আসসালামুয়ালাইকুম সবাইকে ! আশা করি সবাই ভালো আছেন! অনেক দিন পর টিটিতে পোষ্ট করতেছি ! আর জাই হোক আসল কথাই আশি !
আমি মনে করি, আমরা যারা জিবনে ভাল কিছু করতে চাই বিশেষ করে, যারা ইন্টারনেট এর মাধ্যমে টাকা কামাই করতে চাই , যারা পড়াশোনার জন্য দেশের বাইরে জেতে চাই তাদের জন্য ইংরেজি শিক্ষা আবশ্যক ! এছারাও বর্তমানে আমাদের দেশেই চাকুরি,ভাইভা, বিসিএস পরীক্ষা সব যাইগাই ভালো কিছু করতে হলে আপনাকে অবশ্যই ইংরেজিতে ভাল হতে হবে !
ইংরেজিতে লিখা-লেখি করার চেয়ে আমার মনে হয় ইংরেজিতে অনর্গল কথা বলা অনেক কঠিন ! আমাদের দেশে অনেক ভাল ইংরেজি যানা লোক আছে বাট তারা ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে না !
আসলে মুল কথা হচ্ছে, আমরা ইংরেজি মোটামোটি জানলেও প্রেকটিসের অভাবে অনর্গল কথা বলতে পারিনা এমনকি স্পোকেন প্রেকটিছ করার জন্য ভালো সঙ্গীও খুজে পাইনা !
আমাদের মধ্যে অনেকেই আছে যারা নিয়মিত নেট এবং স্কাইপি ব্যাবহার করে ! আরতাই আপনাদের সাথে একটা সাইট শেয়ার করব যেখানে আপনি পাবেন ইংরেজি শিখার জন্য অনেক গাইডলাইন এবং অনেক ফরেন ফ্রেন্ড যারা আপনার মতই ইংরেজি শিখতে বিশেষ করে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে চাই !
আপনি এই সাইটের বিভিন্ন গ্রুপে এড হয়ে ইংরেজির অনেক কিছু শিখতে পারবেন প্লাস ফেসবুকের মত ফ্রেন্ড সার্কেল গরে তুলতে পারবেন ! সব থেকে বড় সুবিধা হল বেশ কিছু স্কাইপারস গ্রুপ আছে এই সাইটে যেখানে অসংখ্য ইংরেজি লার্নার তাদের স্কাইপি আইডি শেয়ার করেছে ! আপনি সেখানে আপনার স্কাইপি আইডি শেয়ার করার মাধ্যমে এবং শেখান থেকে স্কাইপি আইডি কালেক্ট করে আপনার স্কাইপিতে এড করার মাধ্যমে অনেক বড় একটা ইংরেজি শিখার কমিউনিটি তৈরি করতে পারবেন !
তো শুরু করে দিন সাইট থেকে ইংরেজি লার্নারদের স্কাইপি আইডি কালেক্ট করে আপনার স্কাইপিতে এড করে কথা বলা ! প্রতিদিন যতক্ষণ আপনার ইচ্ছা! !
আমার মনে হয় সব থেকে বেশি উপকার হবে যারা অলরেডি বিভিন্ন স্পোকেন কোর্স অথবা আইলটস করার প্রিপারেশণ নিচ্ছেন তাদের জন্য ! তারা এর মাধ্যমে পেয়ে জাবেন সারাদিন ইংরেজিতে কথা বলার জন্য অনেক পার্টনার স্কাইপিতে !
আমিও একজন ইংরেজি লার্নার প্লাস এই সাইটের মাধ্যমে অনেক স্কাইপি ফ্রেন্ড পেয়েছি যারা প্রাই টাইম আমাকে নক করে প্র্যাকটিস করার জন্য বাট আমিই সময় দিতে পারিনা !
আপনারা যারা ইংরেজি স্পোকেন প্র্যাকটিস করতে ইচ্ছুক তারা আমাকে স্কাইপিতে এড করতে পারেন ! আমার স্কাইপি choncholkpi.
এই পোষ্টটি সর্বপ্রথম আমার ব্লগে ইংরেজিতে ! আমার ব্লগটি এখানে আরও তথ্য পেতে ঘুরে আসতে পারেন একবার !!
আমি chonchol। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
tnx chonchol vai.. ebar kintu skype- te apnake jaliye kheye nebo. 🙂 🙂 🙂