ব্যানার এড থেকে আয় করার টিপস

অনলাইনে আয়ের একটি জনপ্রিয় মাধ্যম হল ব্যানার এড। ব্যানার ad হল কোন ওয়েবসাইটে বা ব্লোগে অন্য কোন প্রতিষ্ঠান,পন্য বা সেবার ব্যানার বিজ্ঞাপন থাকা। অর্থাৎ আপনার blog/website এ ভিজিটর বেশী থাকলে আপনি অন্য কোন প্রতিষ্ঠান,পন্য বা সেবার প্রচার ঘটিয়ে তাদের কাছ থেকে টাকা নিতে পারেন। সাধারনত প্রথম আলো,টেকটিউনসের মত সাইট/ব্লোগে সেধরনের বিজ্ঞাপন দেখা যায়। ব্যানার এড থেকে লাভের অঙ্কটাও বেশ মোটা।

আমেরিকায় ছাপানো বিজ্ঞাপনকে ছাড়িয়ে গেছে অনলাইন বিজ্ঞাপন,আর সেটা ব্যানার বিজ্ঞাপনই বটে। এটাতে আপনি সবচেয়ে বড় সুবিধা পাবেন এড শো করালেই আপনাকে পে করা হবে,এডে ক্লিক করার ঝামেলা নেই,যদিওবা থার্ড পার্টির কিছু নিয়মনীতি থাকে ক্লিক ও অন্যান্য বিষয় নিয়ে। আপনার সাইটে ভিজিটর যত বেশী হবে আপনার আয় তত বেশী হবে। visitor বেশী হলে কেউই আপনার সাইটে বিজ্ঞাপন দিতে আপত্তি করবে না কারন বিজ্ঞাপন দাতারা তাদের পন্য বা সেবার প্রচার চায়। কাজেই ভিজিটর বেশী থাকলে আপনার সাইটে এড দিতে এডদাতারা আগ্রহী হবে।

এখন কথা হচ্ছে এড পাবেন কোথায়। এড সাধারনত দুভাবে পেতে পারেন,কিভাবে আপনার সাইটের জন্য এড পাবেন তার কিছু ধারনা তুলে ধরছি।

নিজে খুজে নেয়া:

ব্যানার এড থেকে আয়ের সবচেয়ে উত্তম দিক হচ্ছে সরাসরি বিজ্ঞাপনদাতাদের সাথে যোগাযোগ করে বিজ্ঞাপন বসানো। অর্থাৎ আপনি যে কোম্পানীর হয়ে প্রচার করতে চান তাদের সাথে যোগাযোগ করুন। তাদেরকে জানান যে,আপনার সাইটে এড দিলে তারা কি কি বিষয়ে বেশী লাভবান হতে পারবে। আপনার সাইটের প্রতিদিনের ভিজিটরের হিসাব তাদের দিয়ে দেন। তারা আপনার সাইটে এড দিতে আগ্রহী হলে তাদের সাথে আপনার আথিক চুক্তি সম্পাদনা করে কাজ শুরু করে দিন। এছাড়া আপনি আপনার সাইটে ব্যানারের মাধ্যমে অথবা ফুটারে দিতে পারেন  যে, your ad here/এখানে বিজ্ঞাপন দিন। এবং একটি পেজ খুলে সেখানে আপনার বিজ্ঞাপন রেট,ব্যানারের সাইজ ইত্যাদি বিভিন্ন প্রয়োজনীয় তথ্য রেখে দিতে পারেন।

তৃতীয় পক্ষের সাহায্য নেয়া:

যদি এমন হয় যে আপনার সাইটের ভিজিটর তুলনামূলক কম অর্থাৎ এডদাতাদের চাহিদার চাইতে কম তাহলে কি করবেন?হ্যা এরকম দিক চিন্তা করে কিছু কোম্পানী তৃতীয় পক্ষ হয়ে কাজ করে থাকে। তারা আপনাকে এড খুজে দিবে। এতে লাভ একটু কম হবে,কম হবারই কথা কারন তারা আপনাকে এড খুজে দিবে তার বিনিময়ে তারাও কমিশন নেবে। তবুও বিষয়টি খারাপ না।
এরকম কয়েকটি তৃতীয় পক্ষ হচ্ছে-

আপনি তাদের সাইটে গিয়ে আবেদন ফরম পুরন করবেন এরপর তারা আপনাকে জানাবে যে,তারা আপনাকে গ্রহন করেছে কিনা?
যদি তারা আপনাকে গ্রহন করে তাহলে তাদের নিয়মনীতি অনুযায়ী কাজ শুরু করে দিন।

প্রথম প্রকাশ এখানে

Level New

আমি জামিউল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভলো লাগলো। নতুন কিছু শিখতে পারলাম।

Level New

@মাহমুদ কলি।:কাউকে জানাতে পেরেছি জেনে খুজি হলাম,ধন্যবাদ।

ভালো লাগলো্ সরা সরি প্রিয়তে নিলাম

আগ্রহ সৃষ্টি হলো, ধন্যবাদ।

Level New

@রোমেল বগুড়া:প্রিয়তে নেয়ার জন্য,ধন্যবাদ।

Level New

@ডাঃ রায়হানুল এহসান:অন্যকে উৎসাহিত করে কর্মমূখী করার চেষ্টা করে যাচ্ছি এবং তা নিয়মিত করে যেতে চাই,ধন্যবাদ।

awsome! tnx a lot

Level New

@ছোট ছেলে:many many thanks.