আস্সালামুয়ালাইকুম, Online Bangla Radio Player থেকে VLC media player এর মাধ্যমে অনলাইন রেডিও রেকর্ড করার পদ্ধতি আলোচনা করা হল...
Online Bangla Radio Player না থাকলে এইখান [Click Here] থেকে ডাউনলোড করে নেন। VLC media player ওপেন করে নেন। VLC Player না থাকলে এইখান [Click Here] থেকে ডাউনলোড করে নেন।
View তে গিয়ে Advanced Controls এ ক্লিক করুন।
1. Advanced Controls এ ক্লিক করার পর Record অপসন শো করবে।
2. এবার Media তে গিয়ে Open Network Stream... এ ক্লিক করুন।
3. Stream URL সাবমিট করার অপসন আসবে।
1. প্রথমে যে কোনো একটি স্টেশন প্লে করে নেন, তারপর মাউস পয়েন্ট টার্গেট করা স্থানে রেখে মাউস এর রাইট বাটন এ ক্লিক করে Properties তে ক্লিক করুন।
2. Properties ওপেন হবার পর Location থেকে পুরো লিংক টা কপি করে নেন।
1. VLC media player এ Media তে গিয়ে Open Network Stream... তে ক্লিক করার পর Network এ গিয়ে Address বার এ লিংক টা পেস্ট করুন, তারপর Play বাটন এ ক্লিক করুন।
2. Record button এ ক্লিক করুন, Record হওয়া শুরু হবে...
3. রেকর্ড স্টপ করার জন্যে Record button এ আবার ক্লিক করুন ক্লিক করুন, Record স্টপ হয়ে যাবে!
রেকর্ডকৃত ফাইল টি পাওয়ার জন্যে Media থেকে Open File... এ যান।
আমি MITOO। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মিঠু ফ্রম নোয়াখালী... :)
Tx