যাই হোক XP কে কাস্টমাইজ করতে হলে প্রথমে আপনাকে চিন্তা করতে হবে আপনি XP র কি কি বিষয়ে পরিবর্তন আনতে চান। বিভিন্ন বিষয় বলতে আমি এর সেটআপ স্ক্রীন, বুট স্ক্রীন, ওয়েলকাম স্ক্রীন, থীম, আইকন, কন্ট্রোল প্যানেল, ওয়াল পেপার ইত্যাদিকে বোঝাতে চাইছি।
যাই হোক আমি এখানে এক্সপির সেটআপ স্ক্রীন কিভাবে চেন্জ করতে হয় তা দেখাব। এই কাজটি করার জন্য আপনি প্রথমে এক্স পির সিডি আপনার কম্পিউটারের Hard Disk এ কপি করে নিন। আমরা যখন XP Setup করি তখন একটি নীল রংয়ের পর্দায় XP র বিভিন্ন বৈশিষ্ট্যর কথা দেখতে পাওয়া যায়। এটিই XP এর Setup Billboard। আমাদের প্রথমে খুজে বের করতে হবে কোথায় মাইক্রোসফট কোম্পানী তাদের এই ফাইলটি রেখেছে। যেটা কিনা সেটআপ শেষ হওয়ার 39 মিনিট আগে থেকে দেখা যায়। এই ফাইলটি আপনি খুজে পাবেন Bootable XP CD র I386 নামের ফোল্ডারের ভেতরে। ফাইলের নাম WINNTBBU.DL_ নামে। এটি দেখে ঘাবরানোর কিছু নাই, ফাইলটি কম্প্রেস করা আছে এবং আপনি খুর সহজেই WinRAR Software দিয়ে এটিকে ডিকম্প্রেস করতে পারেন। এবার এটি দেখবেন WINNTBBU.DLL নামে। এবার আমরা আসল কাজে আসি। এই কাজটি করতে আপনার প্রয়োজন হবে Resource Hacker বা Resource Tuners নামক একটি Software. যেটা আপনি হয়ত এর আগে ব্যবহার করেছেন। না করে থাকলেও কোন সমস্যা নেই এখানে করুন। একটি Setup Billboard এর কয়েকটি অংশ থাকে। একটি হলো এর মূল ছবি এটি অবশ্যই হতে হবে BMP এক্সটেনশন যুক্ত। বিটম্যাপ ছবি। এর পর আছে এর উপর ক্রমাগত ভাবে বদলে যাওয়া লেখার রং। অবশ্য ইচ্ছা করলে আপনি লেখা নাও রাখতে পারেন। আরও আছে সেটআপ Bullet এবং Animated Progress Bar।
প্রথমে আমরা এর মূল ছবিটাকে পরিবর্তন করি, এজন্য আমদেরকে একটি 640x480 মাপের BMP ছবি তৈরী করে নিতে হবে। এটা যেকোন ছবি থেকে আপনি ফটোসপ ব্যবহার করে তৈরী করে নিতে পারেন।
এরপর Resource Tuners ব্যবহার করে আপনি WINNTBBU.DLL ফাইলটি Open করুন। এখানে আপনি BMP নামে একটি ফোল্ডার পাবেন। এর মধ্যে 103 নম্বর যে Resource সেটাই আমাদের Setup Billboard এর মূল ছবি আপনি আপনার তৈরীকৃত BMP File দ্বারা এটিকে Replace করুন।
এরপর আমরা Windows এর Logo নিয়ে কাজ করবো। এটি 100 নাম্বার Resource। আপনার তৈরী করা লোগো দিয়ে এটি রিপ্লেস করতে পারেন বা logo না চাইলে Delete করতে পারেন। তবে Logo ব্যবহার করলে তা BMP File হতে হবে।
এবার আসুন আমরা Animated Progress Bar Change করি। এটি Animation হয় মূলত 4টি Resource ব্যবহার করে যা যথাক্রমে 185, 186, 187, 188 নম্বর Resource। আপনি এগুলো আগে থেকে তৈরী করে রাখুন এবং নিরদিষ্ট টি নিরদিষ্ট যায়গায় Replace করুন।
এবার আমরা Setup Bullet গুলো Change করি। এর Resource নাম্বর যথাক্রমে 104, 105, 109 এগুলো Change করুন আপনার তৈরী করা Bullet দিয়ে। অন্য আর যেসকল Resource আছে সেগুলো অন্যান্য কাজে ব্যবহার হয়ে থাকে। এমনিতেই টিউন অনেক বড় হয়ে গেল যা পড়তে হয়ত অনেকেরই বিরক্ত এসে যাবে তাই কথা আর বাড়ালাম না। এবং সেগুলোর বিস্তারিত লিখলামনা। তবে সেগুলো আপনার XP র Setup Billboard এ কোনরকম প্রভাব ফেলে না।
এবার আপনি Change করা WINNTBBU.DLL ফাইলটি সেভ করুন। এবার একে কম্প্রেস করার পালা। আপনি DOS চালু করুন। এজন্য Run Menu তে গিয়ে টাইপ করুন CMD এবার এন্টার দিন। তারপর আপনার সেভ করা ফাইলটি যে লোকেশনে আছে সেখানে গিয়ে টাইপ করুন makecab WINNTBBU.DLL এন্টার করুন। দেখে নিন আপনার ফাইলটি কম্প্রেস হয়ে গেছে। এবার এই ফাইল কে আপনি আগের I386 ফোল্ডারের ভেতরে Replace করুন।
এবার আপনার কপি করা এক্সপি কে Bootable Image বানাতে হবে। এই কাজটি আপনি করতে পারেন CD Image GUI সফটওয়্যারটি ব্যবহার করে। এটি ব্যবহার করা অত্যান্ত সহজ। শধু Configuration Tab থেকে Boot Option থেকে Browse করে Boot.img File টি দেখিয়ে দিতে হবে।
1. StartUp এ আপনি এক্সপি কপি করা মূল ফোল্ডারটি দেখিয়ে দিন এবং কি নামে Image টি সেভ করতে চান তার নাম দিন।
2. Configuration Tab থেকে Boot Option থেকে Browse করে Boot.img File টি দেখিয়ে দিতে হবে।
3. Configuration Tab থেকে Creation Option থেকে CD এর Label ঠিক করে দিতে পারেন।
4. Creation Tab থেকে Start Image Creation এ ক্লিক করে Image তৈরী করে নিন এবং Nero Burning এর Express Essential ব্যবহার করে CD তে Write করুন Windows এর Bootable Image.
এবার আপনি আপনার তৈরী করা XPর CD হতে সেটআপ দিন WindowsXP আর উপভোগ করুন আপনার নিজের তৈরী করা সেটআপ স্ক্রীন। সবাইকে ধন্যবাদ।
ভাল লাগলে Comments করুন। আর প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ডাউনলোড করুন এখান থেকে।
আমি মাহাবুব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কোন প্রাপ্তিই পূর্ণ প্রাপ্তি নয়, কোন প্রাপ্তিই দেয়না পূর্ণ তৃপ্তি... হেলাল হাফিজ
ধন্যবাদ এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ন।