=============================================
আশা করি সকল টেকি টিউনাররা ভালোই আছেন ,
=================================================
পিসিতে ভাইরাস্ প্রবেশ করে মুলত পেনড্রাইভ / মেমোরি কার্ড / ইন্টারনেট । পেনড্রাইভ / মেমোরি কার্ড এর ভাইরাস থেকে বাঁচতে এন্টিভাইরাস তৈরী করুন । প্রথমে নোটপ্যাড ওপেন করুন নিম্নোক্ত কোড লিখুন:
G:
cd\
del *.exe
del *.inf
del "New Folder.exe"
del *.bat
del *.cmd
explorer G:
এখানে এ G হচ্ছে আপনার রিমোভাল ড্রাইভ / পেনড্রাইভ ড্রাইভ / মেমোরি কার্ড ড্রাইভ । যদি আপনার রিমোভাল ড্রাইভ / পেনড্রাইভ ড্রাইভ / মেমোরি কার্ড ড্রাইভ G না হয়ে অন্য কোন ড্রাইভ হয় তাহলে G কেটে দিয়ে আপনার রিমোভাল ড্রাইভ দিন। লেখাটি যে কোন নামের BAT File এ সেভ করুন , যেমন: rm2334.bat
ফাইল সেভ করা হয়ে গেলে পেনড্রাইভ ড্রাইভ / মেমোরি কার্ড পিসিতে প্রবেশ করিয়ে এই ফাইলটি ওপেন করুন। দেখুন সব ভাইরাস কেটে দিয়ে ড্রাইভটি আপনার সামনে হাজির করেছে।
=============================================
আমি আমার ওয়েব ব্লগ , টুইটার , ফেইসবুক এ মেহেদী হাসান ভাইয়ের তৈরীকৃত অভ্র সফ্টওয়ার এর লোগো , এর ডাউনলোড লিংক দিয়েছি।
আপনারাও দিবেন তো ?
আমার ওয়েব ব্লগ: http://www.ganwala.tk
টুইটার : http://www.twitter.com/rmganogan
ফেইসবুক: http://www.facebook.com/ganwala.tk
=============================================
বি:দ্র: এই পোষ্টটি আমার আগে কেউ দিয়ে থাকলে আমাকে অবহিত করবেন যথাযথ ব্যবস্থা নিব। ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্য।
আমি আগের কাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 177 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপাতত লেখার অপেক্ষায়...
টিউনটি ভাল হইছে এইজন্য ধন্যবাদ,
কিন্তু একটা প্রশ্ন জাগছে মনে আজ কাল অনেকেই দেখি এই একটা কথা লিখে সেটা হল (পোষ্টটি না পড়লে কিছু একটা মিস্ হয়ে যাবে কিংবা মিস করবেন ইত্যাদি ইত্যাদি)এটার কারনটা কি?এটা কি কোন দৃষ্টি আকর্ষন কারি সিষ্টেম নাকি?দয়া কইরা একটু বইলেনতো ভাই।