ওয়েব পেজ ওপেন করার জন্য সি সার্প (C#) এপ্লিকেশন তৈরি করুন(ভিডিও)|টিউটোহোস্ট এক্সক্লুসিভ-১

CsharpOpenWebPageশুরু হল টিউটোরিয়ালবিডি এবং টিউটোহোস্টের সৌজন্যে এক্সক্লুসিভ টিউটোরিয়াল। এক্সক্লুসিভ টিউটোরিয়ালে বিভিন্ন বিষয়ে সহজ ভাষায়, দ্রুত এবং প্রফেশনাল প্রজেক্ট ভিত্তিক টিউটোরিয়াল প্রকাশ করা হবে। আজকের পর্বে থাকছে ওয়েব পেজ ওপেন করার জন্য সি সার্প (C#) এপ্লিকেশন তৈরি করুন।

ভিডিও টিউটোরিয়াল

ধাপ ১

C# ওপেন করে File মেনু থেকে New এরপর Project এ ক্লিক করুন।

নিচের ছবিরমতো Project types: Visual C# এরপর Windows সিলেক্ট করুন ।

c#1a

এরপর Templates থেকে Windows Forms Application সিলেক্ট করুন।

নিচে Name: হিসেবে OpenWabePage এর অনুরূপ লেখুন।

এরপর Ok বাটনে ক্লিক করুন। তাহলে নিচের ছবির মত Form1 নামে একটা Windows Form ওপেন হবে।

c#1b

ধাপ ২

Toolbox এর Common controls থেকে একটা Button টানদিয়ে এনে Form1 এর মধ্যে ছেড়ে দিন।

c#1c

নিশ্চিৎ হয়ে নিন যে ডান দিকে Properties window প্রদর্শিত হচ্ছে কি না। না হলে View মেনু থেকে Properties window ওপেন করুন।

Button1 সিলেক্ট থাকা অবস্থায় Properties window থেকে Text এর পাশে Open web page এর অনুরূপ লেখুন। তাহলে Button1 এর টেক্সট পরিবর্তন হবে।

c#1d

ধাপ ৩

এখন Open web page বাটনটির উপর ডাবলক্লিক করে নিচের লাইনটি লেখুন।

System.Diagnostics.Process.Start("http://tutohost.com/");

c#1e

এখন নিচের ছবির মত Start debugging বাটনে ক্লিক করুন।

c#1f

তাহলে আপনার তৈরি এপ্লিকেশনটি ওপেন হবে।

c#1g

এখন বাটনটিতে ক্লিক করলে http://tutohost.com/ ওপেন হবে । আপনি কোড পরিবর্তন করে যে কোন ওয়েব সাইটের লিংক দিতে পারবেন।

ধাপ ৪

C:\Users\mydesktop\Documents\Visual Studio 2008\Projects\OpenWebPage\OpenWebPage\bin\Debug\ লোকেশনে গেলে OpenWebPage.exe একটা ফাইল পাবেন যেটা আজকের তৈরিকৃত উইন্ডোজ এপ্লিকেশন। OpenWebPage.exe তে ক্লিক করলে এপ্লিকেশনটি ওপেন হবে।

ডাউনলোড সোর্স ফাইল

………………………………………………………………………………..

জ্ঞন বিজ্ঞানের সংস্পর্শে আলোকিত একটা সুন্দর সমৃদ্ধ পৃথিবীর প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। সকলের জন্য শুভকামনা রইল। আজকের টিউটোরিয়াল কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু!

পোস্টটি ইতোপূর্বে এখানে প্রকাশিত

পোস্টটির মূল লেখক টিউটোহোস্ট টিম সদস্য

অসীম কুমার

সৌজন্যে : টিউটোহোস্ট

অসীম কুমার

অসীম কুমার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়(DUET)এ EEE তে লেখাপড়া করেন। তিনি টিউটোরিয়ালবিডি ,টেকটিউনস, বিজ্ঞান প্রযুক্তি ব্লগে ওয়েব ডিজাইন এবং ডেভলপমেন্ট , মাইক্রোকন্ট্রোলার, ইলেকট্রনিক্স ও টেকনোলজির বিভিন্ন বিষয়ের উপর ব্লগ, টিউটরিয়াল এবং ই-বুক লিখেছেন। আপনারা তাকে ফেসবুকে বন্ধু হিসেবে যোগ করতে পারেন।

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বড় ভাই আপনি কি আমাকে Visual Basic er কোন বাংলা টিঊটোরিয়েল বা E-Book দিয়ে সাহায্য করবেন? অনেকের অনেক টিউন দেখি কিন্তু কেউ Visula Basic নিয়ে ভাল ভাবে লেখে না। আমি ভালো কোন প্রতিষ্ঠান পাচ্ছি না যারা এই বিষয়ে শিখায়। যদি সম্ভব হয়। প্লিস হেল্প মি।

    Level 2

    @বাধঁন: Kothai thaken? Ami Uttara te thaki. saturday or sunday ashte parle ami tutorial dite parbo.

    @টিউটোহোস্ট: Waiting for Nex tune. 🙂