sql টিউটোরিয়াল পর্বঃ- ডাটা টাইপ, ইন্টেজার

trans-updatingMultiDBsJ2eeServersসবাইকে আরো একবার আমন্তন জানাচ্ছি sql টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব sql এর বিভিন্ন ডাটা টাইপ নিয়ে। হাই লেভেলের প্রতিটি ল্যাংগুয়েজে ডাটা টাইপ নিয়ে কাজ করে থাক। তেমন করে sql ও একটি হাই লেভেল ল্যাংগুয়েজ তাই sql ও বিভিন্ন ডাটা টাইপ নিয়ে কাজ করে থাকে। ডাটা টাইপ হচ্ছে ডাটার ধরন। যেমনঃ- নাম্বার টাইপ ডাটা যা integer নামে পরিচিত, String টাইপ ডাটা যা টেক্সটকে টাইপ ডাটাকে নির্দেশ করে।

sql সাধারনত ৬ ধরনের ডাটা টাইপ নিয়ে কাজ করে থাকে যথা-

1. Numaric Type – নাম্বার ধরনের ডাটা ষ্টোর করার জন্য
2. String Type – শব্দ ও টেক্সট ষ্টোর করার জন্য
3. Large Storage Type – বড় ধরনের ফাইল ও ডকুমেন্ট ষ্টোর করার জন্য
4. Date and time Type - তারিখ ও সময় ষ্টোর করার জন্য
5. Bit Values Type – লজিক ভ্যলু ও বিভিন্ন ফ্লাগ ষ্টোর করার জন্য
6. Enumeration Ttpe – নিউমেরিক ভ্যালু ষ্টোর করার জন্য

Numaric Type : প্রধানত Numaric Type Data যথা-

1. Integer Type - নাম্বার ষ্টোর করার জন্য। ১,২,৩ ইত্যাদি
2. Floating Point Type – রিয়েল নাম্বার নিয়ে কাজ করে। সাধারনত হিসাব এর কাজে ব্যবহৃত হয়।
3. Fixed Point Type - ডেসিমেল নাম্বার ষ্টোর করার কাজে ব্যবহৃত হয়।

আজকের মত এই পর্যন্তই। ভাল থকবেন ও টিউটোরিয়াল বিডির সাথেই থাকুন।

এই সিরিজের পূর্বের টিউটোরিয়াল গুল পড়ার জন্য। টিউটোরিয়ালটি পূর্বে টিউটোরিয়ালবিডি তে প্রকাশিত। পোষ্টটির মূল লেখক ইমরান।
ওয়েব-হোষ্টিং এর জন্য এক বিশস্ত প্রতিষ্ঠানের নাম টিউটোহোস্ট

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি SQL এর সকল সিরিজগুলো চাই, Please লিঙ্ক দেন।

    ০১. sql টিউটোরিয়াল – ১ (সূচনা পর্ব)
    ০২. Sql টিউটোরিয়াল, পর্ব – ২ (সার্ভার পাসওয়ার্ড পরিবর্তন করা)
    ০৩. Sql টিউটোরিয়াল, পর্ব – ৩ (ডাটাবেজ তৈরি করা ও দেখা)
    ০৪. sql টিউটোরিয়াল, পর্বঃ – ৪ (ডাটা টাইপ, ইন্টেজার)